PDA

View Full Version : কোনটি ভালো ব্রোকার ?



bokkar00
2020-08-31, 07:15 PM
ফরেক্স মার্কেটের অসংখ্য ব্রোকাররের মধ্য থেকে কোন ব্রোকারটি কেমন, কার সুবিধা কেমন, কিংবা কার কি অসুবিধা, কোন ব্রোকার লেনদেন এর দিক দিয়ে কতটা স্বচ্ছ বা কোন ব্রোকারটি রেগুলেটেড ইত্যাদি নানা বিষয় জেনে শুনে ব্রোকার সিলেক্ট করতে হয় । আপনি নতুন কিংবা পুরাতন যেমন ট্রেডার হোন না কেন, বিষয়টির উপর নির্ভর করছে আপনার ট্রেডিং স্বচ্ছতা । এ পর্যায়ে আলোচনার সুবিধার্থে ভালো ব্রোকার চেনার বৈশিষ্ট্যগুলোকে ৪টি পর্যায়ে বিভক্ত করে আলোচনা করা হলো । এ পর্যায় ৪ টি হচ্ছে –

১. ব্রোকারটি রেগুলেটেড কি না ?

২. ট্রেডিং কন্ডিশন ।

৩. অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ।

৪. কনফার্মেশন ।

arifmunshi
2020-09-05, 10:00 PM
ভালো ব্রোকার বলতে বুঝি যে ব্রোকারের নিশ্চয়তা আছে ও যে ব্রোকার আপনাকে সার্বিকভাবে সুযোগ সুবিধা দেবে। কিছু ব্রোকার আছে যেগুলো আপনার ট্রেড অপেন করলে বেশি পিপস কেটে নিবে আবার কিছু ব্রোকার কম পিপস কেটে নিবে। আমার জানা মতে ইনস্টাফরেক্স সবচেয়ে ভাল ব্রোকার যা আপনাকে সার্বিক দিক থেকে বিভিন্ন সুবিধা দেবে।