PDA

View Full Version : পিভট পয়েন্ট স্ট্রাটেজি



maziz6989
2015-07-08, 04:04 PM
আজ আপনাদের সাথে যে সিস্টেমটি শেয়ার করতে যাচ্ছি তা হল পিভট পয়েন্ট স্ট্রটেজি। এটা হল ফরেক্স এ বহুল ব্যবহৃত একটা সিস্টেম। প্রাইস যদি ডেইলি পিভটকে ব্রেক করে উপরে উঠতে থাকে তবে বাই এন্ট্রি নিতে হবে আর যদি নিচের দিকে নামতে থাকে তবে সেল। টিপি : স্টপলস = ২:১। সাবধানে ট্রেন্ড বুঝে ট্রেড করুন।

basaki
2016-03-26, 12:51 PM
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারন আপনি আপনার পোস্ট দিয়ে সর্বশেষ যে কথাটা বলেছেন সেই জন্য। কারন ফরেক্স মার্কেটে যে যত বড় বাহাদুর হোক না কেন কেউ বলতে পারবে মার্কেট কখন কোন দিকে মুব করবে তাই দেখে শুনে ট্রেড করাই খুব ভাল বলে আমিও মনে করি।

Tazul Islam
2016-03-26, 09:41 PM
পিভট পয়েন্ট সমন্ধে ভাল একটা ধারনা পেলাম । আপনার স্ট্রাটেজি টা ব্যবহার করে দেখব। মার্ডেকেট ভেলু যদি ডে পিভট ক্রস কোর উপরে যায় তাহলে বাই েএন্টিো নেব এবং নিচে গেলে সেল এন্ট্রি নেব।

Sahed
2016-07-29, 03:51 PM
ভাই মার্কেট সম্পর্কিত আপনার প্রায় সব কয়টি স্ট্রেট্রেজিই আমার পছন্দ হয়েছে । ফরেক্স মার্কেটে পিভট পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর । মার্কেটে আপনি যদি পিভট পয়েন্ট ফলো করে ট্রেড নেন তবে আমি আশা করি মার্কেটে আপনি কিছুটা হলেও সফলতা পাবেন ।

md mehedi hasan
2016-11-01, 01:12 PM
ফরেক্স মার্কেট সমন্ধে এই রকম জ্ঞানগর্ভমূলক পোষ্ট পরতে আমার অনেক ভালো লাগে কারন এই ধরনের পোষ্ট থেকে নতুন কিছু শেখা যায়।পিভেট পয়েন্ট ব্যবহার করে কিভাবে ট্রেড করা যায় তা আমি ানতে পারলাম।তবে এই পদ্ধতিটি আমি আমার ডেমো একাউন্টে ট্রাই করবো।যদি সফল হই তাহলে রিয়েল একাউন্টে এপলাই করবো।

Mamun13
2017-10-23, 06:36 PM
একটি ক্লোজড ক্যান্ডেলের হাই+লো+ওপেন+ক্লোজ=মোট সংখ্যার তিন ভাগের একভাগকে পিভট পয়েন্ট হিসাবে গণ্য করা হয়৷যেমন ক্লোজড ক্যান্ডেলটির তিনভাগের কত ভাগ বুলিশ আর কতভাগ বিয়ারিশ অবস্হায় আছে৷অর্থাৎ ঐ ক্যান্ডেলটির ওপেন থেকে ক্লোজড হওয়ার সময় পর্যন্ত Buyer/Seller কারা কতটুকু নিয়ন্ত্রনে রেখেছিলো তারই একটা এনালাইসিস করে পরবর্তী ক্যান্ডেলের শুরুতে ট্রেডারগণ ট্রেডে এন্ট্রী করে থাকেন,যার নাম হচ্ছে-পিভট পয়েন্ট স্ট্র্যাটেজী !