Log in

View Full Version : অপরিসীম ধৈর্যের মাধ্যমে টিকে থাকাটায় ফরেক্সে অনিবার্য সফলতা !!



mahmudfx84
2020-08-12, 10:38 AM
ফরেক্সে যারা দীর্ঘ্যদিন জড়িত তারা ফরেক্স সম্পর্কে বেশ ভাল বোঝেন, জানেন এবং যথাসম্ভব নিয়ম মেনে ট্রেডও করেন । কিন্তু তারাও লস লস করতে করতে একসময় ঝরে পড়েন। আমার মনে হয় তাদের ক্ষেত্রে অপরিসীম ধৈর্যের অভাব, যার কারণে তারা কিছুদিন ফরেক্সে ভাল করলেও পরবর্তীতে আর টিকে থাকতে পারেনা। এজন্য আমার মনে হয় যে কোন মূল্যে অপরিসীম ধৈর্যের মাধ্যমে তথা নাছোড় বান্দার মত ফরেক্সে টিকে থাকতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। আপনারা কী বলেন ? ধন্যবাদ।

opudey
2020-08-12, 11:11 AM
ফরেক্স ব্যবসা অনেকে করলেও এখানে সফল সবাই হতে পারে না। তার কারণ ফরেক্স শিখতে বুঝতে প্রয়োজন সময়। ফরেক্সে অনেকেই আছে যারা এটি সম্পর্কে মোটামুটি ধারণা আছে কিন্তু তারা এখানে সফল হতে পারেনি তার কারণ তারা ধৈর্য হারিয়ে ফেলেছে। ফরেক্স শিখতে হলে ধৈর্যের চরম পরীক্ষা দিতে হয়। অপরিসীম ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সেখানে সফলতা অর্জন করতে পারে।

Devdas
2021-08-04, 05:36 PM
সবুরে মেওলা ফলে। যে ব্যাক্তির ধৈর্য্য ধরে পরিশ্রম করে কোন কিছু করতে পারলে সেই ব্যাক্তি সেই বিষয়ে থেকে সাফলতা অর্জন করবেই। ঠিক এই ফরেক্স মার্কেট এ যে ব্যাক্তি অনেক পরিশ্রম করে ধৈর্য্য ধরে ফরেক্স করতে পারবে সেই ব্যাক্তি ফরেক্স মার্কেট থেকে সাফলতা পাবেন এবং আয় করতে পারবেন। তাই যত পারেন ধৈর্য্য ধরে পরিশ্রম করবেন আপনি ততই উন্নত হবেন ফরেক্স মার্কেট এর উপর।

Sakib42
2021-08-04, 09:45 PM
শুধু অর্থ উপার্জন করাই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত নয় আমাদের অর্থ উপার্জনের পাশাপাশি এটিও মাথায় রাখতে হবে যে আমরা যেন টিকে থাকতে পারি। অর্থ উপার্জন করা যেমন ফরেক্স এর একটি চাহিদা ঠিক তেমনিভাবে ফরেক্সের এই চাহিদা মেটানোর জন্য আমাদের অবশ্যই টিকে থাকার পরিকল্পনা করতে হবে। টিকে থাকার জন্য আমাদের অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে আমরা কখনই ফরেক্সে টিকে থাকতে পারবো না। যে ব্যক্তি বেশি দিন ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে কাজ করে যেতে পারবে সেই তত বেশি দিন তার একাউন্ট কে টিকিয়ে রাখতে পারবে এবং বেশি দিন ফরেক্সে টিকে থাকতে পারবে তাই ফরেক্সে টিকে থাকার জন্য আমাদের ধৈর্য ধারণ করা আবশ্যক।

EmonFX
2021-08-04, 10:24 PM
ফরেক্সে যারা দীর্ঘ্যদিন জড়িত তারা ফরেক্স সম্পর্কে বেশ ভাল বোঝেন, জানেন এবং যথাসম্ভব নিয়ম মেনে ট্রেডও করেন । কিন্তু তারাও লস লস করতে করতে একসময় ঝরে পড়েন। আমার মনে হয় তাদের ক্ষেত্রে অপরিসীম ধৈর্যের অভাব, যার কারণে তারা কিছুদিন ফরেক্সে ভাল করলেও পরবর্তীতে আর টিকে থাকতে পারেনা। এজন্য আমার মনে হয় যে কোন মূল্যে অপরিসীম ধৈর্যের মাধ্যমে তথা নাছোড় বান্দার মত ফরেক্সে টিকে থাকতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। আপনারা কী বলেন ? ধন্যবাদ।

ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য না থাকলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। ফরেক্সে সফলতার জন্য ধৈর্যের বিকল্প নেই। ফরেক্সে সফল হতে হলে প্রচুর ধৈর্যের অনুশীলন করতে হবে। ফরেক্স থেকে 90% ট্রেডার ঝরে যায় শুধুমাত্র তাদের অধৈর্যতার কারণে। ফরেক্সে তাড়াহুড়ো করে কোন ট্রেড নেয়া যাবে না। তাড়াহুড়োর ফল কখনোই ভালো হয় না। একটি ট্রেড নেয়ার আগে অবশ্যই সে বিষয়ে অনেকে স্টাডি ও এনালাইসিস করে ট্রেড নিতে হবে। অনেকেই সময় না নিয়ে অধৈর্য হয়ে তাড়াহুড়ো করে ট্রেড নিয়ে বসে ফলে লস করে।

এই মার্কেটে অনেকে এসেছেন আবার ঝড়েও গেছেন, শুধুমাত্র অধৈর্যতার কারণে। দেখা যায় অনেকে দু-একটি ট্রেডে লস করে সেই লস পুষিয়ে নেয়ার জন্য প্রোপার অ্যানালাইসিস ছাড়াই তাড়াহুড়ো করে বড় লটে ট্রেড নিয়ে বসে। ফলে আবারও লস করে। আবার অনেকে পরপর দু চারটি ট্রেডে ভালো করতে পারলে অতি উৎসাহী হয়ে বড় বড় লটে ট্রেড নিয়ে থাকেন। সঠিকভাবে মার্কেটের মুভমেন্ট মূল্যায়ন না করার দরুন এখানেও লস করেন। এসবের সব কিছুর কারণ হলো অধৈর্যতা। তাই বলব ফরেক্স ট্রেডিংয়ে সফলতার জন্য প্রচুর ধৈর্যশীলতার অনুশীলন করতে হবে।

Starship
2021-08-04, 10:27 PM
ফরেক্স আপনার সফলতা এবং ব্যর্থতা অনেকটা নির্ভর করে আপনার ধৈর্য শক্তির উপর। আপনার যদি দৃঢ় ধৈর্য্য শক্তি থাকে তাহলে আপনি ফরেক্সে মনোযোগ সহকারে জ্ঞান লাভ করার এবং অনুশীলন করার সক্ষমতা থাকবে। আর ফরেক্সে যেসকল ট্রেডারগণ অনুশীলন করার মাধ্যমে নিজেকে একজন পরিনত ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারেন তারাই ফরেক্স থেকে পর্যাপ্ত আয় করার যোগ্যতা রাখে। এই ধৈর্যের অভাবে নতুন ফরেক্স ট্রেডারগণ ফরেক্স থেকে ঝরে পড়েন এবং ছিটকে পড়েন। তাই ধৈর্য ধরার অনুশীলন করার গুন থাকতে হবে আপনার মাঝে তাহলে সফল হওয়া যাবে।