View Full Version : ইনভেস্ট ছাড়া কি ট্রেড করা সম্ভব?
bokkar00
2020-08-29, 09:33 AM
উত্তরটা আমি খুব সিমপ্লি দিতে চাই, ইনভেস্ট ছাড়া ট্রেড করা সম্ভব নয় বস ! যখন এই মার্কেটে আছেন তখন শুনে থাকতে পারেন যে ফরেক্সের বিভিন্ন সাইট আছে যেখানে পোস্ট করলে বোনাস ডলার দেয় যা দিয়ে ট্রেড করতে পারা যায় কিংবা কোন কোন ব্রোকার তাদের ব্র্যান্ড প্রোমোশনের জন্য ৫-১০ ডলার বোনাস দিয়ে থাকে। বিষয়টা সত্যি, এই সুযোগটা অনেকেই নিয়ে থাকে কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার কিংবা ভালো ডিসিপ্লিন এবং আনকন্ডিশনাল ট্রেডিং এর জন্য এমন চিন্তা করার দরকার নেই। বিষয়গুলো অনেকের কাছে অনেক পছন্দের হলে ও প্রকৃতপক্ষে এই উপায়ে ট্রেডিং মানি কালেকশন করতে গেলে মুল ট্রেডিং এর প্রতি আপনার ভালো লাগাটা হারিয়ে ফেলতে পারেন
EmonFX
2020-08-29, 10:35 AM
ইনভেস্ট ছাড়া কি ট্রেড করা সম্ভব?
ইনভেস্ট ছাড়া ট্রেড আসলেই সম্ভন না। ইনভেস্ট ছাড়া ট্রেড করে হয়তো আপনি কিছু উপার্জন সম্ভব, তবে ভালো কিছৃ করতে হলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। ফরেক্স মার্কেটে কিছু কিছু সাইট আছে যারা খুব অম্প পরিমানে বোনাস দিয়ে থাকে, যা দ্বার ট্রেড করা সম্ভব নয়। ট্রেড করতে হলে কিছুনা কিছু ক্যাপিটাল অবশ্যই দরকার আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনভেস্টে এর দারস্থ হতে হবে। অন্যথা্য়, দেখা যাবে আপনি সারাদিন ফরেকে্স সময় দিয়েও আপনার কাঙ্খিত পরিমান উপার্জন করতে পারছেন না। আপনি অনেক মেধা, সময় ও শ্রম ইনভেস্ট করছেন বাট ক্যাপিটাল ইনভেস্ট করতে না পারার কারনে আপনার সরকিছুই অর্থহীন হয়ে পড়ছে। তাই বলছি আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে, তবে সেটা বুঝে শুনে করতে হবে।
samun
2020-08-29, 10:56 AM
ইনভেস্ট ছাড়া কীভাবে কোন ব্যবসায় করা যায় বলেনতো?
ব্যবসায় করতে ইনভেস্ট করতে হবেই, তবে ফরেক্সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ফরেক্স অনেক দরিদ্র ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জন্য তারা ব্রোকার কর্তৃক বোনাস প্রদান করে থাকে। ফোরামের মানসম্মত পোষ্ট করে বোনাস নিতে হয়। এই বোনাস দ্বারা ট্রেড করে অতিরিক্ত অর্থটাই হলো মুনাফা। পার্থক্য হলো নিজের গাঠির থেকে ইনভেস্ট করতে হয় না। এই কারনে ফরেক্স বিশ্বে অধিক জনপ্রিয়।
zubair
2020-08-29, 11:03 AM
ফরেক্স এ সফল হওয়া অনেক কঠিন সবারই ফরেক্স এ সফল হতে পারে না , ফরেক্স এ সফল হওয়ার জন্য আমাদের আগে ফরেক্স সম্পর্কে ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর ফরেক্স এ ডেমো ট্রেড করতে হবে , ডেমো ট্রেড করে ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।তিন প্রকার এর এনালাইসিস এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।বেসি বেসি ট্রেড করা যাবে না।ভলিউম কমিয়ে ট্রেড করতে হবে।আর এই বিষয় এর প্রতি খেয়াল রেখে যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমরা সফল হতে পারবো।
gpsohag
2020-08-29, 11:20 AM
আমার জানা মতে প্রত্যেকটা ব্যাবসায়ই ইনভেস্ট জরুরি, অন্যথায় কি ভাবে মানুষ ব্যাবসা করবে। কিন্তুু আমি চাই আমার ফরেক্স ফোরামের অর্জিত আয় থেকে ট্রেড করবো।
forexmastersharif
2020-08-29, 11:31 AM
ইনভেস্ট ছাড়া ব্যবসায় করা যায়। যেমন ফরেক্স ফোরামে পেস্ট করে আমরা যে বোনাস পাই সেই বোনাস দিয়ে ইনকাম করতে পারি। তবে ডলার ইনভেস্ট করে ব্যবসায় করলে বেশি ইনকাম করা যায়।
FREEDOM
2020-10-30, 03:41 PM
ইনভেস্ট ছারা ট্রেড করা সম্ভব সেটা একমাত্র এই ফোরামের দ্বারাই যেটা মুলত ইনস্টফরেক্স কর্তৃপক্ষ এর একটি বোনাস প্রোগ্রামের অংশ। আর এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক বলেই আমি মনে করি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.