PDA

View Full Version : বৃষ্টির দিনে বাইক চালাতে সতর্কতা



bokkar00
2020-08-28, 07:21 PM
ষড়ঋতুর দেশ বাংলাদেশ।বছরের যে কোন সময়ের চাইতে বর্ষাকালে মোটরসাইকেল চালাতে কিছু বাড়তি সাবধানতা যেমন নিতে হয় তেমনি আপনার বাইকটিকেও বর্ষার উপযোগী করে নিতে হয়। বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু এ জন্য ব্যস্ত জীবনের দৈনন্দিন কাজ তো আর থেমে থাকবে না। বাড়তি কিছু সতর্কতা আর গুটিকয়েক বাড়তি জিনিষ সাথে নিলেই উপভোগ না করলেও বিড়ম্বনার সম্মুখীন হবেন না। চলুন কি কি বাড়তি সতর্কতা এবং বাড়তি জিনিষপত্র সাথে নিতে হবে তা নিয়ে আলোচনা করি।

মোটরসাইকেল চালাতে হেলমেটঃ
যেকোনো দুর্ঘটনা থেকে মাথাকে সুরক্ষা দিতে হেলমেট খুবই জরুরি। মোটর সাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়ের মাথায় হেলমেট থাকা আইনত বাধ্যতামূলক।