View Full Version : সিগন্যাল বা কপি ট্রেডিং সম্পর্কে আপনার মতামত কি।
আসলে ফরেক্স মার্কেট একটি অনিশ্চয়তা ভরা। আপনি কখনো নির্দিষ্ট করে বলতে পারেন না ১ ঘন্টা পর কি হবে তাই ট্রেড করা কঠিন হয়ে পড়ে। অনেককে দেখি বিভিন্ন ধরনের সিগন্যাল ফলো করে । আবার শুনেছি এখানে ধোঁকাবাজি অভাব নেই এমতাবস্থায় আপনাদের পরামর্শ আশা করছি।
FREEDOM
2020-08-28, 02:25 AM
সব সিগন্যাল খারাপ হবে এমনটা নয় তবে ধোকাবাজিটাই বেশি হয়ে থাকে এখানে। ভালো সিগন্যালও আছে তবে তা খুজে পাওয়াটা কষ্টকরও বটে এজন্য নিজের থেকেও ভালো চেষ্টা করে যেতে হবে।
EmonFX
2021-08-03, 09:49 AM
আসলে ফরেক্স মার্কেট একটি অনিশ্চয়তা ভরা। আপনি কখনো নির্দিষ্ট করে বলতে পারেন না ১ ঘন্টা পর কি হবে তাই ট্রেড করা কঠিন হয়ে পড়ে। অনেককে দেখি বিভিন্ন ধরনের সিগন্যাল ফলো করে । আবার শুনেছি এখানে ধোঁকাবাজি অভাব নেই এমতাবস্থায় আপনাদের পরামর্শ আশা করছি।
সিগন্যাল এবং কপি ট্রেডিং এর ক্ষেত্রে আমার মতামত পুরোপুরি নেগেটিভ। সিগন্যাল এবং কপি ট্রেডিং করে ফরেক্স ট্রেডিংকে আমি কোনভাবেই সমর্থন করি না। যারা সিগন্যাল বিক্রয় করেন তারা শুধু তাদের ব্যবসায়িক উদ্দেশ্যেই সিগন্যাল বিক্রয় করে থাকেন। সিগনাল দিয়ে ট্রেড করে প্রফিট করার আর খুবই নগণ্য। আর অন্যের সিগন্যালের পিছনে না দৌড়িয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজি বিপ্লব করার প্রতি গুরুত্ব দেয়া উচিত। অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং নিজের প্রতিভাকে ধ্বংস করার নামান্তর। তাতে করে নিজের অর্থ ও সময় শুধু অযথাই নষ্ট হয়। এর থেকে ভালো হয় নিজের ট্রেডিং স্ট্রাটেজি এবং এনালাইসিস দ্বারা ট্রেড করতে পারলে। তাতে করে শুরুর দিকে কিছু ট্রেডে লস করলেও ধীরে ধীরে আপনার ট্রেডিং স্ট্রাটেজির যথেষ্ট পরিবর্তন আসবে, যা দ্বারা আপনি পরবর্তিতে ট্রেড করে সফলতা পেতে পারেন। আর যারা সিগনাল বিক্রয় করেন তাদের স্ট্রাটেজি যদি শতভাগ কাজ করতো তাহলে তারা সিগন্যাল বিক্রয়ের পিছে না দৌড়িয়ে নিজের এনালাইসিস দ্বারা ট্রেড করে অনেক উপার্জন করতে পারতেন।
নিজেকে প্রশ্ন করি, আমি কি কারো সিগন্যাল দেখে ট্রেড করি? নাকি সিগনাল দেখে নিজের সাথে মিলাই। নাকি কারো এনালাইসিস দেখি? তার পর মিলাই? নাকি সিগন্যাল কিনি? নাকি বড় ভাইদের কাছ থেকে জিজ্ঞাসা করি? আমি যাই করিনা কেন নিজের সিস্টেম এর সাথে না মিললে আমি ট্রেড দিবনা। নিজের এনালাইসিস এর সাথে না মিললে ট্রেড দিবনা। প্রতিজ্ঞা করি আজ থেকে। নইলে বাঁশ!!
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.