PDA

View Full Version : যুক্তরাষ্ট্রে উইচ্যাট নিষিদ্ধে নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা



kohit
2020-08-27, 04:40 PM
চীনভিত্তিক টেনসেন্ট নিয়ন্ত্রিত মেসেজিং ও ভয়েস কল সেবা উইচ্যাটের যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিষিদ্ধে নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ আদেশের বিরুদ্ধে উইচ্যাটের যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা একটি মামলা করেছেন। খবর গ্লোবাল টাইমস।

উইচ্যাট নিষিদ্ধে স্বাক্ষরিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে বলা হয়, এর মাধ্যমে ব্যবহারকারীদের বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করা হয়েছে। চাইনিজ-আমেরিকানরা উইচ্যাট ব্যবহার করে চীনে পরিবার-পরিজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। পারিবারিক মুহূর্ত ভাগাভাগি, খবর পড়া বা রাজনৈতিক যে কোনো সিদ্ধান্তের বিষয়ে তারা উইচ্যাটেই আলোচনা করে থাকেন। ফলে অ্যাপটিতে তাদের কয়েক ঘণ্টা সময় ব্যয় হয়। ব্যবসায়িক কাজে যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহূত হয় এ অ্যাপ। তাই উইচ্যাটের কোনো ধরনের ব্যবহার নিষেধাজ্ঞা জারির কারণ তা নোটিস দিয়ে জানাতে বলেছেন মামলাকারীদের আইনজীবী।

বণিক বার্তা