Log in

View Full Version : স্টপলস হিট মানে আরেকটা ট্রেড নেবার নতুন সুযোগ সৃষ্টি



786.ariful.islam.bd
2020-08-31, 10:58 PM
যত বেশি স্টপলস খাবেন তত বেশি আপনার ট্রেডিং শানিত হবে। স্টপলস হিট মানে আরেকটা ট্রেড নেবার নতুন সুযোগ সৃষ্টি। আর স্টপলস ছাড়া ট্রেড মানে দড়ি ছেড়া গরুর মতো, কখন কোথায় গিয়ে ঠেকবে কিছুই ঠাহর করিতে পারিবেন না। তাই প্রতিটি ট্রেডেই অবশ্যই স্টপলস সেট করে রাখবেন, এতে করে মূল ব্যালেন্স অক্ষত থাকবে।