Log in

View Full Version : আসুন ফরেক্স এর সত্য ইতিহাস জানি। এক্সক্লুসিভ লট ভার্সন।



bokkar00
2020-08-29, 09:26 AM
মামা লিভারেজ সম্পর্কে জানার পর এখোন লট সম্পর্কে প্রশ্ন জেগেছে তার মনে। মামাকে জানানোর মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম লট এর গোপন রহস্য। (মেধাবিদের জন্য।)

আমরা যারা ফরেক্স ট্রেড করি তাদের সবাই হয়তো লট শব্দটির সাথে পরিচিত। কিন্তু কি কখনও ভেবে দেখেছেন এই লট আসলে কি? এর সাথে কি জটিল হিসাব জড়িত? কত সুক্ষ হিসাবের মাধ্যমে ফরেক্স এ লট এর ব্যবহার হয়ে থাকে? লট এবং লিভারেজের সাথে কিই বা সম্পর্ক? লট এবং লিভারেজ কন্ট্রোল করে কিভাবে একটি সফল ট্রেড করা যায়?