PDA

View Full Version : লাভের ট্রেড লসে গেলে আপনার কেমন লাগে???



Rubel115878
2020-08-07, 10:36 PM
প্রতিটা ব্যবসাতেই লাভ/ লস আছে কিন্তুু যখুন ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ট্রেড দেওয়ার পরে কিছু লাভে যাওয়ার পরে আবার অনেক লসে যায়। তখুন আপনির কেমন লাগে। মতামত জানাতে পারেন বন্ধুরা।

rakib.r
2020-08-08, 08:04 PM
আসলে ফরেক্স ব্যাবসায় আমাদের মাথায় রাখতে হবে যে লোভ যেমন করা যাবে না তেমনি লস ও ব্যবসার ই একটা অংশ । ব্যাবসা করতে গেলে লাভ থাকবে আবার লস হবে এটাই স্বাভাবিক । তবে হ্যা যখন কোন ট্রেড লাভে গিয়ে লসে যায় বা লাভে না গিয়েও লসে যায় তখন স্বাভাবিক ভাবেই সবার ই খারাপ লাগে। কিন্তু এই ইমোশন টা আমাদের আসলে কন্ট্রোল করতে হবে। যদি আমরা আমাদের ইমোশন কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা ফরেক্স ব্যাবসায় ভালো করতে পারবো না আর বেশি সময় টিকেও থাকতে পারবো না

NEWVISION2020
2020-08-08, 08:11 PM
কোন ট্রেড যদি প্রফিটে যাওয়ার পরে লসের দিকে যেতে থাকে তাহলে মন স্বাভাবিকভাবেই খারাপ হওয়ার কথা এবং আমারও হয়ে থাকে।তবে আমি চেষ্টা করি মনকে খারাপ না করে নিজেকে স্বাভাবিক রাখার জন্য কারণ আমি যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড ওপেন করে থাকি তাহলে নির্দিষ্ট পরিমাণে লসে যাওয়ার পরেও আমার একাউন্ট টিকে থাকবে তাই নিজেকে স্বাভাবিক রাখার পাশাপাশি মার্কেট আবার আমার পজেটিভ দিকে অর্থাৎ লাভ এ যাওয়ার জন্য অপেক্ষা করি। কেননা আপনি ও খুব ভালো করে জানেন যে মার্কেট লসে যাওয়া মানেই লস হয়ে যাওয়া না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার ট্রেডগুলো আমি নিজে থেকে ক্লোজ না করব বা অটোমেটিকভাবে ক্লোজ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোন লস হবে না। তাই কখনো যদি আমার ট্রেড আমার বিপরীত দিকে অর্থাৎ লসে যেতে থাকে তাহলে অনেক বেশি উত্তেজিত না হয়ে নিজের মাথা ঠান্ডা রেখে ধৈর্যধারণ করি এবং এটাই আমার কাছে সঠিক পন্থা বলে মনে হয়।

opudey
2020-08-08, 10:31 PM
লাভের ট্রেড লস গেলে অবশ্যই খারাপ লাগে। লাভে ট্রেড লসে যায় সাধারণত আমাদের লোভ এর এবং ওভার কনফিডেন্স এর কারণে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লক্ষ্য স্থির করে নিতে হবে যে কোনটির থেকে কত প্রফিট লাভ হবে। কিন্তু আমরা লাভ এরপরেও ভাবি যে আরও লাভ হতে পারে তাই ট্রেড ক্লোজ করিনা। কিন্তু এটা করা যাবে না লক্ষ্য স্থির কাজ করতে হবে।

K.K.BABY
2020-08-09, 07:20 AM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করে লাভ করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স এর সব কিছুই জানতে হবে।আমরা বেশির ভাগ সময় লসে যায় আমাদের লাভে থাকা ট্রেড গুলো তার কারন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে কিছুই জানিনা যার কারনে আমরা ভাবি মার্কেট অনেক আপ হবে অথবা ডাউন হবে।আর এই ধারণা নিয়ে আময়াদের লাভে থাকা ট্রেড গুলো ক্লোজ করিনা যার কারনে একটা সময় মার্কেট সাপোর্ট বা রেজিষ্ট্যান্স এ বাধা পেয়ে মার্কেট বিপরীতে মুভ করতে থাকে আর তখন আমাদের লস গুনতে হয়।

FREEDOM
2020-10-30, 01:27 AM
এমন অনেক সময়েই হয়েছে যে একটি ট্রেড করলে সেটা ১০০/২০০ পিপস লসে চলে যায়।এজন্য অনেক সময়েই লাভ নিতে চাইলেও ১০০/২০০ পিপস নিতে মনে চায় অর্থ্যাত লং ট্রেডিং। কিন্তু এমনটাই বেশিরভাগ সময় ঘটে যে ট্রেডটা ৫০/৬০ লাভে ছিলো অথচ পরবতীতে তা হিউজ লসে চলে গিয়েছে যা অনেক বেশি খারাপ লাগে।

Starship
2021-04-19, 10:50 PM
আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখি তাহলে লাভের ট্রেড যদি লসে যায় তাহলে আমাদের মন খারাপ হওয়ার কথা। কিন্তু যেহেতু এটা ফরেক্স তাই আপনার মন-মানসিকতা সেভাবেই নির্ধারণ করতে হবে। লাভের ট্রেড লস হলেও আপনার মন-মানসিকতা শক্ত রাখতে হবে ধৈর্য ধারণ করতে হবে। আমার ইতিপূর্বে অনেকবার এমন হয়েছে। একবার তো আমার 25 ডলার প্রফিট থেকে 130 ডলার ব্যালেন্স জিরো করে ফেলেছি। তাই আমাদের দৃড় মন মানসিকতা এবং ধৈর্যের অধিকারী হতে হবে এবং এখান থেকে জ্ঞান লাভ করতে হবে। পাশাপাশি অবশ্যই অতিরিক্ত লোক নিয়ন্ত্রণ করতে হবে।

md mehedi hasan
2021-04-20, 05:42 AM
লাভ ট্রেড লসে যাওয়া আমার কাছে একটি কমন বিষয়।লাভ ট্রেড লসে গেলে স্বাভাবিক ভাবেই খুব খারাপ লাগে যা বুঝানো যাবে না।যারা এই পরিস্থিতি এর শিকার তারাই ভালো বুঝবেন।অনেক সময়ই লাভ ট্রেড লস খেয়ে সেই লস রিকভারি করার জন্য রাগের মাথায় ট্রেড করে একাউন্ট ফাকা করে ফেলে।আর এটা একটা বর সমস্যা আমাদের মত ট্রেডারদের জন্য তবে এই সমান্য থেকে বের হতে অনেক সময়ই লাগবে।এরপর আপনি সফল হবেন ইনশাল্লাহ ।

EmonFX
2021-04-20, 12:22 PM
প্রতিটা ব্যবসাতেই লাভ/ লস আছে কিন্তুু যখুন ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ট্রেড দেওয়ার পরে কিছু লাভে যাওয়ার পরে আবার অনেক লসে যায়। তখুন আপনির কেমন লাগে। মতামত জানাতে পারেন বন্ধুরা।

আসলে আমাদের প্রত্যেকের সাথেই এমনটি কমবেশি কখনো না কখনো ঘটেছে। লাভের ট্রেড যখন লসের দিকে যায় আসলে সেটা অনেক বেদনাদায়ক ও কষ্টের। যখন একটি লাভে থাকা ট্রেড ক্লোজ করতে না পারার কারণে পরবর্তীতে লসেরে দিকে যায় তখন নিজেকে অনেক বেশি অসহায় এবং অপরাধী মনে হয়। তখন মনে হয় বেশি লোভ করার কারণেই এমনটি হয়েছে। আমাদের উচিত লাভে থাকা ট্রেডটি যথাসম্ভব দ্রুততার সহিত ক্লোজ করে দেয়া। অনেক সময় বেশি লাভের আশা করতে গিয়ে লস করে ব্যালেন্স জিরো হয়ে যায়। ছোট ছোট প্রফিট থেকে একসময় দেখা যায় বড় এমন দাঁড়ায়। তাই ছোট ছোট প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকা উচিত।

KF84
2021-04-23, 01:29 PM
প্রতিটা ব্যবসাতেই লাভ/ লস আছে কিন্তুু যখুন ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ট্রেড দেওয়ার পরে কিছু লাভে যাওয়ার পরে আবার অনেক লসে যায়। তখুন আপনির কেমন লাগে। মতামত জানাতে পারেন বন্ধুরা।
অনেক সময় লাভের ট্রেড লসে যেতেই পারে যদি আমরা লং টাইম ফ্রেমে ট্রেড করে থাকি । কিন্তু খারাপ লাগে ঐ সময় যখন ট্রেডটি শুধু লাভ থেকে লসেই যায় না বরং মার্কেট ট্রেন্ডের বিপরীতে পড়ে যায় আর তখন এই বিশাল লস নিয়ে আর ট্রেড ক্লোজ করার কোন মানে থাকে না । ফলে শুধু অপেক্ষা করতে হয় যে একাউন্ট ব্যলেন্স যদি মার্জিন কল থেকে বেচে গিয়ে আবার ফিরে আসে । আর এই সময়টাকে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে কারনে কয়েক মাসের পরিশ্রমের ফল যখন লোভের কারনে শেষ হয়ে যায় ।

samun
2021-04-24, 10:49 AM
ভাই সত্যি কথা বলতে এমন সিচুয়েশনে আমি বহুবার পড়েছি এর প্রধান কারণ হলো আমার নিজস্ব অদক্ষতা এবং ভুল সিদ্ধান্তের কারণে আবার অনেক সময় আমি অধিক লাভের আশায় আরো একটু সময় অতিবাহিত করতে যেয়ে দেখা যাচ্ছে আমার লাভ থেকে হয়ে গেছে তাই আমি মনে করি প্রতিটি এটা অবশ্যই নিজেকে মুক্ত করে এবং সময়কে অপেক্ষা না করে যেকোনো লাভের পরিমাণ নিয়ে রেড কেটে দেওয়া উচিত এতে করে ঝুকিমুক্ত থাকা যায়

Mas26
2021-04-24, 11:13 PM
আসলে ফরেক্স ব্যাবসায় আমাদের মাথায় রাখতে হবে যে লোভ যেমন করা যাবে না তেমনি লস ও ব্যবসার ই একটা অংশ । ব্যাবসা করতে গেলে লাভ থাকবে আবার লস হবে এটাই স্বাভাবিক । তবে হ্যা যখন কোন ট্রেড লাভে গিয়ে লসে যায় বা লাভে না গিয়েও লসে যায় তখন স্বাভাবিক ভাবেই সবার ই খারাপ লাগে। কিন্তু এই ইমোশন টা আমাদের আসলে কন্ট্রোল করতে হবে। যদি আমরা আমাদের ইমোশন কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা ফরেক্স ব্যাবসায় ভালো করতে পারবো না আর বেশি সময় টিকেও থাকতে পারবো না। এক্ষেত্রে আমরা যদি কিছু নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলি তাহলে আমাদের লস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। যদি আমরা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে এবং সিদ্ধান্ত গুলো সঠিক ভাবে নিতে পারি তাহলে আমাদের সফল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। অনেক সময় লস হলেও লস রিকভার করা সম্ভব হয় মানি ম্যানেজমেন্ট ঠিক রাখার মাধ্যমে।

Sakib42
2021-04-25, 11:44 PM
অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কেননা আমরা জানি কিন্তু আমি মার্কেট এর মধ্যে বেশির ভাগ সময়ই অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে। আমরা ভালোমতো মার্কেট এনালাইসিস করলেও অনেক সময় তা ভুল হয়ে যায় কেননা এটি এই ব্যবসায় এর একটি অংশ। অনেকে সিওর থাকে তারপরেও লাভ থেকে হঠাৎ ক্ষতির সম্মুখীন এ পড়ে যায় তখন আর কিছু করার থাকে না।

এইসময় উচিত আমাদের ধৈর্য ধারণ করা এবং স্টপ লস ব্যবহার করা এটি আমাদের অনেকটা মুক্তি দিবে অ্যাকাউন্টে শূন্য হয়ে যাওয়ার হাত থেকে।

memes
2021-04-26, 10:12 AM
লাভের ট্রেড লস এ গেলে সাধারনত সবারই একটু খারাট লাগে।ফরেক্স একটি ব্যবসা । তাই এখানে লাভ -লস দুটিই অন্তভুক্ত । আর লস ব্যবসারই একটি অংশ ।তাই ট্রেড এ লস হলে সেটার কথা ভুলে গিয়ে আবার পূ্রায় নতুন উদ্যেমে কাজ করে যেতে হবে । পিছনের কথা ভাবলে চলবে না ।তাহলেই আপনি ফরেক্স ্র সফলতা লাভ করতে পারবেন ।

FRK75
2021-09-17, 09:51 AM
ফরেক্স ব্যাবসায় আমাদের মাথায় রাখতে হবে যে লোভ যেমন করা যাবে না তেমনি লস ও ব্যবসার ই একটা অংশ । ব্যাবসা করতে গেলে লাভ থাকবে আবার লস হবে এটাই স্বাভাবিক । তবে হ্যা যখন কোন ট্রেড লাভে গিয়ে লসে যায় বা লাভে না গিয়েও লসে যায় তখন স্বাভাবিক ভাবেই সবার ই খারাপ লাগে। কিন্তু এই ইমোশন টা আমাদের আসলে কন্ট্রোল করতে হবে। যদি আমরা আমাদের ইমোশন কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা ফরেক্স ব্যাবসায় ভালো করতে পারবো