PDA

View Full Version : পিক্সেল ৫ ফোনে থাকবে মিডরেঞ্জের প্রসেসর



kohit
2020-08-24, 06:36 PM
বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের পরবর্তী স্মার্টফোন পিক্সেল ৫ মিডরেঞ্জের প্রসেসরে বাজারে আসবে। সম্প্রতি ভারতীয় ওয়েবসাইট অনলিকসে ডিভাইসটির রেন্ডার ছবিসহ নানা তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে এমন তথ্য মিলেছে। খবর জিএসএম এরিনা।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডিভাইসটির পেছনে আছে দুটি ক্যামেরা ও ফ্ল্যাশ। সামনে ডিসপ্লের ওপরে বাম দিকে আছে ফ্রন্ট ক্যামেরা। অনলিকসের দাবি, ডিসপ্লের আকার হবে ৫ দশমিক ৮ ইঞ্চি। তবে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, ৬ ইঞ্চি ডিসপ্লেসহ বাজারে আসবে পিক্সেল ৫। ব্যাটারির ক্ষেত্রেও পিক্সেল ৪এ স্মার্টফোনের চেয়ে উন্নত হবে ডিভাইসটি। ফাইভজি সুবিধা থাকবে বলে ডিভাইসটির প্রসেসর হবে কম শক্তিশালী। ফ্ল্যাগশিপ প্রসেসরের বদলে এতে থাকতে পারে ৭৬৫জি প্রসেসর। গত বছর পিক্সেল ৪ স্মার্টফোনে ছিল স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর।

অনলিকসের দাবি, গুগলের নতুন পিক্সেল ফোনের র?্যাম হবে ৮ গিগাবাইট এবং ডিভাইসটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। এছাড়া ডিভাইসটিতে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি থাকবে। ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবরে পিক্সেল ইভেন্টে পিক্সেল ৪এ ফাইভজি নামে আরেকটি ফোন আনবে গুগল।

বণিক বার্তা
12005