PDA

View Full Version : নতুনদের জন্য স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজি কতটা সুবিধাজনক ?



IFXmehedi
2020-08-25, 12:53 PM
আমার জানামতে ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেড করতে শুরু করে তারা বেশিরভাগই স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজির পিছনে ছুটতে থাকে । স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আসলে নতুনদের অনেক বেশি জানে কারণ তারা ভাবে অতি অল্প সময়ে একটি ট্রেড ওপেন করে একটু লাভ করা যায় । তবে আমি মনে করি স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজি নতুনদের জন্য সবথেকে বেশি রিস্কি একটা ট্রেডিং স্ট্রাটেজি । কারণ আপনি যদি মার্কেট ভালোভাবে এনালাইসিস না করে স্ক্যালপিং করতে থাকেন তাহলে আপনি অনেক বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন । তাই আমি নতুনদেরকে কখনো স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজির দিকে উদ্বুদ্ধ করিনা । আপনারা কি মনে করেন ?

milu
2020-08-25, 01:33 PM
স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজিতে নতুন যারা আছেন তারা ট্রেড করতে পারেন তবে অনেক বেশি ঝুকি থাকে যদিও অল্প সময়ে ট্রেড অপেন করে ভাল আয় হয় ঠিক এই কারনেই নতুনরা এর পিছনে বেশি ঝুকে।আপনি যদি মার্কেট এনালাইসিস ভাল বুঝেন মার্কেট এর মুভমেন্ট ধরতে পারেন তাহলে আমি আপনাকে বারন করবো না কিন্তু শুধু মাত্র লোভের বশবর্তী হয়ে স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজির দিকে ঝুকলে সেটা হবে বোকামি। আপনার যে কোন সময় বড় লস হতে পারে।

md mehedi hasan
2020-08-26, 06:57 AM
নতুন দের জন্য স্কালাপিং খুব ঝুঁকিপূর্ণ।ফরেক্ মার্কেটে যারা নতুন তারা প্রথম স্কালাপিং না করে শর্ট ট্রেড লং ট্রেড বা ডে ট্রেড করা উচিত।কারন আপনি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হয়ে যদি স্কালাপিং করেন আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না।দেখবেন বেশি লাভ হচ্ছে বলে লট সাইজ বাড়াবেন হঠাৎই মাথা গরম করে আজেবাজে ট্রেড করে একাউন্ট জিরো করে ফেনবেন।

Smd
2020-08-26, 07:17 AM
নতুন বা পুরাতন সবাই স্ক্যাপ্লিং করতে পারেন। সাধারণত এটি টাইম ফ্রেমের 5 থেকে 10 মিনিট এর একটি স্ট্যাটেজি। আপনি এনালাইসিস করে মার্কেট ট্রেন্ড বুঝতে পারলে অবশ্যই প্রফিট তুলে নিয়ে আসতে পারবেন । যে কোনো কারেন্সি পেয়ার উপর বিগ নিউজ পাবলিশ হওয়ার পর মার্কেট রিয়াকশন খুব দ্রুত হয় এবং গোল্ডের ক্ষেত্রে এটি বেশ কার্যকরী । খুব বেশি সময় লাগে না বলে এটি খুব জনপ্রিয়।

IFXmehedi
2020-08-26, 02:12 PM
নতুন দের জন্য স্কালাপিং খুব ঝুঁকিপূর্ণ।ফরেক্ মার্কেটে যারা নতুন তারা প্রথম স্কালাপিং না করে শর্ট ট্রেড লং ট্রেড বা ডে ট্রেড করা উচিত।কারন আপনি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হয়ে যদি স্কালাপিং করেন আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না।দেখবেন বেশি লাভ হচ্ছে বলে লট সাইজ বাড়াবেন হঠাৎই মাথা গরম করে আজেবাজে ট্রেড করে একাউন্ট জিরো করে ফেনবেন।

ভাই দেখুন স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজি অনেক ঝুঁকিপূর্ণ এটা আবার অনেকেই জানে কিন্তু নতুন না কেন যে এর পিছে ছুটে সেটা আমি বুঝি না । আসলে আমি মনে করি তাদের এ বিষয়ে কিছু ভুল ধারনা কাজ করে যে ফরেক্স ট্রেডিংয়ে ট্রেড করে অল্প সময়ে প্রফিট করা যায় । এই ভুল ধারনার জন্যই তারা ফরেক্স মার্কেটে ঢুকেই স্ক্যাল্পিং করতে থাকে । আরে স্ক্যাল্পিং ব্যবহার করার ফলে অনেকেই তার অ্যাকাউন্ট শূন্য করে ফেলে যার ফলে তারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে নেয় ।

waleed
2020-08-26, 02:19 PM
ফরেক্স এ লসের মুল কারন হল নিয়ম বর্হিভুত ট্রেড করা আপনি ফরেক্স এর যাবতীয় নিয়ম মানুন কখনও লস হবে না হলেও সেটার পরিমান অনেক কম হবে আর প্রফিট আর লস মিলিয়ে আপনি প্রফিটে থাকতে পারবেন। তাই নিয়মগুলি মানতে শুরু করুন দেখবেন আপনিও ফরেক্স এ নিয়মিত প্রফিট করতে পারছেন। তাই কেন আমরা ফরেক্স করতে এসে এর নিয়মগুলি মানি না এর মুল কারন হল বেশি প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা। ফলে আমরা বার বার লস করে একাউন্ট শুন্য করে ফেলি তাই আর নয় নিয়মের বাইরে ট্রেড আমরা সকলে ফরেক্স থেকে আয় করতে চাই সেটা নিয়ম মেনেই।

FREEDOM
2020-08-26, 02:21 PM
স্ক্যাল্পিং ভালো তবে নতুনদের জন্য স্ক্যাল্পিং ভালো হবে বলে মনে করি না। কারন অনেক বেশি দক্ষতার প্রয়োজন পড়ে স্ক্যাল্পিং করতে গেলে সেক্ষেত্রে যদি ভালো করে মার্কেট এনালাইসিসই না করা যায় তবে খুব একটা ভালো করা সম্ভব হবে না।

Starship
2021-03-12, 11:25 PM
স্ক্যাল্পিং বা লংটাইম ট্রেড আপনি যেটি করুন না কেন প্রথমে আপনাকে ট্রেড বিষয়ে অ্যাডভান্স লেভেলের জ্ঞান থাকতে হবে। কেননা ট্রেডিং অভিজ্ঞতার ভিত্তিতে স্ক্যাল্পিং বা লং টাইম ট্রেড প্রফিট করতে পারবেন না। কেননা আমরা তো জানি ফরেক্স অনুমানভিত্তিক মার্কেট নয়। এখানে থেকে প্রফিট করতে হলে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তবে নতুনদের জন্য স্ক্যাল্পিং তুলনামূলক একটু বেশিই রিস্ক। কেননা এখানে অল্প সময়ে মার্কেট বিপরীতে অবস্থান করলে পর্যাপ্ত আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে।

EmonFX
2021-03-13, 06:36 AM
স্কাল্পিং করার জন্য ট্রেডিং সম্পর্কে ভাল অভিজ্ঞতা দরকার রয়েছে। নতুনদের ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকার কারণে তাদের অবশ্যই শুরুতে স্কাল্পিং না করাই ভালো। আমি মনে করি আমাদের একটু লংগার টাইমফ্রেমেই ট্রেড করা ভালো বিশেষ করে নতুন ট্রেডারদের। তাতে করে এনালাইসিসে ভুল কম হয়ে থাকে। সর্টার টাইমফ্রেমে মর্কেটে অনেক বেশি ফ্লাকচুয়েশন হয় বিধায় সঠিক ভাবে এনালাইসিস করা সম্ভব নয়। সর্টার টাইমফ্রেমে এনালাইসিস ভুল বার্তা দিতে পারে। ট্রেডিং শুরুর দিকে h1, d1 or w1 টাইমফ্রেমে ট্রেড করতে পারলে ভালো হয়। তবে ফরেক্স সম্পর্কে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারলে তখন যেকোন টাইমফ্রেমে গিয়ে আপনি ট্রেড নিতে পারবেন। তখন m15, m5, এমনকি m1 টাইমফ্রেমে ট্রেড করতেও পারেন। আসল কথা হলো অভিজ্ঞ ট্রেডাররা যে কোন টাইমফ্রেমে ট্রেড করে প্রফিট করতে পারে। কিন্তু নতুন ট্রেডারদের অবশ্যই সর্টার টাইমফ্রেম থেকে দূরে থাকা উচিত এবং লংগার টাইমফ্রেমে ট্রেড করা উচিত।

KAZIMAJHARULISLAM
2021-03-15, 07:13 AM
ফরেক্স মার্কেটে আপনি নতুন বা পুরাতন যেমনই হন না কেন, ফরেক্স সম্পর্কিত পূর্ণাঙ্গ জ্ঞান ও দক্ষতা ছাড়া আপনি টোটালি জিরো। কেননা এইখানে আপনাকে প্রতিটা পদক্ষেপই বুঝে-শুনে, অভিজ্ঞতা থেকে নিতে হবে। কেননা আপনার সামান্যতম ভূল সিদ্ধান্ত ও, আপনার একাউন্ট এর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আগে আমাদের ফরেক্স ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। পরবর্তীতে এই অভিজ্ঞতা থেকে, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই আগে নিজেকে তৈরি করুন। এবং পরবর্তীতে নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি ও স্টাইলে ট্রেডিং করে, কাঙ্খিত লক্ষ্যে বাস্তবায়ন করুন।