PDA

View Full Version : প্রাথমিক পর্যায়ের চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন-চীনা কর্মকর্তা



kohit
2020-08-26, 06:07 PM
প্রাথমিক পর্যায়ের চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন-চীনা কর্মকর্তা


কভিড-১৯ মহামারী থেকে মেধাস্বত্ব চুরি, হংকং-তাইওয়ান থেকে দক্ষিণ চীন সাগরে আধিপত্য—এ রকম বিভিন্ন ইস্যুতে চীনকে দুষেছে যুক্তরাষ্ট্র। এতে চলতি বছরের জানুয়ারিতে প্রাথমিক পর্যায়ের চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি থমকে দাঁড়িয়েছে। তবে সোমবার দুই দেশের ঐতিহাসিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি নিয়ে ফোনালাপ হয়েছে উভয় পক্ষের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

ইউএসটিআর এক বিবৃতিতে জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চীনের উপপ্রধানমন্ত্রী লিয়ু হির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার ও অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিন।

মনে করা হচ্ছে, বেইজিংয়ের প্রতি সুর কিছুটা নরম করেছে ওয়াশিংটন। দুই পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি স্বীকার করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

তবে সোমবারের আলোচনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি হোয়াইট হাউজ। জানুয়ারিতে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী আগামী দুই বছরে যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত ২০ কোটি ডলারের পণ্য কিনবে চীন।

তবে পৃথিবীজুড়ে মহামারী ছড়িয়ে দেয়ার জন্য চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আমেরিকা। একই সঙ্গে চীন আমেরিকার মাটিতে গুপ্তচর পাঠিয়ে কভিড-১৯ ভ্যাকসিনের গোপন নথি হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।

বণিক বার্তা

sagar0835
2020-08-28, 12:29 AM
ভাল খবর।
এভাবে চলতে থাকলে বৈশ্বিক ইকনমি বাড়বে।