Log in

View Full Version : বর্তমান সময়ে ফরেক্স মার্কেটে এনালাইসিস না করে ট্রেড এন্ট্রি নেওয়া খুবই রিস্ক।



K.K.BABY
2020-09-04, 05:10 AM
ফরেক্স মার্কেটে অনেক ট্রেডাররা আছে যারা কোন ধরনের এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি নিয়ে থাকে। তারা শুধু মাত্র সিগনাল এর উপর নির্ভর করে ট্রেড করে।আর বর্তমান সময়ে বেশিরভাগ ট্রেডাররা টেকনিক্যাল এনালাইসিস করতে ভুল করতেছে তার কারন মার্কিন ডলার খুব দুর্বল যার কারনে ট্রেডারা এনালাইসিস করলে এনালাইসিস তার সহায় হচ্ছে না।যার জন্য তারা যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি যারা তাদের সিগনাল নিয়ে ট্রেড এন্ট্রি নিতেছে তারা ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।তাই আপনি আপনার নিজের এনালাইসিস দ্বারা ফরেক্স মার্কেটে ট্রেড করুন আপনি লাভ করেন বা লস করেন তখন আপনি মনের সান্ত্বনা পাবেন যে আপনি নিজের বুদ্ধিতে ধ্বংস হয়েছেন।আর আপনি তখন অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর যদি পারেন যতোদিন পর্যন্ত মার্কিন ডলার স্ট্রং না হচ্ছে ততো দিন ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখুন।

EmonFX
2021-08-08, 10:34 PM
প্রপার এনালাইসিস ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করার মতো আত্মঘাতী আর নেই। অবশ্যই অন্যের সিগন্যাল নয়, নিজের যোগ্যতায় এনালাইসিস করে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে প্রপার এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করতে হবে। আমাদের ফরেক্সে বারবার লস করার মূল কারণ হলো প্রপার এনালাইসিস না করতে পারা। এনালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি এনালাইসিসকে সমান গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল সব ধরনের অ্যানালাইসিসের কম্বিনেশনে ট্রেড করতে হবে। কোন একটি এনালাইসিস এর উপর শতভাগ নির্ভর হয়ে ট্রেডিং করা যাবে না। আপনি যতই টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন একটা ফান্ডামেন্টাল নিউজ আপনার যেকোন এনালাইসিসকে ভেঙে দিয়ে মার্কেট বিপরীত দিকে মুভ করাতে পারে।

আবার আপনি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করলেও সেন্টিমেন্টাল এনালাইসিসকে গুরুত্ব না দিলে যেকোনো সময় বড় ধরনের লসের মুখোমুখি হতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট এনালাইসিস হলো প্রাইস একশন ট্রেডিং। এটি মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কোন এন্ট্রি নেয়ার আগে অবশ্যই ভালোভাবে প্রাইজ একশন ট্রেডিং আয়ত্ত করতে হবে। আমি মনে করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস এর পাশাপাশি প্রাইজ একশন ট্রেডিংকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেডিং করতে পারলে আপনি বেশিরভাগ ট্রেডেই প্রফিট করতে পারবেন।

Mas26
2021-08-08, 11:03 PM
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। গত কয়েকদিন যাবত এনালাইসিস কোন প্রকার কাজে দিচ্ছে না। আসলে আমি যেটাই ট্রেড নি তার বিপরীত দিকে যাচ্ছে ট্রেড।এবং আমি যত ভালো এনালাইসিস করি না কেন কোনো ভাবে কোনো কাজ হচ্ছে না। আসলে মার্কেটের মুভমেন্ট কখন কোন দিকে যায় বোঝা যায় না। আসলে মার্কেট মুভমেন্ট আমরা সঠিকভাবে বুঝতে পারিনা আর ফরেক্স এর মার্কেট মুভমেন্ট বোঝা অত সহজ না। আসলে কখন কোন দিকে মুভ করবে এটা কেউ সঠিকভাবে বলতে পারবে না। এ কারণে মানি ম্যানেজমেন্ট ঠিকরেখে ট্রেড করা অনেক ভালো আমি মনে করি।

Starship
2021-08-09, 08:15 AM
বর্তমান সময়ে কেন কোন সময়ই এনালাইসিস করা ছাড়া একাউন্ট সুরক্ষিত রাখা যায়নি। এনালাইসিস ছাড়া ট্রেড করা যে কি পরিমান ভয়ঙ্কর যারা ব্যালেন্স হারিয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারে। কেননা বর্তমান সময়ে মার্কেট মুভমেন্ট অসহায়ভাবে হয়ে থাকে এর অন্যতম কারণ হলো ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য আমাদেরকে এনালাইসিস করার মাধ্যমে সেট করা উচিত নিজেকে সুরক্ষিত করার জন্য এবং জিরো ব্যালেন্স থেকে রক্ষা পাওয়ার জন্য। তাই সকলকে বলবো অ্যাডভান্স লেভেলের মার্কেট এনালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করে ট্রেড করার জন্য।

Sakib42
2021-08-09, 11:34 PM
ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে অর্থ উপার্জন করতে চাইলে অবশ্যই আপনাকে বাধ্যতামূলক মার্কেট এনালাইসিস করতে হবে। সিগন্যাল বা ইন্ডিকেটর ব্যবহার করে আপনি টিকে থাকতে পারবেন না টিকে থাকার জন্য অবশ্যই সুন্দর ভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেডিংয়ে এন্ট্রি নিতে হবে। যদি আপনার লক্ষ্য থাকে টিকে থাকার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই এনালাইসিস এর বিকল্প কোন কিছু নেই আর যদি আপনি চান হঠাৎ করেই ফরেক্স থেকে হারিয়ে যেতে তাহলে আপনি আপনার ইচ্ছামত ট্রেডিং করে ব্যালেন্স হারাতে পারেন বা যোগ করতে পারেন তার সম্পূর্ণ আপনার লাখের উপর নির্ভর। কিন্তু একটি ট্রেড থেকে যদি আপনি প্রফিট চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে আর মার্কেট এনালাইসিস দক্ষ হওয়ার জন্য বেশি বেশি ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করে নিজেকে প্রশিক্ষিত করে নিতে হয়।

md mehedi hasan
2021-08-10, 05:44 AM
যে কোন সময় এ ফরেক্স মার্কেটে এনালাইসিস ছারা ট্রেড করা মানে ব্রেক ছারা গাড়ি চালানোর মত।ফরেক্স মার্কেটে এনালাইসিস ছারা ট্রেড করার কথা চিন্তা করা যাবেনা।আপনি কিভাবে বুঝবেন মার্কেট আপ যাবে না ডাউনে যাবে।এর মূখম উত্তর হলো এনালাইসিস করে।ফরেক্স মার্কেটে যারা এনালাইসিস ছারা ট্রেড করে তাদের একাউন্ট জিরো হবেই হবে।তবে বর্তমানে সময়ে ট্রেড করা অনেক টাফ।কারন হিসাবে করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতি মন্দ চলছে।আর তাই মার্কেটে কখন কি হয় সহজেই অন্দাজ করা যায় না।

Devdas
2021-08-16, 08:52 PM
হ্যা ভাই, ফরেক্স মার্কেট এ বর্তমানে মার্কেট এনালাইসিস না করে মার্কেট এ এন্ট্রি নেওয়া অনেকটা ঝুকিপূর্ন। ফরেক্স মার্কেট এ মার্কেট কোন দিকে হিট করবে তা এনালাইসিস ছাড়া জানা খুবই মুশকিল। তাই ফরেক্স মার্কেট এ এন্ট্রি নেওয়ার আগে ফরেক্স মার্কেট এ ভাল করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত। এতে ৯০% ঝুকি মুক্ত থাকে এবং মার্কেট কোন দিকে হিট করে পজিশনে যাবে তা অগ্রিম বার্তা দেখিয়ে দেয়। তাই ট্রেড করার আগে মার্কেট এনালাসিস করে ট্রেড করুন।