View Full Version : ফরেক্স ব্যবসাতে শুুধুু লাভ ভাবলেই ভূল&&
Rubel115878
2020-08-07, 05:54 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা। অনেকেই মনে করে যে ফরেক্স ব্যবসা মানেই শুুধুু লাভ আর লাভ। যদি একথা কেউ মনে করে থাকেন তাহলে ভূল করবেন কারণ আমি মনে করি সবচাইতে কঠিন ব্যবসা হলো ফরেক্স ব্যবসা। আপনাদের মতামত জানালে খুুশি হব।
ফরেক্স ব্যাবসা সোজা ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই না। কারন একটা ভূলের জন্য আপনি আপনার একাউন্ট ব্যালেন্স জিরো করে ভেলতে পারেন। প্রতিনিয়ত ট্রেড করে আপনি হয়ত ৫-১০ ডলার লাভ নিচ্ছেন কিন্তু এক সময় একটা ভূলের জন্য আর কোনো সুযোগ পাবেন না। এর থেকে মুক্তি পেতে চাইলে ছোটো লটে ট্রেড করাই ভালো।
rakib.r
2020-08-07, 09:25 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা। অনেকেই মনে করে যে ফরেক্স ব্যবসা মানেই শুুধুু লাভ আর লাভ। যদি একথা কেউ মনে করে থাকেন তাহলে ভূল করবেন কারণ আমি মনে করি সবচাইতে কঠিন ব্যবসা হলো ফরেক্স ব্যবসা। আপনাদের মতামত জানালে খুুশি হব।
ফরেক্স ব্যাবসা খুব রিস্কি একটা ব্যাবসা । এখানে যদি কেও একটু ভুল করে তবে সে ভুলের মাসুলের বেশ ভালো পরিমান মুল্য দিতে হয় । আমি মনে করি ফরেক্স ব্যাবসা ভালোভাবে বুঝতে বুঝতেই ১ থেকে দুই বছর সময় লেগে যায় । অনেকেই আছে যারা ব্যাবসা বুঝে উঠার আগেই মনে করেন সব বুঝে গেছে আর রিয়েল ব্যাবসা শুরু করে লস করে ফেলে তাদের বলতে চাই ফরেক্স ব্যাবসা আসলে এত টা সহজ নয়। ফরেক্স ব্যাবসা অনেক কঠিন আর এখানে টিকে থাকতে হলে দরকার ধৈর্য আর ফরেক্স সম্পর্কে জ্ঞ্যান
mahmudfx84
2020-08-07, 10:00 PM
ফরেক্স ব্যবসাতে শুধু লাভ ভাবলেই ভূল বা বোকামী। কারন প্রথমে পরিষ্কারভাবে বুঝতে হবে ফরেক্স আসলে কি ?, এটা কোন খেলা, লটারী , জুয়া , চাকুরী নাকি কোন ব্যবসা। ফরেক্স যেহেতু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ব্যবসা। এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। ব্যবসা হিসাবে ফরেক্সেও লাভ-লস দুটোই আছে। তবে যদি কেউ ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে, বুঝে, শিখে এবং অভিজ্ঞ-দক্ষ হয়ে নিয়ম মেনে ট্রেড করে তবে অবশ্যই তাকে লস নিয়ে ভাবতে হবে না। একটা লাভজনক ব্যবসা হিসাবে দেখতে পাবে। ধন্যবাদ।
samun
2020-08-07, 10:18 PM
ফরেক্স মার্কেটে লাভ করার থেকে লস করা খুব সহজ। ফরেক্স মার্কেটে যতই ভালো ট্রেডার হোক না কেন লসের ভাগ তাঁকে নিতেই হবে। প্রতিটি ব্যবসায় লাভ-ক্ষতি নিয়েই চলতে হয়। ফরেক্স অনিশ্চয়তার জায়গা। এখানে যতো বেশি জ্ঞান ও দক্ষতা অর্জন করা যায় ততো বেশি লাভ করে মার্কেটে টিকে থাকা যায়। তাই শুধু লাভের আশায় ফরেক্স করাটা বোকামি।
MdRubelShaikh
2020-08-07, 10:56 PM
আপনার কথার সাথে একমত।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.