View Full Version : ফরেক্স মার্কেটে এনালাইস না ধৈর্য কোন টি বেশি প্রয়োজন।।
anikhasan
2020-08-29, 07:50 AM
ফরেক্স মার্কেট সম্পর্কে আমি তেমন কিছু জানিনা। আমি জানার জন্য চর্চা করতেছি। যানার কোন শেষ নাই আমি আরও বেশি বেশি জানতে চাই। আশা করি এনালাইস ও ধৈর্য সম্পর্কে জানতে পারবো।
zubair
2020-08-29, 07:54 AM
ফরেক্সে সফল হওয়ার জন্য সর্বপ্রথম ফরেক্স মার্কেট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। এর জন্য বিভিন্ন ধরনের ট্রেড সম্পর্কিত বই পড়তে হবে তাছাড়া ও অনলাইন ভিত্তিক মাধ্যম আছে। ফরেক্স এ সফলতা পাওয়ার জন্য নিয়মিত অনুশীলনের কোন বিকল্প নেই। এর জন্য আমাদের নিয়মিত ডেমো তে অনুশীলন চালিয়ে যেতে হবে।
FREEDOM
2020-08-29, 11:57 PM
ধৈর্য ও এনালাইসিস দুটোরই খুব প্রয়োজন কারন মার্কেট এনালাইসিস করলেন আর সঠিক পজিশন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারলেন না তাতে করে কি ভালো করা সম্ভব। আমার মতে যার দুটোই রয়েছে তাতে করে ভালো লাব করা সম্ভব হতে পারে।
EmonFX
2021-08-04, 09:27 AM
ফরেক্স ট্রেডিং করার জন্য এনালাইসিস এবং ধৈর্য দুটোরই প্রয়োজন রয়েছে। প্রোপার এনালাইসিস ছাড়া আপনি যেমন সঠিক এন্ট্রি নিতে পারবেন না তেমনি ধৈর্য ছাড়া এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে প্রপার এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করতে হবে। আমাদের ফরেক্সে বারবার লস করার মূল কারণ হলো প্রপার এনালাইসিস না করতে পারা। এনালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি এনালাইসিসকে সমান গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল সব ধরনের অ্যানালাইসিসের কম্বিনেশনে ট্রেড করতে হবে। কোন একটি এনালাইসিস এর উপর শতভাগ নির্ভর হয়ে ট্রেডিং করা যাবে না। আপনি যতই টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন একটা ফান্ডামেন্টাল নিউজ আপনার যেকোন এনালাইসিসকে ভেঙে দিয়ে মার্কেট বিপরীত দিকে মুভ করাতে পারে। আবার আপনি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করলেও সেন্টিমেন্টাল এনালাইসিসকে গুরুত্ব না দিলে যেকোনো সময় বড় ধরনের লসের মুখোমুখি হতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট এনালাইসিস হলো প্রাইস একশন ট্রেডিং। এটি মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কোন এন্ট্রি নেয়ার আগে অবশ্যই ভালোভাবে প্রাইজ একশন ট্রেডিং আয়ত্ত করতে হবে। আমি মনে করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস এর পাশাপাশি প্রাইজ একশন ট্রেডিংকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেডিং করতে পারলে আপনি বেশিরভাগ ট্রেডেই প্রফিট করতে পারবেন। আর এনালাইসিস এর সঠিক ফল পেতে হলে অবশ্যই প্রচুর পরিমাণে ধৈর্যের সাথে এই মার্কেটে টিকে থাকতে হবে।
Starship
2021-08-04, 12:52 PM
ফরেক্সে সফল ট্রেডার হওয়ার অন্যতম গুণাবলি হলো ধৈর্য্য ও নিখুঁত এনালাইসিস করার সক্ষমতা। ধৈর্য্য ব্যতিত যেমন আদর্শ এনালাইসিস করা সম্ভব নয় তেমনি এনালাইসিস করার যোগ্যতা ধৈর্য্য ছাড়া সম্ভব নয়। ফরেক্সে সফলতা পাওয়ার জন্যে দুটি গুণ থাকা আবশ্যক। ট্রেড করার ক্ষেত্রে এনালাইসিস করার উপর ভিত্তি করে আপনার ট্রেড এর ফলাফল নির্ভর করে। তাই ট্রেড করে প্রফিট করার জন্য ধৈর্যের সাথে এনালাইসিস করা বাধ্যতামূলক।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.