PDA

View Full Version : যুক্তরাজ্যের সরকারি ঋণ ২ ট্রিলিয়ন পাউন্ড ছাড়াল



kohit
2020-08-23, 04:39 PM
যুক্তরাজ্যের সরকারি ঋণের পরিমাণ গত জুলাইয়ে প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন পাউন্ড বা ২ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব মোকাবেলায় সরকারি প্রণোদনা বৃদ্ধি এবং কর রাজস্ব কমে যাওয়ায় ঋণের পরিমাণ বেড়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

সরকারি ব্যাংকের ঋণ বাদে যুক্তরাজ্য সরকারের নিট ঋণের পরিমাণ ২০১৯ সালের জুলাইয়ের চেয়ে প্রায় ২৩ হাজার কোটি পাউন্ড বেড়ে ২ দশমিক শূন্য ৪ ট্রিলিয়ন পাউন্ড বা ২ দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ১৯৬১ সালের পর এটি যুক্তরাজ্য সরকারের সর্বোচ্চ মাসিক ঋণ।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বলছে, এপ্রিল থেকে জুলাই—চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্য সরকারের ঋণের পরিমাণ গত অর্থবছরের সম্পূর্ণ মেয়াদের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে ১৫ হাজার ৫০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে।

শুধু জুলাইয়ের সরকারি খাতের ব্যাংক বাদে ঋণের পরিমাণ ২ হাজার ৬৭০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। তার বিপরীতে গত বছরের জুলাইয়ে ১৬০ কোটি পাউন্ডের উদ্বৃত্তি ছিল সরকারের। সাধারণত প্রতি বছর এ মাসে আয়করের বড় অংশ সংগ্রহ করে দেশটি।

বণিক বার্তা