PDA

View Full Version : নো-ডিলিং ডেস্ক (ndd) ব্রোকারঃ



Ibr
2015-07-10, 07:41 PM
এটা সাধারণ নিয়ম যেখানে ব্রোকাররা ট্রেডার এর ট্রেড এর বিপরীতে কোন ট্রেড ওপেন করে না শুধুমাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে। তাই এইসকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোন সময় লাগে না এবং Re-Quote করতে হয় না ট্রেডার রিয়েল কৌওটে অর্ডার মেইক করতে পারে। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে তাহলে আমরা NDD ব্রোকারে কেন ট্রেড করি না। আসলে NDD ব্রোকারগুলোর ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই থাকে যার কারনে আমাদের মত লো-ইনভেস্টমেন্ট যাদের তারা ডিলিং ডেস্ক ব্রোকার ছাড়া কিছু চিন্তা করি না। তবে বিষয়টাতে খুব চিন্তার কিছু নাই কারন আপনি ভালো ট্রেডার হয়ে গেলে এই সব পার্থক্য আপনাকে খুব একটা ভাবাবে না।

sharifulbaf
2016-01-10, 11:02 PM
ফরেক্স মার্কেট এ আমরা দেখি এনডিডি একাউন্ট এই একাউন্ট থেকে সরাসরি ট্রেডিং করা যায় তাই এখানে কোন ডেস্ক ড্রিলিং করে না,তাই আমি মনেকরি এই একাউন্ট এ প্রতি ট্রেড করার জন্য চার্জ দিতে হয় তা কেটে নেয় একাউন্ট থেকে, তা নিজেকেই ড্রিলিং করতে হয়,তা ব্রোকার করেনা।

MotinFX
2016-01-11, 12:09 AM
অামি যত টুকু জানি ফরেক্স মার্কেটে আমাদের লস ব্রোকারের লাভ কারন আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করি সাথে সাথে তার বিপরীতে ব্রোকার একটি ট্রেড অপেন করে। তবে আমাদের কে সব কিছু মেনে ট্রেড করলে ফরেক্স মার্কেটে লাভ করা সম্বভ সাগরের ডেইয়ের সাথে তাল মিলিয়ে চললে আমাদের লস হবেনা বরন লাভ হবে।

Marufa
2016-02-14, 04:16 PM
ফরেক্স মার্কেট এ বিভিন্ন রকমের ব্রোকার রয়েছে। এসব ব্রোকার গুলো একেকটা সার্ভিস এর ধরন আলাদা রয়েছে । তবে কোন কোন ব্রোকার আবার বিভিন্ন সার্ভিসের সংমিশ্রণ । তারা ফিরেক্স িএর বিভিন্ন রকমের একাউন্ট অফার করে । এসব একাউন্টের মাধম্যে তারা বিভিন্ন রকম সার্ভিস দেয় । আসলে ব্রোকারের ধরন বোঝা খুবই কঠিন ব্যাপার বলে আমি মনে করি ।

Sahed
2016-03-19, 10:15 AM
ফেরেক্স এবং ব্রোকার শব্দ দুটি একটি আরেকটির সাথে জড়িত । ফরেক্স ছাড়া ব্রোকার এবং ব্রোকার ছাড়া ফরেক্স অসম্ভব । সাধারনত আমরা যে সকল কোম্পানির মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি থাকে ব্রোকার বলা হয় । ফরেক্স মার্কেটে সাধারনত দুই ধরনের ব্রোকার রয়েছে ।
১। ডিলিং ডেস্ক ব্রোকার এবং
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার ।

yasir arafat
2016-04-07, 06:52 PM
আমি পরবর্তীতে কিছুটা হলেও ndd ব্রোকারে ডিপোজিট করা টেষ্টা করব।তবে লো ডিপোজিটের কোন ndd ব্রোকার তেমন নেই বললেই চলে।আশা করি কিছুটা হলেও আমাদের এই ধরণের ব্রোকার সর্ম্পকে ধারণা হবে।সুতরাং বর্তমানে ব্রোকারে ভালই আছি।

RUBEL MIAH
2017-04-26, 09:34 PM
ফরেক্স মার্কেটে ধৈর্য্যের সাথে ট্রেড করলে ফরেক্স মার্কেটে লাভ করা সম্ভব । ফরেক্স মার্কেটে সাগরের ডেইয়ের সাথে তাল মিলিয়ে চললে আমাদের লস হবে না বরন লাভ হবে । আমরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব । আমাদের এই ধরণের ব্রোকার সর্ম্পকে ধারণা রাখতে হবে ।

Mamun13
2017-11-26, 08:32 PM
ডিলিং ডেস্ক ব্রোকারেই আমরা অতি ক্ষুদ্র ট্রেডারগণ ট্রেড করে থাকি আর নো ডিলিং ডেস্ক ব্রোকারে আমরা সাধারণত ট্রেড করতে পারিনা৷কারন হলো এই নো ডিলিং ডেস্ক ব্রোকারে অনেক ব্যালেন্স ডিপোজিট করে ট্রেড করতে হয়৷নো ডিলিং ডেস্ক ব্রোকারে ট্রেডে এন্ট্রী করার সময়ে রি-কোটের ঝামেলায় পড়তে হয়না৷তাই নো ডিলিং ডেস্ক ব্রোকারে ট্রেড করা ভালো৷