PDA

View Full Version : Pamm বিনিযোগ কারী



tariqulboy
2014-02-01, 10:54 AM
ফরেক্স pamm কৌশল হল সর্বোচ্চ বা সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণের কোন সিমাবদ্ধতা ছাড়াই ফরেক্স ট্রেডারদের মধ্যে তহবিল বিনিয়োগের একটি অব্যার্থ পদ্ধতি: আপনি অনলাইনে, ১ থেকে শুরু করে শত শত হাজার আমেরিকান ডলার পরিমাণ বিনিয়োগ করতে পারেন।

pamm কৌশলে নিবন্ধিত প্রতিটা বিনিয়োগকারিকে সরবরাহ করা হয়:
ট্রেডারের অ্যাকাউন্টসমূহ ব্যাবস্থাপনার জন্য পর্যবেক্ষণ তালিকা পছন্দ করার সুযোগ
ট্রেডিঙে ভাল করার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে যেকোনো ব্যাবস্থাপক ট্রেডারের অ্যাকাউন্টে যেকোনো পরিমাণের তহবিল বিনিয়োগের সুযোগ
বিভিন্ন অ্যাকাউন্টে ছোট ছোট তহবিলে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি বিকেন্দ্রীকরণের সুযোগ
একই অ্যাকাউন্টে বারবার বিনিয়োগের সুযোগ
pamm ক্যাবিনেটে বিনিয়োগের মাধ্যমে ট্রেডারের অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ উত্তোলনের সুযোগ
ট্রেডার অ্যাকাউন্ট ব্যলেঞ্চ পর্যবেক্ষণ ব্যাবস্থাপনা। ব্যলেঞ্চ পর্যবেক্ষণের মাঝে থাকে চলতি মুনাফা বিষয়ক তথ্য.
একজন ব্যাবস্থাপক ট্রেডারের যোগাযোগ তথ্য
ট্রেডিং অ্যাকাউন্ট পরিসংখ্যান পর্যবেক্ষণ ব্যাবস্থাপনা। পরিসংখ্যান পর্যবেক্ষণে অন্তর্ভুক্ত থাকে এই অ্যাকাউন্টে অন্য বিনিয়োগকারীদের মাধ্যমে বিনিয়োগের পরিমাণের সংখ্যা।
ব্যাবস্থাপক ট্রেডারের উত্তোলনের বিরুদ্ধে তহবিল নিরাপত্তা নিশ্চয়তা ; ব্যাবস্থাপক ট্রেডার উত্তোলন করতে পারে শুধুমাত্র মূলধনের সেই অংশ যেটা খোলাবাণিজ্যে ব্যাবহার হয়না
pamm বিনিয়োগকারীর কিভাবে হওয়া যায়?
ইন্সটাফরেক্স কোম্পানির যেকোনো গ্রাহক যার একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট আছে সে pamm বিনিয়োগকারী হতে পারে। এটার জন্য শুধুমাত্র ক্লায়েন্ট ক্যাবিনেটেলগ ইন করতে হয়এবং ডানপাশের তালিকায় pamm কৌশল লিংকে ক্লিক করতে হয়। তারপর আপনাকে pamm কৌশলে নিবন্ধন করতে, pamm কৌশল ব্যাবহার শর্তাবলিতে সম্মতি দিতে, আপনার যোগাযোগ তথ্য (ইমেইল এবং ফোন নাম্বার) বসাতে বলা হবে, যেগুলো আপনার বিনিয়োগের সকল ব্যাবস্থাপক ট্রেডারের কাছে থাকবে।.
নিবন্ধনের ঠিকপরপরই ,আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ধরণ pamm বিনিয়োগকারীতে পরিবর্তিত হবে। তারমানে, সাধারণ ট্রেডিঙের পাশাপাশি আপনি pamm কৌশল সেবার সকল কিছুই উপভোগ করতে পারবেন, ব্যাবস্থাপক ট্রেডারদের অ্যাকাউন্টে বিনিয়োগের উপায় তৈরি করে এবং নিয়ন্ত্রণের নিশ্চয়তা পেয়ে। pamm কৌশলে নিবন্ধনের ঠিক পরপরই আপনি আপনার তহবিল বিনিয়োগ করতে পারেন, কিন্তু আপনি এটার মধ্যেই প্রকৃত পদক্ষেপ নেয়ার পূর্বে , আপনাকে অবশ্যই পরামর্শ দেয়া হয় যে, আপনি যেন pamm কৌশলের সকল সুযোগ সুবিধার সাথে নিজেকে পরিচিত করতে পারেন এবং কৌশল তদন্ত করার জন্য আপনার সামান্য তহবিল বিনিয়োগের মাধ্যমে pamm কৌশল শুরু করতে পারেন
দ্রষ্টব্য:বিনিয়োগ এবং উত্তোলনের সেবার সকল ধাপ শেখার পর, আপনাকে সর্বনিম্ন ১ আমেরিকান ডলার পরিমাণ বিনিয়োগ করা উচিৎ। এটা আপনাকে সুযোগ দেবে একটি ব্যাবস্থাপক ট্রেডারের অ্যাকাউন্টে বিনিয়োগের সকল পর্যায়ে প্রবেশ করার এবং শেয়ার ও মুনাফা গণনায় শুদ্ধতার নিশ্চয়তার।

bhabna
2014-02-05, 08:58 PM
আপনি যে বিষয়ে লিখতে চেয়েছেন,তা যতেষ্ট উপকারি।কিন্তু আপনি নিজে না লিখে অন্য কোনো সাইট থেকে গুগল এর সাহায্যে অনুবাদ করে এখানে পোস্ট করেছেন,যা অতি গুরত্তপুর্ন বিষয়টাকে গুরত্তহীন করেছে।আপনি যদি লিখাটা পড়তেন,তাহলে বুঝতে পারতে।

ismith
2014-02-16, 01:40 PM
pmmm জিনিসটা সম্পর্কে আমি বিশেষ কিছু বুঝলাম না ।

monirbd
2014-02-28, 07:47 PM
উপরের pamm সমন্ধে টপিক বুঝতে চেষ্টা করছি কিন্তু পারছি না। আরো সুন্দর করে গুছিয়ে লিখা দরকার ছিল যাতে করে সবাই বুঝতে পারে।

monirhp
2014-04-23, 12:45 PM
ফরেক্স pamm সম্মন্ধে জানার চেস্টা করেছি, কিন্তু ভাল মত জানতে পারিনি। আর আমি যে বিনিয়োগ করবো তার সিকিউরিটি কি?

sonia
2014-04-23, 02:21 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার, বাট এটি বাংলাদেশের অর্থনীতিতে কি কি ভুমিকা রাখবে এবং কিভাবে?

monirhp
2014-04-23, 02:37 PM
Pamm বিনিযোগ করবো কিভাবে এবং কারা কারা বিনিয়োগ করতে পারবে?

monirhp
2014-04-23, 06:07 PM
Pamm বিনিযোগ কারী রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করতে পারবে?

nazmul
2014-04-28, 02:00 PM
pmmm জিনিসটা সম্পর্কে আমি তেমন কিছু বুজ়িনাই।

anish113
2014-07-05, 05:44 PM
পাম অ্যাকাউন্ট এ বিনিয়োগ তখনই করা উচিত যদি কোন ব্যবসায়ী ধারাবাহিক ভাবে প্রতি মাসে মুনাফা করতে পারে অন্যথায় এই ধরনের বিনিয়োগ থেকে পুরোপুরি বিরত থাকা উচিত বলে আমি মনে করি। কারন ফরেক্স মার্কেট এ যে কোন বিনিয়োগ সবসময় ঝুকিপূন।

SAJIB97
2014-11-10, 09:47 AM
পাম একাউন্ট আমি সাপোর্ট করি না এই কারণে, আমি আমার অর্থ বিনিয়োগ করব এবং আমি জানি বিনিয়োগ এর লাভ কত হওয়া দরকার। আমাকে যদি তার কম লাভ দেওয়া হয় বা লাভই দেওয়া না হয় তাহলে আমি কি কারণে পাম একাউন্টে বিনিয়োগ করব। তার চেয়ে ভালো, নিজে ট্রেড করা, তখন নিজে লাভ বা লস করলে কোন সমস্যা নাই।

fh.ratul
2014-11-10, 11:52 PM
এই সম্পরকে যদি কেও পারেন বড় কোন পোস্ট দেন । আমরা এই সম্পরকে আরও ভাল কিছু জানতে চাই ,

kazirana
2016-01-14, 02:34 PM
এই ব্যাপারে আরও বিস্তারিত এবং বিশদ বিবরন সহকারে কোন আর্টিকেল থাকলে প্লিজ পোস্ট করবেন । এই আর্টিকেল পড়ে পেম অ্যাকাউন্ট সম্পর্কে পরপুরি ধারনা পাই নাই। এ সম্মন্ধে কারো কাছে ভাল কোন আর্টিকেল থাকলে পোস্ট করবেন।

Furkan
2016-01-15, 03:38 AM
একজনের টাকা দিয়ে অন্য জনে ট্রেড করাকে pamm অ্যাকাউন্ট বলে। এখানে ২ পক্ষ থাকবে ।

yasir arafat
2016-04-02, 05:15 PM
এই বিষয়ে এ ফোরামে অনেক আলোচনা হয়েছে।আসলে আমরা যে যা ই করি না কেন,প্রত্যেক কিছুর একটা ভাল খারাপ থাকে।তাই পাম একাউন্টের ক্ষেত্রে এর ব্যতিক্রম না।সুতরাং অনেক এটার মাধ্যমে অনেক টাকা আয় করছে।তারা সফলও হয়েছে।

Biplob72
2016-04-03, 01:32 PM
এটা থেকে কোন উপকারই পেলাম না।

mahbubhb
2017-08-18, 09:49 PM
পাম একাউন্টে বিনিয়োগ ইনস্টা ফরেক্সের একটি ভাল উদ্যোগ। আমি মনে করি যার বিনিয়োগ এর যথেষ্ট টাকা আছে কিন্তু ফরেক্সে ট্রেড করার মত যথেষ্ট সময় নাই তাদের জন্য খুব ভাল একটি পদ্ধতি। আবার যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে কিন্তু বিনিয়োগ এর টাকা নাই তাদের জন্যেও ভাল একটি পদ্ধতি। আমি পাম একাউন্টের ব্যাপারে বেশ উতসাহী। আমি পাম একাউন্ট সম্পর্কে আরোও জেনে বিনিয়োগের চেস্টা করব।

Yousuf Ahamad
2017-12-16, 08:28 PM
PAMM Account সম্পর্কে অনেক জায়গায় দেখিছি, অনেক জায়গায় এড দেখা যায়৷ বিশেষ করে InstaForex এ বেশি দেখাযায়৷ কিন্তু PAMM Account সম্পর্কে প্রায় কিছু জানিনে৷ এ ধরনের একাউন্টে সিকিওরিটি কেমন৷ এ ধরনের একাউন্টে কারা সিকিউরিটি বহন করে৷ এধরনের একাউন্টে লাভ লসের পরিমান কেমন হয়ে থাকে???
:yahoo:
:tie:
:D
:)

Yousuf Ahamad
2017-12-16, 08:35 PM
PAMM Account এখন দেখা যাচ্ছে প্রায় এবোল এবোল৷ অনেক পরিমান লোক PAMM Account এর ভুক্ত ভুগি৷ আবার অনেকে Pamm Account এর দিকে আগ্রহ নিচ্ছে৷ তবুও একটা বড় পারসেন্ট লোক PAMM Account কে এপযেট করতে চায় না৷ যদিও InstaForex এর মত ভাল ভাল ব্রোকার Pamm সুবিধা দিয়ে থাকে৷
:o
:tie:
:dance:
:(

Yousuf Ahamad
2017-12-16, 08:43 PM
পাম এর পাবলিসিটি তে কোন পক্ষই কোন ভাবে কমতি না করার কারনে, এখন ফরেস্ক সমাজে Pamm এর নাম খুবি জনপ্রিয়৷ যদি খুবি কম পারসেন্ট লোক Pamm কে সমার্থন করে থাকে৷ তাদের দাবী, ফরেস্ক লসের একটি বড় কারন৷ বিগেনার'রা প্রাই ই না বুঝে লাভের সখে Pamn দ্বারা লস করে থাকে৷

SaifulRahman
2018-02-14, 06:14 PM
PAMM Account সম্পর্কে অনেক জায়গায় দেখিছি, অনেক জায়গায় এড দেখা যায়৷ বিশেষ করে InstaForex এ বেশি দেখাযায়৷ কিন্তু PAMM Account সম্পর্কে প্রায় কিছু জানিনে৷ এ ধরনের একাউন্টে সিকিওরিটি কেমন৷ এ ধরনের একাউন্টে কারা সিকিউরিটি বহন করে৷ এধরনের একাউন্টে লাভ লসের পরিমান কেমন হয়ে থাকে??

​আপনার অ্যাকাউন্টে কোন অভিজ্ঞ ও পেশাদার ট্রেডার এর মাধ্যমে ট্রেড পরিচালনা করার জন্য আপনি ইসস্টাফরেক্সের প্যাম পদ্ধতি বেছে নিতে পারেন। ​PAMM পদ্ধতি অনুসারে আপনি কোম্পনীর মাধ্যমে অন্য ট্রেডারদের সাথে বিনিয়োগ করবেন, এমনকি কোন ট্রেডারের মাসিক/দৈনিক লাভ, রেটিং, বর্তমান ব্যালেন্স, ইক্যুইটি ও মোট ট্রেড এর পরিমান দেখে নিতে পারবেন।​এছাড়াও, আপনি একটি নির্দিষ্ট সময় পরপর আপনার ব্যবস্থাপক ট্রেডারের সাফল্যের গতিবিধি দেখতে সক্ষম হবেন। আর এই পুরো বিষয়টি ইন্সটাফরেক্স কোম্পনী প্রযুক্তিগত সেবার মাধ্যমে একজন মধ্যস্থতাকারীর ভুমিকা পালন করে আপনার এবং ট্রেডারের মাঝে মুনাফা বা লস শেয়ার অনুপাতে মুনাফা বন্টন করে দিবে।
যদি ইন্সটাফরেক্সে আপনার লাইভ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে, ক্লাইন্ট ক্যাবিনেট থেকে আপনি প্যাম পদ্ধতিতে নিবন্ধন করুন। কিংবা নতুন করে অ্যাকাউন্ট তৈরী করে ইন্সটাফরেক্স প্যাম পদ্ধতির নিবন্ধন করুন।
​প্যাম পর্যবেক্ষণের সাহায্য নিয়ে​​ ট্রেডার বাছাই করতে এই https://goo.gl/JHBPf9 লিংকে প্রবেশ করুন।
​​ইসস্টাফরেক্সের প্যাম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি অনুসরণ করুন-​​​ https://goo.gl/kwMbTe
হাজার হাজার পেশাদার ও অভিজ্ঞ ট্রেডার আপনার ১ ডলার থেকে ১০০০ হাজার ডলার বিনিয়োগ গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে!

Syed Moinul
2018-02-15, 08:23 PM
পাম একাউন্ট এ বিনিয়োগ করলেইই যে লাভ হবে না নয়। সকল ট্রেডারই লস করে। কম কিংবা বেশি।
পাম একাউন্ট সাবস্ক্রিপ্ট করতে হলে আগে দেখে নিতে হয় আপনার সিলেক্ট করা ট্রেডার প্রতি মাসে মোটামুটি ভাবে লাভ করতে পারে কিনা।
তারপর আপনার টাকা বিনিয়োগ করতে পারেন।যদিও সব সময় লাভ নাও হতে পারে।