PDA

View Full Version : স্কীল ডেভেলপমেন্টে মন দিন



786.ariful.islam.bd
2020-09-01, 06:42 AM
ফরেক্স ট্রেডিংয়ে যদি কোন ট্রেডারকে আপনি বলেন অনেক লস হচ্ছে এটা হয়তো আপনার সাথে যাচ্ছে না, অন্য কোন কিছু ভাবুন, তখন দেখবেন সে কোনদিনই শুনবেনা। হয় সে জানপ্রান দিয়ে নতুনভাবে শুরু করে কামবেক করবে (খুব অল্প % লোক এটা পারে) আর হয়তবা সব হারিয়ে নি:স্ব হবার পরেও বুঝতে পারবে না। একটা বিষয় মনে রাখা উচিত আমাদের সব ব্যবসা বা সব ধরনের চাকরি আমরা সবাই করতে পারি না। তাই কে কি করছে সেদিকে কান না দিয়ে যে কাজগুলো করতে আপনার ভালো লাগে সেদিকে আপনার স্কীল ডেভেলপমেন্টে মন দিন। অবশ্যই আপনি এই ফোরাম থেকে প্রচুর পরিমানে শিখে স্কিল বাড়াতে পারেন।

mahmudfx84
2020-09-07, 10:52 AM
এটা বাস্তব সত্য কথা যে, ফরেক্সে নিজেকে একজন ভাল দক্ষ করে গড়ে তুলতে না পারলে , শুধুমাত্র একটি খেলার মত লাভের পিছনে ছুটতে ছুটতে কখন যে নিজের অনেক অর্থ হারিয়ে গেছে তা নেশার ঘোরে বুঝতেই পারে না অনেকে। তার পরে ও হারানো ক্যাপিটাল পুনরুদ্ধারের জন্য বার বার চেষ্টা করতেই থাকে এবং ব্যর্থ হতে থাকে- এভাবে লস করতেই থাকে। এজন্য আমার মনে হয়, আগে নিজের স্কিল ডেভেলপ করা জরুরী । ডেমোতে দীর্ঘ্য সময় অনুশীলন চালিয়ে , ছোট ছোট করে রিয়াল ট্রেডিং করে দক্ষতা বাড়াতে হবে। ধন্যবাদ।

md mehedi hasan
2020-10-27, 03:00 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে নিজের ট্রেডিং স্কীল বাড়াতে হবে।ফরেক্স মার্কেটে স্কীল ডিভলপের সবচাইতে বড় দিক হচ্ছে ডেমো ট্রেডে নিজের দক্ষতার বাড়িয়ে নেওয়া।কিন্তু আমরা প্রথমেই ভুল করি।নিজের দক্ষতার অভিজ্ঞতা না বাড়িয়ে কয়েক দিন ডেমো প্রাক্টিস করে লোভে পড়ে রিয়েল একাউন্ট খুলে ট্রেড করে একাউন্ট শূন্য করে ফেলে।আর এই ভুল বারবার করতে থাকে।

EmonFX
2021-01-07, 08:02 PM
স্কিল বা দক্ষতা হল ফরেক্স সফলতার জন্য সবচেয়ে বড় পুঁজি। একজন ট্রেডারের ফরেক্স ট্রেডিং সম্পর্কে স্ক্রিল না থাকলে কখনোই সফলতা পাওয়া সম্ভব নয়। ফরেক্স সফলতার জন্য মূলধনের থেকেও বেশি দরকারি হল একজন ট্রেডারের স্কিল বা দক্ষতা। বেশি বেশি মার্কেট সম্পর্কে এনালাইসিস এবং স্টাডি করার মাধ্যমে স্কিল ডেভলপমেন্ট করা যেতে পারে। ফরেক্স ট্রেডিং স্কিল ডেভেলপমেন্ট এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো ডেমো প্র্যাকটিস করা। এখান থেকে একজন ট্রেডার ফরেক্স ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে। ট্রেড করার সময় বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। ডেমো ট্রেডিং এর মাধ্যমে সেই ভুলগুলো আইডেন্টিফাই করে সংশোধন করা অধিকতর সহজ। ডেমো ট্রেডিং যথাসম্ভব কম ডিপোজিট নিয়ে সেটাকে টিকিয়ে রাখা এবং বাড়ানোর চেষ্টা করা উচিত। সে ক্ষেত্রে আমি মনে করি সর্বোচ্চ 100 ডলার নিয়ে প্রাক্টিস করাই ভালো। তাতে করে একজন ট্রেডারের স্বল্প ব্যালেন্স নিয়ে মার্কেটে টিকে থাকার লড়াইটা ভালোভাবেই আয়ত্ত্ব করতে পারবেন।