View Full Version : একাউন্ট ব্লক হয়ে যাওয়ার পিছনে কারণ কি।
যেহেতু আমি ফোরামে নতুন জয়েন করেছি তাই একাউন্ট ব্লক হয়ে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি। আর আমার কিছু বন্ধুদের মতামত হচ্ছে কি জন্য একাউন্ট ক্লোজ করা হলো সেটা তারা নিজেও জানে না।
EmonFX
2020-09-04, 10:12 AM
আমি মনে করি ফরেক্স একাউন্ট ব্লক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। নিম্নে একা্উন্ট ব্লক হওয়ার কিছু কারন তুলে ধরা হলো।
১। সবচেয়ে প্রধান যে কারন তা হলো কারো লেখা কপি পোস্ট করলে।
২। তাছাড়া অন্যের লেখার সাথে হুবহু মিলে গেলে।
৩। একই পোস্ট বার বার দিলে।
৪। অপ্রসাঙ্গিক কথা বার্তা লিখলে।
৫। ফরেক্স ফোরামকে নিয়ে ভুল তথ্য দেয়া এসব কারনে একাউন্ট ব্যান্ড হতে পারে।
৬। এমনকি একাধিন প্রোফাইল নিবন্ধন করলে।
৭। স্পাম্মিং করলে।
৮। অসত্য তথ্য উপস্থাপন করলে এবং মানহানিকর পোস্ট দিলেও একাউন্ট নিশিদ্ধ হতে পারে।
৯। ফোরামের সদস্যদের গালি দেওয়া অপমান করা ও হুমকি দেলেও একাউন্ট বাতিল হতে পারে।
এছাড়াও আরও অনক কারনে একাউন্ট ব্লক হতে পারে।
Rokibul7
2020-09-04, 12:23 PM
একাউন্ট ব্লক হয়ে যাওয়ার অনেক কারন আছে।ফোরাম এবং ক্লাইন্ট ক্যবিনেট ব্লক সম্পকে জানতে হলে আপনাকে ফোরম পোটাল এবং ব্রোকার সাইড খুজে জেনে নিন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.