PDA

View Full Version : সৌদি আরবকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলক রাশিয়া



FXBD
2020-08-26, 06:44 PM
অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ উত্তোলনকারী দেশগুলোর তালিকায় পরিবর্তন এসেছে। চলতি বছরের জুনে সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলন করে তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে বদলে গেছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান। আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশ ছিল সৌদি আরব। গত জুনে দেশটি এ অবস্থান হারিয়েছে। এ সময় অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ উত্তোলনকারী দেশগুলোর তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাশিয়া। আর তালিকায় সৌদি আরবের অবস্থান তৃতীয় শীর্ষে। জয়েন্ট অর্গানাইজেশনস অব ইনিশিয়েটিভের (জেওডিআই) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
http://forex-bangla.com/customavatars/655811826.jpg

sagar0835
2020-08-28, 12:27 AM
রাশিয়া সবসময়ই উপরে থাকে।
এ আর নতুন কি।