PDA

View Full Version : নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেড ।



Ibr
2015-07-10, 06:20 PM
নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেড এর সাথে আমরা সবাই পরিচিত । ফরেক্স মার্কেট এ অনেকেই আছেন যারা নিউজ ট্রেড করতে অনেক পছন্দ করেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারন এ সময় ইন্টারেস্ট রেট নন ফারম পে রোল এছাড়া আরো বর বর নিউজ থেকে থাকে যা কিনা নিউজ ট্রেডারদের জন্য অনেক প্রফিটেবল হয়ে থাকে । নিউজ ট্রেড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টপ লস এর দিকে গুরুত্ব দিতে হবে তা না হলে আপনি অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করে ফেলতে পারেন । অবিজ্ঞতা যদি না থাকে তাহলে নিউজ ট্রেড থেকে দূরে থাকাই শ্রেয় বলে আমি মনে করি ।

Komla
2015-07-10, 09:13 PM
ফরেক্স এ নিউজ ট্রেড একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা নতুন ফরেক্স ট্রেডারদের জন্য সুবিধা জনক একটা জিনিস নিউজ ট্রেড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টপ লস এর দিকে গুরুত্ব দিতে হবে তা না হলে আপনি অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করে ফেলতে পারেন আমি মনে করি নতুন ট্রেডার হিসেবে নিউজ ট্রেড না করাই শ্রেয়

hmnayem
2015-07-10, 09:27 PM
ফরেক্স এর তিন প্রকার এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস সব চাইতে গুরুত্বপুর্ণ । আর ফান্ডামেন্টাল এনালাইসিস এর মুলে রয়েছে নিউজ ট্রেডিং । ধন্যবাদ আপনাকে নিউজ ট্রেডিং সম্পর্কে খুবই গুরুত্বপুর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য । অনেক নতুন ট্রেডার রা এখান থেকে অনেক জ্ঞান লাভ করতে পারবে ।

ধন্যবাদ...

TselimRezaa
2015-07-11, 11:11 AM
ফরেক্সে সবসময়ই কোনো না কোনো নিউজ রিলিজ হয়। এগুলোর কোনোটা হয়ট একেবারেই গুরুত্বপূর্ন না, আবার কোনোটা মোটামুটি গুরুত্বপুর্ন আবার কোনোটা খুব গুরুত্বপূর্ন। নিউজ গুলো ফরেক্স মার্কেটে অনেক প্রভাব ফেলে। এফ ও এম সি, এন এফ পি, ক্যাশ রেটের মতো নিউজ গুলো তো মার্কেটে ঝড় বইয়ে দেয়। তাই অনেকে নিউজ দেখে ট্রেড করে যা খুবই কার্যকরী।

shakawath
2015-10-22, 08:42 PM
যারা যে ধরনের এনালাইসিস করতে পারে সহজে তার সেই ধরনের এনালাইসিস নিয়েই এগুনো উচিত। ফান্ডামেন্টাল এনালাইসিস করা তুলনামুলকভাবে সহজ। তবে একেবারে হাতের মোয়া নয়। আমরা শুধু নিউজ সাইটের আপডেট নিয়েই সন্তুষ্ট থাকি কিন্তু নিউজের প্রভাব কিভাবে পরে তা জানি না। তাই নিউজ ট্রেডিং এর উপর তেমন কনফিডেন্স পাই না।

AbuRaihan
2015-10-22, 08:57 PM
ট্রেডিং এর ক্ষেত্রে নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ আমারা যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করি তাদের জন্য ফরেক্সে নিউজের গুরুত্ব অপরিসিম । ফরেক্সে প্রতিদিন কোন না কোন নিউজ রিলিজ হয় তার মধ্য কোন নিউজ খুবই গুরুত্বপূর্ণ কোনটা তেমন গুরুত্বপূর্ণ নয় । তবে নিউজ ট্রেডের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব ফেলে । কিছু কিছু নিউজ হয় ট্রেডের জন্য খুবই কার্যকরী ।

basaki
2016-01-21, 02:32 PM
ফরেক্স মার্কেটে সব বেপারেই নজর রাখতে হবে যদি আপনি ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে চান। আর ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে দেখে নিতে হবে যে ফান্ডামেন্টাল এনা লাইসিস এবং টেক্নিকেল এনালাইসিস কারন এই দুটা যদি আপনি ভাল করে দেখে ট্রেড করেন তবে আপনার ট্রেড্র লস কম হবে লাভ হবে বেশি।

Selim BU
2016-01-21, 07:57 PM
ফরেক্স মার্কেটে প্রতিনিয়তই কিছু না কিছু নিউজ পাবলিশ হয়ে থাকে।। নিউজের প্রভাব পড়ে ফরেক্স মার্কেটে এবং হয় মুভমেন্ট। ট্রেডার গন বড় বড় নিউজ সম্পর্কে খোজ রাখেন এবং নিউজ টাইমে ট্রেড করেন। এই সময় তারা বড় প্রফিট করতে চান। এটাই নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেডিং।

sharifulbaf
2016-01-23, 08:30 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার সময় আমরা অনেক কিছু দেখে ট্রেডিং করে থাকি,তাই আমি।ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং করতে বলি কারন ফরেক্স নিউজ রিলিজ হবার পরে ফরেক্স মার্কেট এর বড় ধরেনের মুভমেন্ট করে থাকে,তাই আমাদের সে ভাবে ট্রেডিং করতে পারলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যাবে।

raju0000
2016-01-28, 07:33 PM
আসলে আমি নিউস ট্রেডিং পছন্দ করি, কিন্তু আমি অনেকটা লং টাইম ট্রেডিং এর সাথেই বেশি থাকি, কিন্তু তাতে দেখা যায় যে সবসময় নিউস থাকে না, এবং দেখা যায় যে লন টাইম কোনো ট্রেড চলা কালীন আমাদের কোনো হয়তবা নতুন নিউস পাবলিশ হয়, তখন সাথে সাথে আমরা নতুন কোনো ট্রেড ওপেন করতে পারি না, তাই আমি অনেকটা ফান্ডামেন্টাল এনালাইসিস এ ভালো পাই.

Marufa
2016-02-20, 10:26 AM
ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেডিং খুবই কাজের ।এর কারন হল ফরেক্স মার্কেট পরিচালিত হয় নিউজ এর মাধ্যমে । মূলত মুদ্রার মান পরিবর্তিত হয় চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে । আর চাহিদা এবং যোগানের পরিবর্তন ঘটে বিভিন্ন রকম সংবাদ এর মাধম্যে। নিউজ ট্রেডিং খুবই জনপ্রিয় এবং কার্যকরী একটি ট্রেডিং পদ্ধতি বলে বিবেচিত ।

Sahed
2016-02-20, 02:21 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মার্কেটে নিউজ গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে । নিউজ ট্রেডিং করার জন্য আপনাকে আগে নিউজটি ভালভাবে বুঝতে হবে । নিউজের ইফেক্ট কি আসবে তা জানা দরকার । তাছাড়া ফরেকাস্ট এবং একচুয়াল কি সে বিষয়ে ধারনা থাকতে হবে । তবে আমার মতে নিউজের সময় মার্কেটে ট্রেড না করাই ভাল কারন তখন মার্কেট খুব বেশি উটা নামা করে ।

Swing Trader
2016-02-20, 02:48 PM
নিউজ ট্রেড খুবই রিস্কি। নিউট ট্রেড করতে হলে অবশ্যয় ফান্ডামেন্টাল দিক থেকে অনেক বেশি অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলে নিউজ ট্রেড এ ধরা খাবার সম্ভাবনা বেশি। আমার মতে নিউজ ট্রেড করলেও নিউজের আগে ট্রেড নেওয়া বা নিউজ চলাকালীন ট্রেড নেওয়াটা ঠিক না।

RUBEL MIAH
2016-02-26, 12:42 AM
নিউজ ট্রেডিং দক্ষ ট্রেডারগণ কিন্তু করেন না । তারা যখন নিউজ চলে তখন তারা সেটাকে অবলোকন করে যে আসলে মার্কেট কোন দিকে যেতে পারে । সুতরাং আমরা সব সময় এই চিন্তা ভাবনা করব যে যখনই নিউজ ট্রেড থাকবে তখন আর ট্রেড করব না ।

ONLINE IT
2016-10-22, 10:30 AM
নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেড এর সাথে আমরা সবাই পরিচিত । ফরেক্স মার্কেট এ অনেকেই আছেন যারা নিউজ ট্রেড করতে অনেক পছন্দ করেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারন এ সময় ইন্টারেস্ট রেট নন ফারম পে রোল এছাড়া আরো বর বর নিউজ থেকে থাকে যা কিনা নিউজ ট্রেডারদের জন্য অনেক প্রফিটেবল হয়ে থাকে । নিউজ ট্রেড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টপ লস এর দিকে গুরুত্ব দিতে হবে তা না হলে আপনি অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করে ফেলতে পারেন । অবিজ্ঞতা যদি না থাকে তাহলে নিউজ ট্রেড থেকে দূরে থাকাই শ্রেয় বলে আমি মনে করি ।

নন ফার্ম পে রোল মাসের প্রথম শুক্রবার প্রকাশ হয়ে থাকে। প্রতি মাসেই তার আগের মাসের রিপোর্টের সংশোধনী হয়ে থাকে পরের মাসে। ফরেক্স এর ভাষায় তাই মাসের প্রথম শুক্রবারকে ব্লাক ফ্রাইডে বলা হয়। কারন- এই নিউজের ফলে অনেক ট্রেডার নিউজ না বুঝে ট্রেড করে তার এ্যাকাউন্ট জিরো করে ফেলে। তাই ট্রেডারদের কাছে এই শুক্রবার ব্লাক ফ্রাইডে নামে পরিচিত। অনেক অভিজ্ঞ ট্রেডারই এই দিনে ট্রেড করতে হিমসিম খায়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলব এই দিনে ট্রেড করা হতে বিরত থাকুন। প্রয়োজনে ডেমোতে ট্রেড করে দেখুন।

soniaakter
2016-10-22, 10:46 AM
ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত নিউজ প্রকাশ করা হয়ে থাকে যদি আমরা ভাল নিউজ বুঝি তাহলে নিউজ ট্রেডিং করতে পারি ভাল হল, ফরেক্স মার্কেটের নিউজ প্রকাশ করার সাথে সাথে মার্কেটেত মুভমেন্ট অনেক বেশি থাকে এই মুভমেন্ট কে কাজে লাগিয়ে আমরা যে ট্রেডিং করে থাকি তাকে নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেডিং বলা হয়ে থাকে।

motiar
2016-10-22, 11:18 AM
যদি অল্প সময়ে বেশি প্রফিট করতে চান তা হলে নিউজ ট্রেড ভাল । তবে এক্ষেত্রে ঝুকিবেশি যদি ট্রেড বিপক্ষে চলে যায় তবে বড় ধরনের ক্ষতিতে পড়তে হবে । তাই যে এনালাইসেস ভাল বুঝেন সেটা নিয়েই কাজ করা উচিত ।

Competitor
2016-12-27, 11:11 PM
ফরেক্সে আমরা শুধু ট্রেড করতে পারি না । উপযুক্ত ও সঠিক বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে অনেক বেশি পরিমাণে জ্ঞান অর্জণ করতে হয় । যে যত বেশি জ্ঞান অর্জণ করতে পারবে সে তত বেশি পরিমাণে ফরেক্সে দক্ষতা অর্জণ করতে পারবে এবং অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারবে । ফান্ডামেন্টাল এনালাইসিসের মধ্য রাজনৈতিক ,দেশিয় ও আর্থিক অবস্থার উপাদানসমূহকে বিশ্লেষণ করা হয় ।

Skfarid
2016-12-28, 03:33 PM
ফরেক্সে ট্রেডিং করার আগে এনালাইসিস করে নিত হয়, আর এনালাইসিস এর জন্য নিউজ গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। নিউজ ভাল খারাপ বুঝার জন্য ফরমৌলা দেওয়া থাকে। আপনি যদি মনে করেন নিউজ ভাল হবে তাহলে আপনি ঐ কারেন্সি বাই আর যদি খারাপ হয় সেল দিতে পারেন ।

nazib72
2016-12-28, 09:23 PM
অনেক ট্রেডারই আছেন যারা নিউজ ট্রেড এর উপর অনেক বেশি নির্ভরশীল কারন নিউজের সময় গুলতে মার্কেট অনেক বেশি মুভ করে আর ট্রেডার রা এই সূযোগ টাকে কাজে লাগিয়ে প্রফিট অর্জন করেন। নিউজ় ট্রেডিং এর জন্য অনেক বেশি অভিজ্ঞতা ইথাকার প্রয়োজন হয়। কারন মার্কেত বেশি মুভ করায় যেকোনো সময় যেকোনো অবস্থানে চলে যেতে পারে।যারা নতুন তাদের নিউজ ট্রেড না করাই ভালো।

RUBEL MIAH
2016-12-29, 07:27 AM
আমরা কখনোই নিউজ ট্রেডিং করব না । আমরা যদি নিউজ ট্রেডিং করি তাহলেই সমস্যায় পড়ে যাব । অতএব আমরা ধৈর্য্য ধারন করে মার্কেট এ্যানালাইসসি করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপর ফরেক্স ব্যবাস করার সম্ভব । যে যত বেমী এ্যানালাইসসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।

md noor hasan
2017-01-20, 10:27 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ আমারা যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করি তাদের জন্য ফরেক্সে নিউজের গুরুত্ব অপরিসিম । ফরেক্সে প্রতিদিন কোন না কোন নিউজ রিলিজ হয় তার মধ্য কোন নিউজ খুবই গুরুত্বপূর্ণ কোনটা তেমন গুরুত্বপূর্ণ নয় । তবে নিউজ ট্রেডের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব ফেলে । কিছু কিছু নিউজ হয় ট্রেডের জন্য খুবই কার্যকরী ।

shukumar8099
2017-01-28, 04:53 PM
ফরেক্স মার্কেটে যে নিউজ গুলো আসে সেগুলোর জন্য কিছু সফটওয়ার আপনাকে সে সকল সফটওয়ারে নিউজ গুলো দেখেতে হবে।যেমন my fxbook এইটা প্লেস্টোরে পেতে পারেন।তবে নিউজ ট্রেড করার জন্য আপনাকে অনেক কৌশল অবলম্বন করতে হবে তাহলে নিউজ ট্রেডে সফল হবেন।

ucall
2017-02-04, 05:54 PM
আমরা জানি ফরেক্স এ নিউজ ট্রেড একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা নতুন ফরেক্স ট্রেডারদের জন্য সুবিধা জনক একটা জিনিস নিউজ ট্রেড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টপ লস এর দিকে গুরুত্ব দিতে হবে তা না হলে আপনি অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করে ফেলতে পারেন আমি মনে করি নতুন ট্রেডার হিসেবে নিউজ ট্রেড না করাই শ্রেয়।

Mamun13
2017-02-04, 10:03 PM
বিশ্বের সকল ট্রেডারগণ তিন পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল এনালাইসিস৷এখানে রয়েছে গুরুত্ত্বপূর্ণ নিউজ ইমপেক্ট৷প্রতি মাসের শুরুতেই হাই ইমপেক্ট নিউজ পাবলিস্ হয়ে থাকে৷প্রত্যেক সেশনে কম বেশি নিউজ থাকবে৷এই নিউজ অনুযায়ী মার্কেট মুভমেন্ট করে থাকে৷তাই ট্রেড করার পূর্বে অবশ্যই নিউজ গুলো খেয়াল রাখতে হবে৷হাই ইমপেক্ট নিউজ আওয়ারে নতুনদের ট্রেড না করা উচিৎ৷

riponinsta
2017-02-05, 11:32 AM
ফরেক্স মার্কেট এ আমি নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেড করি না কারন আমার কাছে ফান্ডামেন্টাল ট্রেড অনেক কঠিন মনে হয় আমি আগে ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেড করতাম তখন আমি নিউজ ট্রেড করে অনেক ডলার লাভ করছি আপনি যদি ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল ট্রেড ভাল বুঝেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন বাইরের দেশ এর বেশির ভাল ট্রেডার ফান্ডামেন্টাল ট্রেড করে লাভ করে থাকে আপনি ও ফান্ডামেন্টাল ট্রেড করে লাভ করতে পারবেন

shohanjacksion
2017-02-05, 12:01 PM
নউজ টাইম ট্রেডিং খুবই রিস্ক। যারা নউজ টাইম ট্রেড করেন তাদের মানি ম্যানেজমেন্টর দিকে প্রবল দৃষ্টি রাখতে হয়। খুব গুরুত্বপূর্ণ নউজগুলো এনালাইসিস করে নউজের পরে ট্রেড করলে খুব ভাল ফলাফল পাওয়া যাওয়ার আশা করা যায়।

nbfx
2017-02-12, 11:01 AM
ফান্ডামেন্টাল এনালাইসিসের অন্যতম হলো নিউজ।ফরেক্সের ভাষায় এক ইকোনোমি নিউজ বলে।ইকোনোমি নিউজ হলো বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রভাব পরে এমন সংবাদ বা নিউজ। ফরেক্স মার্কেটে প্রায় প্রতিদিন কিছু নিউজ রিলিজ হয়। যে সকল নিউজের প্রভাব অনেক বেশি থাকে তাকে হাই ইমপেক্ট নিউজ বলে।এই হাই ইমপেক্ট নিউজের কারনে অনেক একাউন্ট জিরো হয়ে যায়। আবার কিছু ট্রেডারগণ এই হাই ইমপেক্ট নিউজকে ভিত্তি করেই অধিক মুনাফা করে থাকে। নিউজের উপর ভিত্তি করে ট্রেড করাকেই নিউজ ট্রেডিং বলে। বিভিন্ন ওয়েব সাইট থেকে ইকোনোমি নিউজের রিলিজ তথ্য জানতে পারবেন: -www.mt5.com, www.forexfactory.com, www.investing.com

Rana2017
2017-02-13, 01:13 AM
ফরেক্সে নিউজ ট্রেডিংটা হচ্ছে সবচেয়ে রিস্কি। কারণ, এই সময় মার্কেট খুব ভলেটাইল হয়ে যায়। এই সময়েই সাধারণত পেয়ারগুলো সাপোর্ট ও রেসিস্টেন্ট ব্রেক করে নতুন সাপোর্ট ও রেসিস্টেন্ট ক্রিয়েট করে। তাই নিউজ ট্রেড না করাটাই বুদ্ধিমানের কাজ। তার চেয়ে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল এনালাইসিস করা অনেক বুদ্ধিমানের কাজ। এগুলো মার্কেটে টিকে থাকতে সহায়ক।

zubair
2021-01-30, 09:10 PM
বিশ্বের সকল ট্রেডারগণ তিন পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল এনালাইসিস৷এখানে রয়েছে গুরুত্ত্বপূর্ণ নিউজ ইমপেক্ট৷প্রতি মাসের শুরুতেই হাই ইমপেক্ট নিউজ পাবলিস্ হয়ে থাকে৷প্রত্যেক সেশনে কম বেশি নিউজ থাকবে৷এই নিউজ অনুযায়ী মার্কেট মুভমেন্ট করে থাকে৷তাই ট্রেড করার পূর্বে অবশ্যই নিউজ গুলো খেয়াল রাখতে হবে৷হাই ইমপেক্ট নিউজ আওয়ারে নতুনদের ট্রেড না করা উচিৎ৷

Mas26
2021-05-28, 09:58 PM
ফরেক্স মার্কেটে সব বেপারেই নজর রাখতে হবে যদি আপনি ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে চান।ফরেক্স এর তিন প্রকার এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস সব চাইতে গুরুত্বপুর্ণ।আর ফান্ডামেন্টাল এনালাইসিস এর মুলে রয়েছে নিউজ ট্রেডিং।ধন্যবাদ আপনাকে নিউজ ট্রেডিং সম্পর্কে খুবই গুরুত্বপুর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য । অনেক নতুন ট্রেডার রা এখান থেকে অনেক জ্ঞান লাভ করতে পারবে।আর ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে দেখে নিতে হবে যে ফান্ডামেন্টাল এনা লাইসিস এবং টেক্নিকেল এনালাইসিস কারন এই দুটা যদি আপনি ভাল করে দেখে ট্রেড করেন তবে আপনার ট্রেড্র লস কম হবে লাভ হবে বেশি।