Log in

View Full Version : ইন্ডিকেটর নাকি প্রাইস মুভমেন্ট কে আপনি সাপোর্ট করবেন? কোনটি করলে আমাদের জন্য উত্তম হবে



Sumon15
2020-09-01, 07:02 PM
বন্ধুরা, আমরা অনেক সময় কয়েক হাজার রকম ইন্ডিকেটরে দিশেহারা হয়ে পড়ি। কোন ইন্ডিকেটর সবথেকে বেটার হবে, কখনো মুভিং এভারেজ, কখনো উইলিয়াম ইন্ডিকেটর ইত্যাদি নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে। সে কারণে, আপনি যদি প্রাইস মুভমেন্ট এর গতিবিধি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন তবে আমার মতে প্রাইস মুভমেন্ট বিচার বিবেচনা করে আপনার ট্রেডিং সিস্টেম সাজাতে পারেন। আমি বলবো না যে ইন্ডিকেটর খুব বেশি কাজে আসে না. তবে আমার কাছে প্রাইজ মুভমেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবথেকে উত্তম বলে মনে করি. আপনার মতামত জানাবেন অবশ্যই জানাবেন।