PDA

View Full Version : ফরেক্স সম্পর্কে যতটুকু জানি - নিজেরা তা মেনে ট্রেড করি কিনা ? তাহলে লস হয় কেন ?



mahmudfx84
2020-08-31, 12:09 PM
ফরেক্স এমন এক বিজনেস যা সঠিকভাবে জেনে, বুঝে, শিখে, অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞতা-দক্ষতা অর্জন করে এবং নিয়ম মেনে ট্রেড করতে পারলে লাভ করা সম্ভব। কিন্তু আমরা যতটুকু জানি তা যথাযথ ভাবে মেনে ট্রেড করি কিনা ? যদি তা বাস্তবে করে থাকি এবং নিয়ম মেনে যথাযথভাবে ট্রেড করি তবে অবশ্যই প্রফিট হওয়ার কথা। আর যদি আমরা যা জানি বা পোস্ট লিখি কিন্তু বাস্তব ট্রেডে মেনে চলি না তাহলে কোন ভাবেই ফরেক্স থেকে প্রফিট করা সম্ভব নয় বা টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে যাবে। লস করার পরে মনে হয় এবার সব নিয়ম মেনে ট্রেড করব , কিন্তু ট্রেড করার সময় কিছুটা লোভ অথবা হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করার আবেগটা জেগে ওঠে তখনই আমরা লট বাড়িয়ে বেশী এ্যান্ট্রি দিয়ে অনেক বেশী লাভ করার চেষ্টা করি , কিন্তু ফলাফল হিতে বিপরীত হয় । আপনাদের কী মনে হয় ? ধন্যবাদ।