786.ariful.islam.bd
2020-09-01, 06:22 AM
এমনো করতে পারেন ১% রিস্ক নিলেন ০.০১ লটে একটা পেয়ারে স্টপ লস থাকলো ১০০ পিপস। আর অন্য কোন পেয়ারের জন্য ১% বরাদ্দ রাখলেন। ভালো কোন এন্ট্রি পেলে সেই এন্ট্রিতেও ০.০১ লট নিয়ে ১% রিস্ক নিলেন। তাহলে দেখবেন আপনার সাইকোলজিতে এর কোন প্রভাব পড়বে না। কিন্তু যখনি আপনি ০.১০ লট নিয়ে কোন ট্রেডে ৫০ পিপস লস করবেন মানে ৫০ ডলার লস করবেন তখন আপনার অজান্তেই আপনি হয়ে উঠবেন এগ্রেসিভ। অনেকে হয়তো ভাবছেন ১০০০ ডলারের একাউন্টে ০.০১ লট তো অনেক কম। এটাই হলো মানি ম্যানেজমেন্টের খেলা। দেখা গেলো কোন ট্রেড প্রফিটে যাবার পর ব্রেক ইভেনে রেখে আবার ১% রিস্ক নিয়ে অন্য কোন পেয়ারে এন্ট্রি নিতে পারেন।