PDA

View Full Version : ফরেক্সকে আপনি কি হিসেবে দেখেন? ব্যবসা না অন্য কিছু?



Rubel115878
2020-08-09, 07:13 AM
অনেকেই ফরেক্স ব্যবসা করে। আমিও ফরেক্স ব্যবসা করি। অনেকেি ফরেক্সকে খেলা বা জুয়া হিসেবে দেখে। আমি ফরেক্সকে ব্যবসা হিসেবে দেখি। ফরেক্সকে আপনি কি হিসেবে দেখেন? ব্যবসা না অন্য কিছু?

MdRubelShaikh
2020-08-09, 07:35 AM
আমি ফরেক্সকে ব্যবসা হিসেবে দেখি।

rakib.r
2020-08-09, 09:03 PM
ফরেক্স একটা ব্যাবসা এটাকে আসলে অন্য কিছু ভাবার সুযোগ নেই । অনেকে ফরেক্স কে জুয়া হিসেবে দেখে এটার পিছনে আসলে যারা এড করে দেয় তাদের গাফেলতি আছে। তারা ফরেক্স টা আসলে কি সেটা ঠিক ভাবে প্রেজেন্ট করতে পারে না বরং দেখায় এখানে আসলেই লাভ আর লাভ । তাই যারা আসে তারা ফরেক্স কি জানেও না বুঝেও না কিন্তু লাভ করতে না পেরে যখন সব টাকা লস করে ফেলে তখন ফরেক্স জুয়া বলে চালিয়ে দেয় আর ফরেক্স থেকে চলে যায় ।

Devdas
2021-07-31, 11:20 PM
আসলে ফরেক্সকে বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ নানান ভাবে বেছে নিয়ে ফরেক্স করে ফরেক্স থেকে আয় করে থাকেন। ফরেক্সকে কেউ একটি খেলা, কেউ জুয়া, কেউ ব্যবসা, কেউ অনলাইন ইনভেস্ট করা, কেউ ক্যারিয়ার ইত্যাদি হিসেবে বেছে নিয়েছে। আসলে ফরেক্স মার্কেট হচ্ছে একটি অনলাইন মুদ্রা বাজার যেখানে বিভিন্ন দেশের কারেন্স পরিবর্তন করার মাধ্যেমে ক্রয়-বিক্রয় করা হয় এবং এই ক্রয়-বিক্রয়ের মাধ্যেমে ট্রেড করে যা প্রফিট করা হয় সেই প্রফিট করে ফরেক্স থেকে আয় করা হয় সেটাই হচ্ছে ফরেক্স। ফরেক্সকে আমি ব্যবসা হিসেবে দেখি।

md mehedi hasan
2021-08-01, 09:23 AM
ফরেক্স মার্কেটে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পার্ট টাইম জব হিসাবে বেছেনিয়েছিলাম।কি ্তু এখন এটা মোটামুটি পেশা হিসাবে বেছে নিবো আগামী বছর।এই বছর আমার কাছে ফাইনাল টেষ্ট চলছে।আমি যদি এই বছরে আমার লক্ষ্য পৌছাতে পারি তা হলে আগামী বছর এক হাজার ডলার ইনভেস্ট করবো।ইনশাল্লাহ ।।

EmonFX
2021-08-01, 11:26 AM
অনেকেই ফরেক্স ব্যবসা করে। আমিও ফরেক্স ব্যবসা করি। অনেকেি ফরেক্সকে খেলা বা জুয়া হিসেবে দেখে। আমি ফরেক্সকে ব্যবসা হিসেবে দেখি। ফরেক্সকে আপনি কি হিসেবে দেখেন? ব্যবসা না অন্য কিছু?

নিঃসন্দেহে ফরেক্স ট্রেডিং একটি পারফেক্ট বিজনেস। যারা এটাকে জুয়া বলেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমি কোনক্রমেই এটাকে জুয়া বলবো না, কেননা একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা করতে হয় তার সবই এখানে করা হয়। তাহলে কি করে এটাকে জুয়া বলবেন? ব্যবসার জন্য মূলধন, সময়, পরিশ্রম ও মেধা ইনভেস্ট করতে হয়। আপনি ফরেক্সে এসবের সবকিছুই ইনভেস্ট করে থাকেন। আবার ব্যবসায়ের সর্ত হলো লাভ-লসের ঝুকি থকতে হবে। সে সর্তও আপনি এখানে পূর্ন করছেন। তাহলে এখনও কি এটাকে জুয়া বলবেন? আপনি যদি ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড করেন তবে সেটাকে জুয়া বলতে পারেন। আমি ফরেক্সকে পরিপূর্ন একটা ব্যবসা প্রতিষ্ঠান বলবো।

Sakib42
2021-08-01, 10:01 PM
ফরেক্স একটি ব্যবসা এটি মানতে কোনো প্রকার সন্দেহ থাকার কথা নয়, কিন্তু অনেকেই এটিকে জুয়ার সাথে তুলনা করে কিন্তু এইখানে এমন অবৈধ কাজ হওয়ার সম্ভাবনা নেই এছাড়াও যারা ফোরামের সাথে যুক্ত রয়েছে তারা দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করে এর কারণে ফরেক্সকে অন্য কিছু ভাবার কোন কারণ নেই। আপনি আপনার মেধাকে খাটিয়ে আপনার মূলধনকে খাটিয়ে আপনি পরিশ্রমের মাধ্যমে এই কাজ করছেন সুতরাং কোনো সুযোগ নেই ফরেক্সকে জুয়া বলে আখ্যায়িত করার। নিঃসন্দেহে একটি জনপ্রিয় মাধ্যম এবং একটি খেলার মাধ্যমে অর্থ উপার্জন করার জন্য ফরেক্স একটি হালাল ব্যবসা তাই নিঃসন্দেহে কোন দ্বিধা দ্বন্দ্বে না যে আপনি এই ব্যবসাকে বেছে নিতে পারেন আপনার জীবিকা নির্বাহের জন্য।

Starship
2021-08-01, 10:18 PM
আমি মনে করি ফরেক্স হলো বিশ্বের একটি জনপ্রিয় ব্যবসা যেখানে দক্ষতা অর্জন করার মাধ্যমে যে কেউ আয় করার সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। যেখানে বিশ্বে প্রতিদিন প্রায় চার ট্রিলিয়ন আর্থিক লেনদেন সংগঠিত হয়ে থাকে। যা অন্যান্য আর্থিক ব্যাংকের তুলনায় অনেক বেশি। আবার অনেকে ফরেক্সকে জুয়া খেলা হিসেবে মনে করেন। তারাই জুয়া হিসেবে মনে পড়ে যারা ফরেক্স এ একজন পরাজিত সৈনিক। আমি মনে করি যেকোনো ভাষার পাশাপাশি ফরেক্স করা যায় এবং এখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই সকলের উচিত এই সুযোগটাকে কাজে লাগানোর।