PDA

View Full Version : বাংলাদেশকে নেটেলার স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে তাদের সার্ভিস ?



IFXmehedi
2020-08-15, 11:22 PM
আমার উজালা ফরেস্ট এটা তাদের কাছে নেটেলার এবং স্ক্রিল খুবই জনপ্রিয় দুইটি পেমেন্ট প্রসেসর । যদিও বর্তমানে নেটেলার এবং স্ক্রিল একই কোম্পানি পেয়েছে গ্রুপের নিয়ন্ত্রণে কিন্তু অতীতে নেটেলার এবং স্কিল দুইটা আলাদা কোম্পানি ছিল । যখন থেকে নেটেলার স্ক্রীল কে কিনে নিয়েছে তখন থেকেই দেখছি নেটেলার এবং স্ক্রিল এর ফি নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে । বিগত এক সপ্তাহ ধরে দেখছি বাংলাদেশ নেটেলার গণহারে একাউন্ট ক্লোজ করে দিচ্ছে । আসলে আমি এখনো বুঝতে পারছিনা নেটেলার বাংলাদেশ তাদের ব্যবসা করতে চাচ্ছে কিনা ! আমি তাদের এই আচরণ দেখে যা বোঝা যাচ্ছে তারা হয়তো ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো প্রকার সার্ভিস দেবে না । এটা একজন ফরেক্স ট্রেডারের জন্য খুবই দুঃসংবাদ আর নেটেলার যখন আর সার্ভিস দেবে না তখনই স্ক্রীল ও ভবিষ্যতে এমন করতে পারে বলে আমার মনে হয় । আসলে ধীরে ধীরে ফরেক্স ট্রেডার রা খুবই সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে যেন তারা কখনো চিন্তাও করতে পারেনি ।

Rassel Vuiya
2020-08-16, 05:56 PM
আমার উজালা ফরেস্ট এটা তাদের কাছে নেটেলার এবং স্ক্রিল খুবই জনপ্রিয় দুইটি পেমেন্ট প্রসেসর । যদিও বর্তমানে নেটেলার এবং স্ক্রিল একই কোম্পানি পেয়েছে গ্রুপের নিয়ন্ত্রণে কিন্তু অতীতে নেটেলার এবং স্কিল দুইটা আলাদা কোম্পানি ছিল । যখন থেকে নেটেলার স্ক্রীল কে কিনে নিয়েছে তখন থেকেই দেখছি নেটেলার এবং স্ক্রিল এর ফি নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে । বিগত এক সপ্তাহ ধরে দেখছি বাংলাদেশ নেটেলার গণহারে একাউন্ট ক্লোজ করে দিচ্ছে । আসলে আমি এখনো বুঝতে পারছিনা নেটেলার বাংলাদেশ তাদের ব্যবসা করতে চাচ্ছে কিনা ! আমি তাদের এই আচরণ দেখে যা বোঝা যাচ্ছে তারা হয়তো ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো প্রকার সার্ভিস দেবে না । এটা একজন ফরেক্স ট্রেডারের জন্য খুবই দুঃসংবাদ আর নেটেলার যখন আর সার্ভিস দেবে না তখনই স্ক্রীল ও ভবিষ্যতে এমন করতে পারে বলে আমার মনে হয় । আসলে ধীরে ধীরে ফরেক্স ট্রেডার রা খুবই সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে যেন তারা কখনো চিন্তাও করতে পারেনি ।

নেটেলার আর স্ক্রিল এর বর্তমান পরিস্থিতিতে কম বেশি সবাই এফেক্টেড আর এটা কম বেশি অনুমান করা যায় এরা বাংলাদেশে ব্যবসা করার চিন্তা থেকে পিছু হটেছে। যেটা দুদিন আগে হোক পরে হোক সবাই টের পাবেন। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ওয়েবমানি , পারফেক্টমানি আর পেপাল এর বেপারে চিন্তা করলাম। সেই অনুযায়ী বেশ কিছু ভাল ব্রোকারে ( ব্রোকারের নাম বলছিনা বিতর্ক এড়ানোর জন্য ) আমি সাপর্ট এ নক দিলাম। যারা পারফেক্ট মানি ওয়েব মানি বা পেপল একসেপ্ট করে তারা বাংলাদশি ক্লায়েন্ট এর জন্য এই অপশন বন্ধ রেখেছে। মানে বাংলাদেশিদের জন্য শুধুই নেটেলার ক্রিল ব্যঙ্ক ট্রান্সফার , ভিসা কার্ড। বেশ কিছু ব্রোকারের সাথে কথা হল সবার কথাই প্রায় একি রকম। এই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতে কে কি ভাবে মানিয়ে নিয়েছেন বা ব্যবসা চালিয়ে যাচ্ছেন ?
11911

SHARIFfx
2020-08-16, 06:44 PM
নেটেলার আর স্কিল পে সাপ কম্পানি। এদের ফি বেশি। এরা অনেক আগে থেকে কয়েক দিন পর পর প্রব্লেম করে থাকে। তাই এদের ভয়কট করাই ভালো। বিকল্প হিসাবে ওয়েব মানি, পারপেক্ট মানি বা পেপাল ইউজ করা ভালো। তবে কিছু ব্রকার আছে লোকাল ব্যাংক দিয়ে ডিপোজিট আর উত্তলন করা যেতে পারে।

FREEDOM
2020-08-16, 10:23 PM
হ্যা বর্তমানে অনেকেরই পবলেম হচ্ছে নেটেলার স্ক্রিল ব্যাবহারের ক্ষেত্রে দেখা যায় কিছুদিন পরপরই একাউন্ট ডিজেবল করে দিচ্ছে আর তা থেকে পরিত্রানও পাওয়া যাচ্ছে না। আর এমন অবস্হায় অন্যান্য মেথডগুলোর উপরই ভরসা করতে হবে কিন্তু সেক্ষত্রে আবার অন্য পবলেম অনেক ব্রোকারই অনেক মেথডই সাপোর্ট করে না।

Tofazzal Mia
2020-08-20, 04:48 PM
NETELLER /SKRILL এর বিকল্প হিসাবে ইয়ানডেক্স.মানি, জেড-পেমেন্ট,আরবিকে মানি, Qiwi,B-Pay.md, Ukash, PayCo, Paxum এবং বিটকয়েন হতে পারে। এক্ষেত্রে ইন্সটাফরেক্স ব্রেকার ট্রেডারদের আশার আলো হতে পারে।
11968

Montu Zaman
2020-08-23, 07:07 PM
সম্প্রতি নেটেলার - একটি জনপ্রিয় অনলাইন পেমেন্ট মাধ্যম হলেও বাংলাদেশি অধিকাংশ অ্যাকাউন্ট ডিজেবল বা চিরতরে বন্ধ করে দিচ্ছে। আর এ কারণে অনলাইনে আয়কারীরা পড়ছে বিপাকে। কারণ অনলাইনে আয়কৃত ডলার দেশে আনতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল নেটেলার। কিন্তু নেটেলারের ছাড়াও রয়েছে আরও বিকল্প, ইয়ানডেক্স.মানি, জেড-পেমেন্ট,আরবিকে মানি, Qiwi,B-Pay.md, Ukash, PayCo, Paxum এবং বিটকয়েন যা অনলাইনে আয় দেশে আনার জন্য ইউজাররা ব্যবহার করতে পারেন। সবগুলো মাধ্যমেই খুব সহজে ব্যাংকের মাধ্যমেও আয় দেশে আনা যায় এবং ইউজার টু ইউজার ট্রান্সফার করা যায়।

SHARIFfx
2020-08-23, 11:38 PM
নেটেলার আর স্কিল বয়কট করুন। গুগল আপে এদের রিবিউ তে এক স্টার দিয়ে প্রতিবাদ করুন। এরা বন্ধ হলে হোক তবে মানুষের ফান্ড মেরে দিবে কেনো। ক্লায়েন্ট দের ফান্ড পেরত দিয়ে এরা বিলুপ্ত হয়ে আমরা সবাই খুশি।

Rassel Vuiya
2020-10-20, 07:22 PM
আমাদের দেশে Skrill To Skrill Transfer বন্ধ হয়েছে। Neteller To Neteller ও বন্ধ হয়ে যাবে। এখন আমাদের ভরসা Perfect Money, Webmoney. কিন্তু এইগুলোর ব্যবহার আমাদের দেশে Skrill Neteller এর মত তেমন পরিচিত নয়।সো হয়ত অনেকেই এখন স্ক্যামের শিকার হতে পারেন। যারা অনেকদিন কমুনিটিতে আছেনন, তারা জানে কারা ট্রাস্টেড। সমস্যা হলো নতুনদের জন্য। তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার মতে লোকাল ডিপোজিট সাপোট করে এমন ব্রোকার ব্যবহার করা উচিত। এতে করে সরাসরি আপনি ব্রোকারের সাথে লেনদেন করবেন। স্কাম হবার সম্ভাবনা নেই।বাংলাদেশে লোকাল ডিপোজিট সাপোট করে এমন ব্রোকার এমন একটি ব্রোকার হচ্ছেইন্সটাফরেক্ , আপনারা যদি চান তবে ইন্সটাফরেক্স বেকারে একাউন্ট করে ট্রেড করতে পারেন, আশা করি আপনি নিশ্চিন্তেই এখানে লেনদেন করতে পারবেন।অনেকেই বলবেন এই ব্রোকারের এই সমস্যা, ঐ সমস্যা। আমাকে বলেন কোন ব্রোকারে সমস্যা নেই। সব ব্রোকারে কিছুনা কিছু সমস্যা আছেই। তবে আপনাকে দেখতে হবে, আপনি নিশ্চিন্তে ডলার Deposit & Withdraw করতে পারছেন কিনা। কষ্টের টাকা দিয়ে ডলার কিনতে গিয়ে স্ক্যাম বেশিরভাগ লোক হয়েছেন। আমিও যখন নতুন ছিলাম, তখন নিজেও ভুগেছি।
12624
ধন্যবাদ সবাইকে।