Log in

View Full Version : আপনি কোন পর্যায়ে আছেন?



786.ariful.islam.bd
2020-09-02, 01:07 AM
আমি বিভিন্ন সময় একটা কথা বলি, সব ব্যবসা বা সব কাজ সবার জন্য না। ফরেক্স সুপার রিস্কি একটা ব্যবসা। এখানে যদি আপনি আপনার মূলধনের প্রটেকশনের কথা না ভাবেন তাহলে পুরো মূলধন হারিয়ে সর্বশান্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র। তাই আসুন ৬ মাসে, ১বছরে একাউন্ট ডাবল ট্রিপল করার দিকে মন না দিয়ে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট মেনে ট্রেড করার চেষ্টা করি। গেইন যা আসে তাতেই খুশি থাকি। যদি গেইন বেশি লাগে তাহলে ডিপোজিট বাড়াই, রিস্ক না বাড়াই।