PDA

View Full Version : ব্রিটিশ মুদ্রা আর ডলার এনালাইসিস।



SHARIFfx
2020-08-08, 01:06 PM
বিগত কয়েক সাপ্তাহ দরে ডলার দুর্বল হবার কারনে ব্রিটিশ মুদ্রার দাম বেড়ে গেছে। এখন ব্রিটিশ মুদ্রার প্রাইজ ১.৩০৫০ তে আছে। টেকনিক্যাল এনালাইসিস মোতাবেক দাম পড়ে জাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মারকেট ট্রেন্ড পরিবর্তন হবার সম্ভাবনা আছে তাই এই প্রাইজ থেকে সেলে ভালো এন্ট্রি নেওয়া যায়। নিন্মে একটি ভালো এন্ট্রি পয়েন্ট শেয়ার করলাম। উপকৃত হলে জানাবেন। 11849

ABDUSSALAM2020
2020-08-08, 01:17 PM
ব্রিটিশ মুদ্রা ডলার এনালাইসিস মার্কেটের পরিবর্তন হয় যার কারনে মুদ্রার দাম আগের মার্কেট হিসাবে বৃদ্ধি পেয়েছে তাই ব্রিটিশ মুদ্রার ডলার শতভাগ ট্রেডিং মার্কেট হতে লাভ করা সম্ভব আছে।

Starship
2022-10-29, 06:13 PM
জিবিপি ইউএসডি একটি গুরুত্বপূর্ণ পেয়ার যেখানে আমরা ট্রেড করে থাকি। এ পেয়ারে ট্রেড করার জন্য অবশ্যই ইউএসডি ইনডেক্স ফলো করার মাধ্যমে ট্রেড করতে হবে, কেননা এটি একটি ইউএসডি ইনডেক্স রিলেটেড পেয়ার। ইউএসডি ইনটেক্স এর সব সময় বিপরীতে এই পেয়ার মুভমেন্ট করে থাকে। ফরেক্স ক্যালেন্ডারের নিউজ এর ফলে ইউএসডি ইনডেক্স যদি দুর্বল হয়, তাহলে এ পেয়ার উদ্ধোমুখী মুভমেন্ট করে। আবার যদি ইউএসডি ইনডেক্স শক্তিশালী হয় তাহলে জিবিপি ইউএসডি নিম্নমুখী মুভমেন্ট করে।