PDA

View Full Version : ফরেক্স ব্যবসাকে আমি বন্ধুর মত করে আগলে রাখতে চাই$$



Rubel115878
2020-08-07, 06:05 PM
আমি অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা করে আসছি। তাতে আমার মনে হয় ফরেক্স ব্যবসাকে আমার সারজীবনের জন্য প্রয়োজন, তাই আমি ভাবলাম ফরেক্স ব্যবসাকে আমি সারাজীবন বন্ধুর মত করে আগলে রাখতে চাই।

Smd
2020-08-07, 06:16 PM
ফরেক্স ব্যবসা করে সাবলম্বী হতে পারলে কেন কেউ বন্ধু হিসেবে বেছে নিবে না। কেউ যদি লোভ সামলিয়ে ভালো ভাবে এনালাইসিস এর মাধ্যমে ট্রেড ওপেন করলে অবশ্যই প্রফিট করতে পারবেন।

rakib.r
2020-08-07, 09:45 PM
ফরেক্স ব্যাবসা খুব ই ঝুকিপূর্ন একটা ব্যাবসা। এখানে যদি নিজেকে টিকিয়ে রাখতে হয় তাহলে দরকার সঠিক জ্ঞ্যান দক্ষতা আর অভিজ্ঞতার । যদি কেও সঠিক ভাবে জ্ঞ্যান অর্জন করা ছাড়া আর দক্ষতা অর্জন করা ছাড়া মার্কেটে টিকে থাকতে চায় তবে সে টিকে থাকতে পারবে না বরং সে তার সব টা হারিয়ে নিস্ব হয়ে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিবে। তাই আমি বলবো যদি কেও ফরেক্সে ভালো ভাবে টিকে থাকতে চায় তবে সবার আগে ডেমো করে নিজেকে দক্ষ আর অভিজ্ঞ করতে হবে তারপর ফরেক্স থেকে ভালো কিছু আশা করা যাবে

mahmudfx84
2020-08-07, 09:54 PM
ফরেক্স ব্যবসাকে আমিও বন্ধুর মত করে আগলে রাখতে চাই। আমি মনে করি কারো সাথে বন্ধুত্ব করতে হলে বা সম্পর্ক বজায় রাখতে হলে তার মনের ইচ্ছা, মর্জি, ভাললাগা, পছন্দ-অপছন্দ ইত্যাদি সম্পর্কে খুব ভালভাবে জানতে এবং বুঝতে হয়। অত্যন্ত সতর্কতার সাথে এসম্পর্ক ধরে রাখতে হয় - তাহলে উভয়েই লাভবান হওয়া যায়। আর যদি কোন কারণে বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয় তাহলে বন্ধুই হতে পারে সবচেয়ে বড় দুশমন। ঠিক তদ্রুপ ফরেক্সে সফল হতে হলে জানতে হবে, শিখতে হবে এবং নিয়ম মেনে টেন্ড বুঝে ট্রেড করতে হবে। ধন্যবাদ।

samun
2020-08-07, 10:24 PM
ফরেক্স প্রকৃত পক্ষে আমার খুব ভালো বন্ধু। ফরেক্স করে যেমন একটি ভালো সময় পার করতে পারি। তেমনি ফরেক্স থেকে আয়ও করতে পারি। আমার সার্বিক চাহিদা পূরণ করতে সক্ষম ফরেক্স। আমার চাহিদার পাশপাশি পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব। এই ব্যবসায় করতে আমি ব্যক্তিগত ভাবে কোন পূজি বিনিয়োগ করিনি। ব্রোকার বোনাস দিয়ে আমি আয় করি। আমি চাকরি বা ব্যবসায় যাই করিনা কেন সকল কাজের মাঝে ফরেক্সকে স্থান দিতে চাই।।।