Log in

View Full Version : সময়ের সাথে ফরেক্স ট্রেডিং



786.ariful.islam.bd
2020-09-02, 06:50 AM
এখন যদি আপনার ডিপোজিট থাকে ১০ হাজার তাহলে সেটার ১০% হয়ে যায় ১০০০ ডলার। এখন হয়তো একটু কঠিনই মনে হচ্ছে। কারন ১০০০ ডলার গেইনের টার্গেট নিয়ে যখন ট্রেড করতে যাবেন তখন ইমোশন ভর করে বসবে। টার্গেট অরিয়েন্ট ট্রেডিং খুব কঠিন। কারন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমানে প্রফিট করা আসলে সব মাসে সম্ভব হয় না। তবে যদি আপনার প্রপার স্কিল থাকে তাহলে মাসে অন্তত ৪%-৫% এভারেজ গেইন করে বার্ষিক একটা এমাউন্ট গেইন করতে পারবেন।

ma2021
2021-07-06, 07:41 AM
লকডাউনে যারা ঘরে আটকে গেছেন তারা সেন্ট একাউন্টে ট্রেড করুন। স্টান্ডার্ড একাউন্ট ইউজ করলে লসের সম্ভবনা অনেক বেশি। ঝুকিমুক্ত থাকুন। লাভ না হোক, এই ক্রান্তিকালীন সময়ে লস না হোক সেটাই কামনা করি।

md mehedi hasan
2021-07-13, 08:19 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সময় ব্যয় করে ফরেক্স শিখতে হবে।আপনি যত সময় ব্যয় করে ফরেক্স শিখবেন ও প্রক্টিস করবেন অপনার অগ্রগতি ততো বেশি হবে।ফরেক্স মার্কেটে আবার অনেক ট্রেডার আছে যারা দিনের পর দিন বছরের পর বছর ফরেক্স করছে কিন্তু লসের খাতা থেকে বের হতে পারিনি।এর কারন হলো নিয়ম মেনে ট্রেড না করা।

EmonFX
2021-09-10, 06:00 PM
বিশ্বের সর্বাধুনিক অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক স্মার্ট বিজনেস হল ফরেক্স ট্রেডিং। তাতে কোন সন্দেহ নেই যে অন্যান্য যেকোন বিজনেসের থেকে ফরেক্স বিজনেসের মর্যাদা উঁচুতে। যদিও কয়েক বছর আগেও বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স বিজনেসের তেমন কোনো গ্রহণযোগ্যতা ছিলনা। তবে সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সংযোগসহ মোবাইল ফোন এর সহজলভ্যতা মানুষকে এ পেশায় ব্যাপক হারে সম্পৃক্ত হতে সক্ষম হয়েছে। যদিও বাংলাদেশের আইনগত বাধা এবং মানুষের অজ্ঞতার কারণে বাংলাদেশ অন্যান্য দেশের থেকে কিছুটা পিছিয়ে আছে। আশা করছি অদূর ভবিষ্যতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফরেক্স বিজনেসের গ্রহণযোগ্যতা এবং মানুষের সম্পৃক্ততা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
এই মার্কেট থেকে অনেক ভাল কিছু করার সম্ভাবনা থাকলেও বিশেষ করে নতুন ট্রেডাররা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে ফরেক্সে ডিপোজিট করে ট্রেডিং শুরু করে। যার ফলে খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়ে যায়। আপনি যত প্রফিট করার টার্গেট সেট করবেন আপনার আপনার রিস্ক ঠিক ততটাই। তাই কম ফরেস্ট নিয়ে প্রফিট এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন তাহলে আপনি এই মার্কেটে টিকে থেকে অনেক বেশি প্রফিট করতে পারবেন।