PDA

View Full Version : নিজের গাড়ির যত্ন নিজে করি



bokkar00
2020-08-28, 07:27 PM
নিয়মিত নিজের গাড়ির যত্ন নেন বেসরকারি একটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা রুবিনা খান। তিনি বলেন, ‘মাসে একবার নিয়মিত গাড়ির যত্ন নিই। গাড়ির ভেতরে নানা কারণে ময়লা বা আবর্জনা জমতে পারে, যা কিনা গাড়ির জন্য ক্ষতিকর। তাই নিজের গাড়ি নিজেই পরিষ্কার করি।’ যাঁদের ব্যক্তিগত গাড়ি আছে, তাঁরা জানেন গাড়ির মধ্যে কেমন ময়লা জমতে পারে। বাচ্চাদের চিপসের প্যাকেট, সিটের কোনায় বাচ্চার খেলনা, চকলেট, মাঝেমধ্যে চুইংগামও পেতে পারেন। আপনি হয়তো আপনার গাড়ির যত্ন নেন, কিন্তু আপনার পরিবার বা বন্ধুদের বেখেয়ালি আচরণে গাড়ির পরিচ্ছন্নতা নষ্ট হতেই পারে। তাই নিজের গাড়ি প্রতি মাসে অন্তত একবার সময় নিয়ে পরিষ্কার করুন।