Log in

View Full Version : সবকিছু সহজভাবে চিন্তা করুন।



bokkar00
2020-08-28, 04:23 PM
আপনার ট্রেডিং কে কোনভাবেই খুব বেশি কঠিন ভাবার কোন কারন নেই। সহজ ভাবে শুরু করুন দেখবেন আসলেই সহজ, মনে অঝথা কোন ভিতি সৃষ্টি দরকার নেই। নিজের সুবিধামত সময় নির্ধারণ করে ট্রেডে সময় দিন। সময় কম দিন কিন্তু তা জেনো ইফেক্টিভ হয়। অর্থাৎ যদি সময় বেশি দিতে না পারেন তাহলে যতটুকু দিবেন তা শুধু ট্রেডিং আর জন্য ব্যায় করুন। নতুন কোন স্ট্রেটিজির সূচনা করতে চাইলে আগে তা সময় নিয়ে সহজভাবে চিন্তা করুন, এনালাইসিস করে ঠিক করুন, ডেমোতে ফলাফল নিশ্চিত হউন। এবং সিদ্ধান্ত নিন।

Fahmida1
2020-08-28, 04:37 PM
যে কোন কাজ শুরু করতে গেলে অনেক কঠিন হয়ে দাঁড়ায় তবে ধৈর্য সহকারে কাজটি করতে পারলে জীবনের সফলতা লাভ করা যায়। তেমনি ফরেক্স মার্কেট যেমন কঠিন তেমন সহজ। তবে পরিশ্রম ও ধৈর্য সহকারে ট্রেড করলে অবশ্যই ফরেক্সকে সহজভাবে চিন্তা করা যায়। ফরেক্স ফোরামের যতগুলো নিয়ম কানুন আছে সেগুলো সম্পর্কে সঠিকভাবে গবেষণা করলে সহজ মনে হবে।

sss21
2021-01-27, 10:48 PM
কোন কাজই সহজ নয় ধৈর্যসহকারে করলে কাজটি সহজ হয়ে যায়।হ্যাঁ অবশ্যই পরিশ্রম ধৈর্য সহকারে ফরেক্সের কাজ করলে তা সহজ হয়ে যায়। আর এভাবে একজন সফল ট্রেডার হওয়া সম্ভব।

jedi1212
2021-01-27, 11:12 PM
যে কোনও কাজ শুরু করা সত্যিই শক্ত, তবে আপনি ধৈর্য সহকারে এটি করতে পারলে আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারেন। ফরেক্স মার্কেট যেমন সহজ তত জটিল complex যত্ন এবং ধৈর্য সহ, তবে, ফরেক্স সহজেই চিন্তা করা যায়। এটি ফরেক্স ফোরামের নিয়মকানুনগুলি আরও ভালভাবে পর্যালোচনা করা সহজতর হিসাবে প্রদর্শিত হবে।

Sakib42
2021-01-27, 11:42 PM
আসলে সবকিছু সহজভাবে চিন্তা করা যায় না কেননা ফরেক্স অনেক কঠিন একটি জায়গা যেখানে যে কোন কিছু যে কোন সময় সম্পাদন হতে পারে তার জন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমরা যেন সব কিছুতে বেশি হতাশ না হয়ে পড়ি এবং সবকিছু যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সেদিন মনোবল নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে। পরিস্থিতি আমরা খুব সহজে গ্রহণ করতে পারব। তাই হতাশ না হয়ে সবকিছু মনোযোগ সহকারে সম্পাদন করুন দেখবেন ফলাফল ভালো আসবে।

EmonFX
2021-01-28, 07:46 AM
কোন কিছুকে কঠিন মনে করলে সেটা আপনার কাছে আরো কঠিন ভাবেই ধরা দেবে। তাই সব কিছুকেই সহজ ভেবে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। ফরেক্স কিছুটা কঠিন তবে ধৈর্য আর আর একাগ্রতার সাথে টিকে থাকলে আপনার কাছে কোন কিছুই কঠিন মনে হবে না। শুরুর দিকে ফরেক্স আপনার কাছে কঠিন মনে হবে, সময়ের সাথে সাথে সবকিছুই সহজ মনে হবে। কোন একটা ব্যাপারে যদি কারো কোন জ্ঞান না থাকে তবে তার কাছে সেটা কঠিন মনে হতেই পারে। আমাদের মধ্যে শেখার আগ্রহ থাকতে হবে। আপনার যদি খাবার খাওয়ার ইচ্ছা থাকে খাবারটা যতো অরুচিকরই হোক আপনি খাবারটা খেতে পারবেন। একইভাবে শিখার ইচ্ছা থাকলে অবশ্যই একদিন ভালো মানের একজন ট্রেডার হতে পারবেন। ট্রেডিং এ যিনি বুঝে শুনে সময় দিতে পারবেন, ট্রেড করতে পারবেন তত বেশি তারাতারি সফল হবেন।

KAZIMAJHARULISLAM
2021-01-28, 09:21 AM
আসলেই, ফরেক্স ট্রেডিং এ আপনি যত বেশি রিলাক্স মুডে থাকবেন,যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারবেন,তত বেশি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে উপযুক্ত সময়ে ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। কেননা আপনি ফরেক্স ট্রেডিং অনেক কঠিন ভাবে নিলে, আপনার ভিতরে একটা চাপা উত্তেজনা ও অস্থিরতা কাজ করবে।তার ফলে আপনি আবেগ ও লোভের বশবর্তী হয়ে যেকোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন। তাই ফরেক্সে যেটুকু সময় ব্যয় করবেন,ঠান্ডা মাথায় ব্যয় করুন।যেন তা ইফেক্টিভ হয়। কেননা আপনি যদি ফরেক্স সম্পর্কিত জ্ঞান কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় ট্রেডিং করতে পারেন, তাহলে আপনি এইখান এতটা উপার্জন করতে পারবেন,যা আপনি কল্পনাও করতে পারবেন না।

Starship
2021-01-28, 09:38 AM
কোন কাজ যদি শুরুতেই আপনি কঠিন মনে করেন তাহলে উক্ত কাজে সফলতা পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়বে। ফরেক্স হলো অনেক সাধনার বিষয়, এনালাইসিস, কৌশল অবলম্বন করে সঠিকভাবে তা প্রয়োগ করার মাধ্যমে তা থেকে সফল হওয়া সম্ভাব। এখানে প্রথমেই কেউ সহজে প্রফিট করতে পারেন না। বার বার লস হলে তা সমাধান করে ও লসের কারণ খুজে বের করতে হবে। তা না হলে সফল ট্রেডার হওয়া সম্ভাব নয়। তাই সহজভাবে ফরেক্স বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে।