PDA

View Full Version : ফরেক্স মার্কেটে কি ট্রেড করা হয় ?



bokkar00
2020-08-28, 04:28 PM
Forex Bangla – একদম সহজ ভাবে বলি কারেন্সি ট্রেড করা হয় । কারণ , এখানে আমরা বাস্তবে কোন কিছুই কিনছি না। সুতুরাং এই ধরনের ট্রেডিং কিছুটা আপনার বিভ্রান্তিকর মনে হতে পারে।

আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার শুধু মাত্র একটা প্রতিচ্ছবি।

যখন আমরা জাপানিজ ইয়েন কিনি (buy), আমরা মুলত জাপানি দেশের অর্থনীতিতে একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতির অনেক উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে বলে আসা করা যায়। যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি (sell) করে দেব, আশা করি আমরা লাভ করব।

সুতুরাং, একটি কারেন্সির সাথে অন্য কারেন্সির আদান প্রদান হার সেই দেশটির অর্থব্যবস্থার তুলনায় অন্য দেশের অর্থব্যবস্থার প্রতিফলন।

EmonFX
2020-08-28, 05:20 PM
ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ- যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয-বিক্রয় করা হয়। এক কথায় বলা যায় ফরেক্সে কারেন্সি ট্রেড করা হয়। একই সাথে দুটো কাজ ঘটে, এক দেশের কারেন্সি ক্রয় এবং একটি দেশের কারেন্সি বিক্রয়।

এটা অনেকটা শেয়ার বিজনেসের মতো। ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে কোন একটি দেশের শেয়ার কিনছি। একটি দেশের কারেন্সির দাম ওই দেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে থাকে। আমরা যখন ইউএস ডলার ক্রয় করি তখন মুলত আমেরিকার অর্থনৈতিক অবস্থার একটা শেয়ার ক্রয় করি।

তাই সে দেশের অর্থনীতির উত্থান পতনের উপর আমাদের লভ লস নির্ভর করে। সে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে লাভ হবে এবং অবস্থা খারাপ হলে লস হবে।

gpsohag
2020-08-28, 05:36 PM
আমরা সাধারনত জানি যে, কোন জায়গা কোন কিছু বেচা বিক্রি করতে গেলে তার সাবধানতার শেষ নাই। তাই যেহেতু আমরা ভার্চুয়াল মার্কেট এ কাজ করি তাই যেমন আমরা দাম যাচাই বাছাই করে ভাল দাম খুজি। কিনতুু এখানে ভাল দাম কিভাবে পাবো ক্যারেন্সির কেউ বলবেন।

Akib
2020-08-28, 06:39 PM
আমরা সাধারনত জানি যে, কোন জায়গা কোন কিছু বেচা বিক্রি করতে গেলে তার সাবধানতার শেষ নাই। তাই যেহেতু আমরা ভার্চুয়াল মার্কেট এ কাজ করি তাই যেমন আমরা দাম যাচাই বাছাই করে ভাল দাম খুজি। কিনতুু এখানে ভাল দাম কিভাবে পাবো ক্যারেন্সির কেউ বলবেন।

ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ- যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয-বিক্রয় করা হয়। এক কথায় বলা যায় ফরেক্সে কারেন্সি ট্রেড করা হয়। একই সাথে দুটো কাজ ঘটে, এক দেশের কারেন্সি ক্রয় এবং একটি দেশের কারেন্সি বিক্রয়। এটা অনেকটা শেয়ার বিজনেসের মতো। ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে কোন একটি দেশের শেয়ার কিনছি। একটি দেশের কারেন্সির দাম ওই দেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে থাকে। আমরা যখন ইউএস ডলার ক্রয় করি তখন মুলত আমেরিকার অর্থনৈতিক অবস্থার একটা শেয়ার ক্রয় করি।তাই সে দেশের অর্থনীতির উত্থান পতনের উপর আমাদের লভ লস নির্ভর করে। সে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে লাভ হবে এবং অবস্থা খারাপ হলে লস হবে

MISNIVA777
2020-08-29, 01:22 AM
সহজ উত্তর কারেন্সি।কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না।তাই এইধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে। আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি, একটি প্রিতিস্থানের শেয়ার কেনার মত।কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। যখন আমরা জাপানিজ ইয়েন কিনি(buy), আমরা মূলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। যখন আমরা ওই শেয়ার গুলো বিক্রি(sell)করে দেব, আশা করি আমরা লাভ করব।

FREEDOM
2020-08-29, 11:59 PM
ফরেক্স মার্কেটে আমরা একটি মুদ্রার বিপরীতে আর একটি মুদ্রা বাই সেল করে থাকে। মু্দ্রা নিয়ন্ত্রণ মুলত ফরেক্স মার্কেটর দ্বারাই বুঝতে পারও আমরা এছারা আরো অনেক কিছু যেমন গোল্ড, মেটালস, ক্রুড ওয়েল এগুলোও বাই সেল হয়ে থাকে এখানে।

MISNIVA777
2020-08-30, 01:05 AM
সহজ উত্তর কারেন্সি। কারন আমরা বাস্তবে কিছু কিনছি না।তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে। আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি, একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত।কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। যখন আমরা জাপানিজ ইউয়েন কিনি(buy), আমরা মূলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ার কিনি।আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে।যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি (sell)করে দেব, আশা করি আমরা লাভ করব।

Md.shohag
2020-09-12, 07:59 AM
ফরেক্স মার্কেটে আমরা একটি মুদ্রার বিপরীতে আর একটি মুদ্রা বাই সেল করে থাকে। মু্দ্রা নিয়ন্ত্রণ মুলত ফরেক্স মার্কেটর দ্বারাই বুঝতে পারও আমরা এছারা আরো অনেক কিছু যেমন গোল্ড, মেটালস, ক্রুড ওয়েল এগুলোও বাই সেল হয়ে থাকে এখানে।