bokkar00
2020-09-03, 08:25 AM
ফরেক্স ব্রোকারগুলোতে প্রায় সারা বছর ধরেই ফরেক্স ট্রেডিং কনটেস্ট চলে। ফ্রিতে অংশ নিয়ে অনেকেই জিতে নিতে পারেন ভালো অ্যামাউন্টের কিছু পুরস্কার। HotForex এর নতুন শুরু হওয়া মাসিক ৫০,০০০ ডলারের কনটেস্টের গত রাউন্ডে একজন বাংলাদেশী ৭ম স্থানে থেকে জিতে নিয়েছেন $১০০০ ডলার ক্যাশ প্রাইজ। এছাড়া সেরা ৯০ জনের মধ্যে থেকে আরও কয়েকজন বাংলাদেশী কিছু প্রাইজ জিতেছেন।