PDA

View Full Version : নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণ&



Ibr
2015-07-10, 07:43 PM
নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণের ব্রোকার আছেঃ
১। Electronic Communications Network(ECN)
২। Straight Through Processing (STP)
ECN: নো-ডিলিং ডেস্ক ব্রোকারের একটি টাইপ হল ECN ব্রোকার। আসলে ট্রেডিং মেকানিসম এর পার্থক্যর কারনে এইসব ব্রোকারের সৃষ্টি, এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ডিরেক্টলি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিস্পন্স কনসেপ্টে।
STP: আর এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ইন্টারব্যাংক প্রাইস আক্সিস্টিং লেভেলের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট টু ব্যাংক তথা লিকুডিটি প্রোভাইডারদের মাধ্যমে।

Marufa
2015-12-23, 07:06 PM
ব্রোকার অনেক ধরনের আছে । আবার তাদের কার্যপ্রনালিও বিভিন্ন ধরনের । ব্রোকারদের কার্যপ্রণালি অত্যন্ত গোপনীয় থাকে । কারন এর সাথে অনেক ট্রেডারদের স্বার্থ জড়িত থাকে । বইয়ের ভাষা থেকে বাস্তবতা সম্পূর্ণ আলাদা ।

sharifulbaf
2016-01-17, 09:17 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমরা অনেক সময় ইসিএন ব্রোকারে একাউন্ট করে থাকি,তা ভাল এই জন্য তারা আপনার প্রতি ট্রেডের জন্য কমিশন কেটে নেয়,তাই আমাদের ফরেক্স মার্কেট এ নো ডেলিং ডেস্ক বলতে বুঝায়, এই খানে ব্রোকার আপনার জন্য কোন ট্রেড ওপেন বা ক্লোজ করিবে না, আপনাকে নিজেই করে নিতে হবে।

Realifat
2016-08-20, 10:04 AM
নো ডিলিং ডেস্ক ব্রোকারের দুটো ধরন সেটা আমিও অনেকদিনযাবত জানতাম কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানতাম না। তাই নো ডিলিং ডেস্ক ব্রোকারের যে বিস্তারিত বর্ননা আপনি করলেন সেটা আমি মনযোগ দিয়ে পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি এবয় বুঝতেও পেরেছি। সর্বোপরি ভালোভাবে পোস্টি করেছেন বলে আমি উপকার পেয়েছি আর অনেকেই উপকার পাবে বলে আমি মনে করি।

RUBEL MIAH
2017-04-28, 10:48 AM
নো-ডিলিং ডেস্ক ব্রোকারের একটি টাইপ হল ecn ব্রোকার। ভালোভাবে পোস্টি করেছেন বলে আমি উপকার পেয়েছি আর অনেকেই উপকার পাবে বলে আমি মনে করি । সর্বোপরি ভালোভাবে পোস্টি করেছেন বলে আমি উপকার পেয়েছি আর অনেকেই উপকার পাবে বলে আমি মনে করি ।

Mamun13
2017-11-26, 09:53 PM
আমার জানা মতে e.c.n ব্রোকার অন্যান্য ব্রোকারের তুলনায় সবচেয়ে ভালো৷আমরা অনেক নতুন শিক্ষার্থী ট্রেডার ব্রোকারদের এইসব ভিন্নতা ও সুবিধাসমুহ সম্পর্কে সুস্পষ্ঠ কিছুই জানিনা৷তাই একাউন্ট খোলার পূর্বে অবশ্যই ব্রোকারদের প্রকারভেদ জানা প্রয়োজন৷