Log in

View Full Version : Usd তার হারানো ফর্মে ফিরে যেতে সময় লাগবে



786.ariful.islam.bd
2020-08-31, 09:28 PM
আপাতত আগামী তেসরা নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত। কেননা আমেরিকার নির্বাচন শুধু তাদের অর্থনীতি নয় বরং পুরো বিশ্বের অর্থনীতেই প্রভাব বিস্তার করে থাকে। অনেকে মনে করে টেকনিক্যাল সব কিছু ভালো করে দেখে এন্ট্রি নেওয়া যায় অন্য কিছুর দরকার কি, আসলে টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টাল রাখতেই হবে।আবার ভুলে গেলে চলবেনা সাইকোলজি হলো মোস্ট পাওয়ার ফুল গুরুত্বপূর্ণ জিনিস সেটাও নিয়ন্ত্রণে রাখতেই হবে। তাছাড়া উল্লেখিত টপিক টা এড়িয়ে যাওয়ার ও সুযোগ নাই। এবং মার্কেট লক্ষ্য করলেও তার প্রমান পাওয়া যায়। সাধারণভাবেই বুঝা যায়, কেনো দেশের নির্বাচনের আগে সে দেশের অর্থনীতির গতি দূর্বল হয়। তাই যে সকল ভাইয়েরা মনে করে থাকেন, usd এর বিপরীতে মার্কেট ২০০/৩০০ পিপস মুভ করেছে এখন দারুন সেল আসবে এই সব চিন্তা থেকে বেরিয়ে আসুন।সেলে আসলেও তা হয়তো স্বল্প পরিসরে যেটাকে আমরা কারেক্শন বা রিট্রেস বলি।তাই আমাদের উচিৎ নিজের এনালাইসিস , নিজের স্ট্রাটেজি ,নিজের ট্রেডিং সিস্টেম, নিজের ট্রেডিং পরিকল্পনায় অটুট থাকা। আর বিষেশ করে সব সময়ই বিভিন্ন উন্নত দেশের, নির্বাচন, দূর্যোগ, বেকারত্ব, মহামারী, এই সব বিষয়ের উপর আমাদের চোখ রাখা জরুরী। আমরা আন্তর্জাতিক মানের বিজনেস করি, সুতারং আন্তর্জাতিক কিছু নলেজ আমাদের অর্জনে থাকা চাই।