PDA

View Full Version : মাসের শেষ দিন ট্রেড কেমন হতে পারে?



786.ariful.islam.bd
2020-08-27, 06:35 AM
এখন আমরা প্রায় মাসের শেষ দিকে অবস্থান করছি, আর মাত্র ৩দিন আছে এই মাসে, আজ আগামীকাল এবং আগামী সোমবার, সাধারণত মাসের শেষ শুত্রবার মার্কেট প্রচুর মুভমেন্ট করে, তাই আশা করছি আগামীকাল মার্কেট প্রচুর মুভ করবে, মজার বিষয় মার্কেট মুভ করলে ট্রেড করতে ভাল লাগে, কেননা সেই সময় স্কাল্পিং করে প্রচুর মুনাফা অর্জন করা যায়, বিশেষ করে গোল্ড থেকে প্রচুর পরিমানে মুনাফা বের করা যায়।