PDA

View Full Version : ফরেক্স কি।



bokkar00
2020-08-28, 02:59 PM
ফরেক্স, এফএক্স - হচ্ছে "ফরেন এক্সচেঞ্জের" সংক্ষিপ্ত নাম - বিভিন্ন দেশের কারেন্সিতে একে অপরের বিপরীতে ট্রেড করা। ফরেক্স হচ্ছে বিভিন্ন কারেন্সি ট্রেডের জন্য বিশ্বের সবচেয়ে বড় ফাইনান্স্যিয়াল মার্কেটের মধ্যে একটি। এটা ফরেক্স এক্সচেঞ্জের মাধ্যমে আন্তর্জাতিক ট্রেড এবং বিনিয়োগে সহায়তা করে। ২০১৬ সালে ফরেক্সে দৈনিক লেনদেনের পরিমান ছিল $৫.১ ট্রিলিয়ন, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের (bis) ডাটা অনুযায়ী।

akashkhalifa
2020-08-28, 03:07 PM
ফরেক্স হলো, আন্তর্জাতিক মুদ্রা লেনদের একটা ভালো মাধ্যম বা উপায়।ফরেক্স এ ট্রেডিং করে অনেক ব্যাংক আজ ধনী।

akashkhalifa
2020-08-28, 03:10 PM
এফ এক্স, এর পুর্নরুপ হলো, ফরেন এক্সচেঞ্জ। এক দেশের সাতে অন্য দেশের আন্তর্জাতিক মুদ্রা ভিত্তিক লেনদেন ই হলো ফরেক্স।

Akib
2020-08-28, 03:12 PM
এফ এক্স, এর পুর্নরুপ হলো, ফরেন এক্সচেঞ্জ। এক দেশের সাতে অন্য দেশের আন্তর্জাতিক মুদ্রা ভিত্তিক লেনদেন ই হলো ফরেক্স।

ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এই ব্যবসা যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে। যে কোনো কাজ বা চাকরি পাশাপাশি ও এই ব্যবসাটি করা সম্ভব। কিন্তু এই ব্যবসাটি করতে অনেক ধৈর্য নিয়ে এই ফরেক্স ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।

akashkhalifa
2020-08-28, 03:13 PM
আমি আজ আপনাদের জন্য ভালো একটা টপিক নিয়ে আলোচনা করব।আজকের টপিক হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।

akashkhalifa
2020-08-28, 03:15 PM
ডজি স্টার মার্কেট যদি আপ ট্রেন্ড এ থাকে আর এ সময় যদি ডজি ক্যান্ডেল আসে তাহলে মার্কেট নিচে নামবে।

akashkhalifa
2020-08-28, 03:17 PM
ডজি স্টার, মার্কেট যদি ডাউন ট্রেন্ড এ থাকে আর এ সময় যদি ডজি ক্যান্ডেল আসে তাহলে মার্কেট উপরে উঠবে।

akashkhalifa
2020-08-28, 03:41 PM
আজ আমরা জানব ক্যান্ডেল সম্পর্কে। ক্যান্ডেল সাধারণত দুই প্রকার, যথা _ ১ বুলিশ ক্যান্ডেল ২ বিয়ারিশ ক্যান্ডেল।

EmonFX
2021-08-04, 03:51 PM
ফরেক্স, এফএক্স - হচ্ছে "ফরেন এক্সচেঞ্জের" সংক্ষিপ্ত নাম - বিভিন্ন দেশের কারেন্সিতে একে অপরের বিপরীতে ট্রেড করা। ফরেক্স হচ্ছে বিভিন্ন কারেন্সি ট্রেডের জন্য বিশ্বের সবচেয়ে বড় ফাইনান্স্যিয়াল মার্কেটের মধ্যে একটি। এটা ফরেক্স এক্সচেঞ্জের মাধ্যমে আন্তর্জাতিক ট্রেড এবং বিনিয়োগে সহায়তা করে। ২০১৬ সালে ফরেক্সে দৈনিক লেনদেনের পরিমান ছিল $৫.১ ট্রিলিয়ন, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের (bis) ডাটা অনুযায়ী।

ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ। অর্থাৎ বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় মার্কেট। ফরেক্স Forex শব্দটি এসেছে Foreign Exchange শব্দদ্বয় থেকে। যার অর্থ দাড়ায় বৈদেশিক মুদ্রা বিনিময়। আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারকেই মূলত ফরেক্স হিসেবে বিবেচিত করা হয়। একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রার আদান-প্রদান করাই হচ্ছে ফরেক্স এর প্রধান কাজ। বৈদেশিক মুদ্রার মূল্যের পরিবর্তন সাধিত হয় মূলত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এছাড়া এর পাশাপাশি কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও পণ্য এবং সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত মুদ্রা দেশিয় মুদ্রায় পরিবর্তন করে। যদিও এর পরিমান বৈদেশিক মুদ্রাবাজার লেনদেনের মাত্র ৫%। বাকি ৯৫% লেনদেন হয় ফরেক্স ব্রোকারদের মাধ্যমে যারা বৈদেশিক মুদ্রা আদান-প্রদান করে কিছু মুনাফা আদায় করে। আপনি ফরেক্স এর মাধ্যমে খুব সহজেই একটি মুদ্রার বিনিময়ে অন্য মুদ্রা ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন। এই মুদ্রার বাজারে বিশ্বের সব উল্লেখযোগ্য অর্থনৈতিক মুদ্রা সংযুক্ত আছে। এইসব মুদ্রার মূল্য প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে এবং এই মুদ্রার মান পরিবর্তনকেই কেন্দ্র করে মূলত ফরেক্স ট্রেডিং ব্যবসা চলছে। আপনি চাইলে খুব সহজেই এই পরিবর্তনশীল মুদ্রার মানকে ব্যবহার করে লাভবান হতে পারেন। উদাহরণস্বরূপ, আজকের দিনে মার্কিন ডলারের এর মান ধরে নিলাম ১০০ টাকা এবং ইউরোর মান ৮০ টাকা। আপনি আজকে ১০০ মার্কিন ডলার দিয়ে ৮০ ইউরো ক্রয় করলেন। পরবর্তীতে ইউরোর দাম বেড়ে গেলে আপনি ওই ৮০ ইউরো বিক্রয় করে ১২০ মার্কিন ডলার পেতে পারবেন। এভাবেই আপনি ফরেক্সে মুদ্রার পরিবর্তিত মান আদান প্রদান করে আয় করতে পারবেন অতি সহজে। ফরেক্স ব্যবসার অন্যতম প্রধান সুবিধা হল কোন মুদ্রা শক্তিশালী হোক অথবা দুর্বল হোক আমরা দুই ক্ষেত্রেই এর ব্যবহার করে আয় করতে পারি, যা অন্য কোন ব্যবসায় করা সম্ভব না।