View Full Version : ফরেক্স থেকে কি পরিমান আয় করা সম্ভব?
bokkar00
2020-09-02, 09:59 AM
অনেকে হয়তো ফরেক্স থেকে ভালো পরিমান আয় করতেছেন ফরেক্স থেকে, কিন্তু অনেকে আছে তারা লস এর পর লস করে যাচ্ছে, তাদের জন্য কিছু বলে জান তারা কিভাবে লাভোবান হতে পারে।
rakib.r
2020-09-02, 01:44 PM
ফরেক্সে লাভ করতে গেলে সবার আগে দরকার সঠিক জ্ঞ্যান থাকা , ভালো অভিজ্ঞতা থাকা আর দক্ষতা থাকা । ফরেক্সে ১০০ জন মানুষ আসলে সেখান থেকে ৯০ জন মানুষ এমনিতেই ঝরে যাবে কারন তাদের ধৈর্য নাই। তারা সময় নিয়ে নিয়ে ধৈর্য ধরে ফরেক্স শিখতে চায় না বরং তারা চায় কিভাবে শুধু প্রফিট করা যায় কিন্তু ফরেক্স থেকে প্রফিট বের করে আনা টা আসলে খুব সহজ কাজ নয় । এর জন্য দরকার কঠোর পরিশ্রমের। নতুন যারা আসবে বা আছে তাদের জন্য একটাই সাজেশন সেটা হলো শুরুতেই প্রফিটের পিছে না দৌড়ে শুরুতে ডেমো করে করে নিজেকে একজন অভিজ্ঞ আর দক্ষ একজন ট্রেডার করে তুলুন দেখবেন প্রফিট এম্নিতেই হয়ে যাবে
samun
2020-09-02, 02:56 PM
ফরেক্স মার্কেট থেকে আয় করার নির্দিষ্ট কোন লিমিটেনশন নেই। এখানে আপনার জ্ঞান, দক্ষতা ও বুদ্ধিমত্তকে কাজে লাগিয়ে আয় করতে হবে। ফরেক্স মার্কেটে যার যত দক্ষতা তার লস ততো কম এবং লাভও বেশি। অনেক ট্রেডার আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে সক্ষম। আবার অনেকেই আছে 10-15 হাজার, আবার অনেকেই আছে যারা দীর্ঘদিন যাবত ফরেক্স করেও লাভ করতে পারে নাই। তাই আয় করাটা সম্পূর্ণ নিজের ব্যাপার। ভাল আয় করতে হলে ফরেক্স কে ভাল ভাবে জানতে হবে। ফরেক্সের সকল বিষয় সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। লোভ মুক্ত থাকতে হবে। তবেই ফরেক্স এ টিকে থাকা ও আয় করা সম্ভব।
arifmunshi
2020-09-02, 03:11 PM
ফরেক্স থেকে কি পরিমান আয় করা সম্ভব তা সুনির্দিষ্ট না। আয় নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের টেকনিক্যাল সিস্টেমের উপর। আপনার ধারণা যদি অনেক থাকে আপনি যদি ফরেক্সের সকল নিয়মকানুন ঠিক ভাবে জেনে ট্রেড করেন অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত পরিমাণ আয় করতে সক্ষম হবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.