Log in

View Full Version : ফরেক্স পেশা এবং নেশা



786.ariful.islam.bd
2020-09-02, 06:20 AM
আলহামদুলিল্লাহ, পেশা হিসাবে ফরেক্স কে নিয়ে একটু ও ভুল করি নাই।এখন মনে হচ্ছে, বি সি এস ক্যাডার এ নিয়োগ না পেয়ে তেমন কোন ক্ষতি হয়নি।শুধু সময় নষ্ট করা ছাড়া। ব্যবসার মাধ্যমে যে আল্লাহ এতো নিয়ামত রেখেছে সেটা বুঝতাম ই না।আল্লাহর নিয়ামত অনেক অনেক যা আমরা কল্পনা করি তার থেকে ও অনেক অনেক বেশি।

rakib.r
2020-09-02, 01:25 PM
কোন কিছুই খারাপ না যদি করা যায়। আপনার কাছে মনে হচ্ছে ফরেক্সে এসে খুব ভালো করেছেন এটা ততক্ষন ই সঠিক থাকবে যতক্ষন আপনি কোন ভুল না করতেছেন। যদি একবার একটা ভুল ট্রেড নিয়ে ফেলেন তখন আপনার আফসোসের শেষ থাকবে না। তাই শুরু থেকেই উচিৎ সব কিছু সঠিক ভাবে শিখে নিয়ে তারপর ট্রেড শুরু করা। একটা ভুল ট্রেডে আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে । তাই সময় থাকতে সাবধান হয়ে যাওয়া ভালো আর সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ

Sun
2020-12-04, 02:51 PM
মনে হচ্ছে ফরেক্সে এসে খুব ভালো করেছেন এটা ততক্ষন ই সঠিক থাকবে যতক্ষন আপনি কোন ভুল না করতেছেন। যদি একবার একটা ভুল ট্রেড নিয়ে ফেলেন তখন আপনার আফসোসের শেষ থাকবে না। তাই শুরু থেকেই উচিৎ সব কিছু সঠিক ভাবে শিখে নিয়ে তারপর ট্রেড শুরু করা। একটা ভুল ট্রেডে আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে । তাই সময় থাকতে সাবধান হয়ে যাওয়া ভালো আর সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ

ForexStar
2020-12-04, 03:51 PM
আলহামদুলিল্লাহ, পেশা হিসাবে ফরেক্স কে নিয়ে একটু ও ভুল করি নাই।এখন মনে হচ্ছে, বি সি এস ক্যাডার এ নিয়োগ না পেয়ে তেমন কোন ক্ষতি হয়নি।শুধু সময় নষ্ট করা ছাড়া। ব্যবসার মাধ্যমে যে আল্লাহ এতো নিয়ামত রেখেছে সেটা বুঝতাম ই না।আল্লাহর নিয়ামত অনেক অনেক যা আমরা কল্পনা করি তার থেকে ও অনেক অনেক বেশি।

ফরেক্স নেশা নাকি পেশা বিষয়টি ব্যখ্যা করা কিছুট জটিল বটে। আমার কাছে ফরেক্স যেমান মনে হয় সেটা ব্যখ্যা করার চেস্টা করছি। আমার কাছে মনে হয় ফরেক্স একই সাথে নেশা এবং পেশা দুটোই। জীবিকা নির্বাহের জন্য মানুষ যা করে এবং অর্থ উপার্জনের জন্য মানুষ যা করে তাই পেশা। সুতরাং, ফরেক্ম নিঃশ্বন্দেহে একটি পেশা। আবার এটা নেশাও বটে। কেননা ফরেক্সে আজ যারা সফল তারা এর পিছনে অনেক কাটখট্টা পুড়িয়েছেন বিধায় আজ তারা সফল। কেউ এর পিছনে ৪/৫ বছর অনেক পরিশ্রম করেছেন, ছেড়ে দিছেন আবার শুরু করেছেন, অনেক রাত নির্ঘুম কাটিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, না খেয়ে কাজ করেছেন, মাথার চুলও অনেক খুইয়েছেন। কোন কিছুর প্রতি নেশা না থাকলে এমনটা করা সম্ভব না। এসবের যাই করেছেন শুধু নেশার টানে, সফলতা অর্জনের জন্য। যারা আজ ফরেক্সে সফল তাদের ধ্যানে ও জ্ঞানে ছিলো শুধুই ফরেক্স, তাছাড়া কেউ ফরেক্সে সফলতা অর্জন করতে পারেনি। সবশেষে বলবো ফরেক্স এক সাথে নেশা ও পেশা দুটোই।

Suruj
2020-12-04, 04:09 PM
ফরেক্স নেশা বা পেশা হিসেবে বেছে নেওয়া খারাপ না । কেউ যদি ভালো মার্কেট এ্যানালাইসিস করতে পারে ও ফরেক্স মার্কেট সমন্ধে অভিজ্ঞতা থাকে তাহলে সে ফরেক্স থেকে বিপুল পরিমান অর্থ আয় করতে সক্ষম হবে ।

FiruFx
2020-12-04, 04:15 PM
ফরেক্স সম্পর্কে আগে যদি শিখে ট্রেড করতে পারেন তবে ক্ষতির সম্মুখীন হতে হয় না । ফরেক্স থেকে অভিজ্ঞতা নিয়ে ট্রেড করতে পারলে ফরেক্স থেকে সফলতা কামনা করা সম্ভব । যদি কেউ ফরেক্স এ একবার লস করে থাকেন তাহলে তার কাছে ফরেক্স পেশা মনে হবে তেমন কোন পেশায় না ।

Fxguru
2020-12-04, 05:06 PM
আমার কাছে ফরেক্স হলো একটি ব্যবসা এবং যা আমি পেশা হিসেবে নিয়েছি।জীবন নির্বাহের জন্য আমাদের আয়ের প্রয়োজন। ফরেক্স ট্রেড এর মাধ্যমে আমি আয় করি। আমি চাই লাইফটাইম ফরেক্স ট্রেড করতে এবং আমার আয় অব্যাহত রাখতে। যারা ফরেক্স কি পেশা হিসেবে নিতে চায় তাদের সবাইকে বলব আগে ভালোভাবে শিখুন তারপর ফরেক্সে জয়েন করুন।

EmonFX
2020-12-05, 06:38 PM
আমার কাছে মনে হয় ফরেক্স একই সাথে পেশা এবং নেশা। মানুষ বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহের জন্য যা করে সেটাই পেশা। হোক সেটা চাকরি কিংবা ব্যবসা অথবা অন্য কিছু। সৎ পথে উপার্জনের সকল ক্ষেত্রেই পেশা। সেই হিসেবে ফরেক্স ট্রেডিং নিঃসন্দেহে একটি পেশা।

এবার আসি অন্য কথায়। ফরেক্স কেনো নেশা? কেউ কোনো কিছু মনে প্রানে অর্জন করতে চাইলে সেটার প্রতি অনেকটা অ্যাডিক্টেড হতে হয়। ফরেক্স এমন একটি উপার্জন ক্ষেত্র যেখানে আপনি যদি অফিস করার মতো মনে করেন যে নয়টা টু পাঁচটা অফিসে যাব আর আসব আর মাস শেষে স্বাভাবিকভাবেই স্যালারি একাউন্টে চলে আসবে তাহলে ভুল করবেন। ফরেক্স এমন একটি পেশা যেখানে পূর্ণ কনসেন্ট্রেশন এবং ডেডিকেশন দিয়ে ভালো কিছু অর্জন করার নেশায় আসক্ত হয় কাজ করতে হয়। আপনি চাইলেন বাই এন্ড সেল নিলেন আর প্রফিট চলে আসলো বিষয়টা এমন নয়। এখানে সফল হতে হলে গভীর মনোযোগের সাথে ট্রেডিং কার্য পরিচালনা করতে হয়। এসব বিষয়ে পর্যালোচনার প্রেক্ষিতে বলা যায় ফরেক্স একই সাথে নেশা এবং পেশার সকল বৈশিষ্ট্যই বহন করে।

ABDUSSALAM2020
2020-12-05, 10:47 PM
ফরেক্স পেশা এবং নেশা
আলহামদুলিল্লাহ, পেশা হিসাবে ফরেক্স কে নিয়ে একটু ও ভুল করি নাই।এখন মনে হচ্ছে, বি সি এস ক্যাডার এ নিয়োগ না পেয়ে তেমন কোন ক্ষতি হয়নি।শুধু সময় নষ্ট করা ছাড়া। ব্যবসার মাধ্যমে যে আল্লাহ এতো নিয়ামত রেখেছে সেটা বুঝতাম ই না।আল্লাহর নিয়ামত অনেক অনেক যা আমরা কল্পনা করি তার থেকে ও অনেক অনেক বেশি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Starship
2021-03-04, 11:33 PM
ফরেক্স আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে আমি ফরেক্স এ পার্ট টাইম হিসেবে কাজ করি অদূর ভবিষ্যতে দক্ষতা অর্জনের মাধ্যমে খুব শীঘ্রই ফরেক্স ফুলটাইম পেশা হিসেবে বেছে নিব। ফরেক্সে যদি আমি দৈনিক না সময় দেই তাহলে আমার দিনটি অসম্পূর্ণ থেকে যায়। আর ফরেক্স এর মাধ্যমে আমার সময়গুলোকে পর্যাপ্ত সদ্ব্যবহার করার মাধ্যমে প্রতিহত করতে পারি। ফরেক্সকে পেশা হিসেবে বেছে নিতে হবে নেতা হিসেবে বেছে নিলে অদূর ভবিষ্যতে খুব সহজেই আপনি ছিটকে পড়ে যাবেন। তাই ফরেক্স নেশা নয় পেশা হিসেবে বেছে নিন।

KAZIMAJHARULISLAM
2021-03-05, 08:30 AM
মন থেকে ভালোবাসলে কোন কাজই খারাপ নয়। সেই সাথে ভিতরের শক্তি দিয়ে কাজ করলে, সমস্ত ভালো কাজেই আল্লাহ রহমত দিয়ে দিবেন। কেননা আল্লাহ আপনার জন্য উপযুক্তটাই বেছে রেখেছেন। ফরেক্স আমার কাছে নেশা এবং পেশা দুটোই। কেননা আমি ফরেক্সের মজা পেয়েছি।তাইতো ফরেক্স ট্রেডিংকে পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছে।এখন একটা দিনও ফোরামে লেখালেখি না করে, ফোরাম ফলো না করে থাকতে পারি না। কিন্তু ফরেক্স এর মজা পেতে,বাজে অভিজ্ঞতা ও কম নয়। একবার একাউন্ট জিরো করার অভিজ্ঞতা সহ, বেশ কয়েকবার লসের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তারপরও ধৈর্য ধারণ করে লেগে রয়েছি। তাইতো এখন ফরেক্স এর মজা পাচ্ছি। এজন্যই হয়তো বলা হয় যে, ধৈর্য ধারণ করো। কেননা অপেক্ষার ফল অধিক মিষ্ট হয়।

Devdas
2021-03-05, 07:49 PM
আসলে ফরেক্স এ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন ভাবে ফরেক্স কে নিয়ে নিয়েছে। ফরেক্সকে কেউ নিজের ক্যারিয়ার, চাকুরি, ব্যবসা ইত্যাদি পেশা হিসেবে নিয়ে নেয়। আবার কেউবা ফরেক্স এ টাকার জন্য নেশায় পরে ফরেক্স এ নেশার মত ফরেক্স এ কাজ করে থাকে। আমি ফরেক্সকে আমার নিজের ক্যারিয়্যার ও নিজের একটি পার্টটাইম একটি জব এর মত নিয়ে নিয়েছি। যাতে ফরেক্স করব অন্যান্য কাজ করার পাশাপাশি।