View Full Version : একটি ট্রেড থেকে কত পিপস প্রফিট নেওয়া উচিত?
NEWVISION2020
2020-08-16, 12:28 PM
একটি ট্রেড কত পিপস প্রফিট নিয়ে ক্লোজ করে দেয়া উচিত এই প্রশ্নের উত্তরে অনেকের মতবাদ অনেক রকম হবে। তবে আমার মতে একটি ট্রেড থেকে 20 টিপস প্রফিট করতে পারাটাই যথেষ্ট। কারণ আমরা সবাই খুব ভালো করে জানি যে মার্কেট প্রতিদিন কমপক্ষে 20 থেকে 50 পিপস পর্যন্ত ওঠানামা করে থাকে সেক্ষেত্রে আমরা যদি কোন ট্রেড ওপেন করার সময় 20 পিপস টেক প্রফিট নির্ধারণ করে থাকি তাহলে দেখা যাবে কোন প্রকার দুশ্চিন্তা ছাড়াই অতি অল্প সময়ের ভিতর আমাদের টেক প্রফিট হিট করবে। ফলস্বরূপ তাকে যেমন বাড়তি চিন্তা করতে হবে না ঠিক তেমনি প্রফিট সরকারের ট্রেড টি ক্লোজ হয়ে যাওয়ার পরে সে মার্কেট এনালাইসিস করে নতুন একটি ট্রেড ওপেন করতে পারবে। তাছাড়া যদি কোনো ট্রেডারের মোট ব্যালেন্স 500 ডলার হয়ে থাকে এবং সে যদি 0.5 লটে ট্রেড ওপেন করে থাকে এবং 20 পিপস প্রফিট করে তাহলে তার একাউন্টে 10 ডলার প্রফিট যোগ হবে।এভাবে যদি প্রতিদিন 10 ডলার প্রফিট করতে পারে তাহলে মাসিক হিসাবে তার অ্যাকাউন্টে 240 প্লাস ডলার প্রফিট হবে আর একজন ট্রেডারের জন্য এই পরিমাণ প্রফিত আমার কাছে যথেষ্ট বলেই মনে হয়ে থাকে। এ ব্যাপারে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারের মতামত আশা করছি।
KAZIMAJHARULISLAM
2020-08-16, 12:37 PM
আসলে ভাইয়া আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত কিন্তু আমাদের দেশের অধিকাংশ ট্রেডার রায় নিজেদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলে। তাই তারা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে যখনই দেখে মার্কেট লাভের দিকে যাচ্ছে ,তখন আরো বেশি লাভের আশায় ট্রেডটাকে ক্লোজ করে না, এবং পরবর্তীতে অতিরিক্ত লোভের কারণে হিতে বিপরীত হয়ে যায়। এবং পরবর্তীতে এই ফলাফলে তারা আস্তে আস্তে ফরেক্স সম্পর্কে হতাশ হয়ে যায়।তাই আমাদের সকলের উচিত ফরেক্সে একটা নির্দিষ্ট টার্গেট অনুযায়ী কাজ করা এবং ফরেক্স মার্কেটে টিকে থাকা। কেননা ফরেক্স টিকে থাকতে পারলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
jasminbd
2020-08-16, 04:21 PM
আপনি একটি ট্রেড থেকে কত পিপস প্রফিট করবেন তা নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রেটেজির উপর। আপনি যদি স্কাপলার হন তাহলে স্কালপিং ট্রেডিং থেকে ২০-৪০ পিপস এর প্রফিট নিয়ে থেকে বের হতে পারেন। আর এখন যদি আপনার লং টার্মে ট্রেড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ১০০-২০০ পিপস প্রফিট নিয়ে ট্রেড করতে পারবেন। আর যদি আপনি এক ঘন্টা বা চার ঘণ্টার টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে আপনি ৫০-১০০ পিপস এর প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারেন। তাই আপনাকে আপনার ট্রেডিং স্টেটেজি কি তা জানতে হবে। তারপর টার্গেট অনুযায়ী প্রফিট সেট করতে পারবেন।
FREEDOM
2020-08-28, 04:55 PM
একটি ট্রেড থেকে আপনি ৫০ পিপস প্রফিটও নিতে পারেন আবার ২০০ পিপসও নিতে পারেন। মুলত আপনার ট্রেডিং স্ট্রাটেজির উপর নির্ভর করবে কত পিপস প্রফিট করবেন।
Banimallickfx
2021-02-04, 07:42 AM
একজন ট্রেডার তার একটি ট্রেড থেকে কি পরিমান প্রফিট গ্রহণ করবে সেটি নির্ভর করে তার প্রফিট এবং লসের রেশিওর উপর। যেমন আমরা অনেকেই প্রফিট এবং লসের রেশিও ধরে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি। আমরা যদি লাভের পরিমাণ লসের দ্বিগুণ ধরে ট্রেডিং করি তাহলে একটি ট্রেডে 25 পিপস লস ধরে সেখান থেকে 50 পিপস প্রফিট নিতে হবে। যদি লস এর তিনগুণ ধরে হিসাব করি তাহলে 75 পিপস প্রফিট নিতে হবে।
jedi1212
2021-02-04, 02:37 PM
বন্ধু, আমি আসলে আপনার সাথে সম্পূর্ণরূপে একমত, বন্ধু, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ব্যবসায়ীরা তাদের লোভ ধারণ করতে পারে না এবং খুব দ্রুত ধৈর্য হারাতে পারে না। সুতরাং যদি তারা অতিরিক্ত লোভের কারণে বাজারকে মুনাফার দিকে এগিয়ে যেতে দেখেন, আরও বেশি লাভের আশায় তারা বাণিজ্য বন্ধ করেন না এবং অতিরিক্ত লোভের কারণে পরে উল্টোটি ঘটে। এবং পরবর্তীতে, পরিণামে তারা ফরেক্সের সাথে অসন্তুষ্ট হয়। সুতরাং আমাদের সবার উচিত একটি নির্দিষ্ট ফরেক্স লক্ষ্য লক্ষ্যে কাজ করা এবং ফরেক্স মার্কেটে সমৃদ্ধ হওয়া। এবং যদি ফরেক্স বেঁচে থাকতে পারে তবে আমরা আমাদের পছন্দসই লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।
Starship
2021-04-30, 11:30 PM
একটি ট্রেড কত পিপসে ক্লোজ করবেন সেটা নির্ভর করে আপনার ট্রেনিং অভিজ্ঞতা, ব্যালেন্স এর উপর। একেকজনের টার্গেট একেক রকম হয়ে থাকে। যেমন একজন অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারের যদি 500 ব্যালেন্স থাকে তিনি পর্যাপ্ত সময় নিয়ে পর্যাপ্ত মার্কেট এনালাইসিস করে সে অনুযায়ী পিপস নির্ধারণ করে ট্রেড করবেন। অপরদিকে একজন নতুন ট্রেডারের তুলনামূলক কম অভিজ্ঞ থাকায় কত পিপস নির্ধারণ করে ট্রেড ক্লোজ করবে তা নির্ধারন করতে সমস্যা হয়। তাই এটা অনেকটা অভিজ্ঞতার উপর নির্ভর করে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.