PDA

View Full Version : আমি কেন বার বার ফরেক্স এ লস করি?



bokkar00
2020-09-05, 12:12 PM
ফরেক্স এ লস করার বিভিন্ন কারণ আছে। ট্রেন্ড এর বিপোরিতে ট্রেড দেয়া, স্টপ লস সঠিক যায়গায় না দেয়া, ওভার লট ব্যবহার করে একাউন্ট #ক্যাড়াব্যাড়া# করে ফেলা। ওভার লট এর উপর আবার ওভার ট্রেড করা। একাউন্ট জিরো। এগুলো আসলে খুবি গুরুত্তপুর্ণ ফরেক্স এ কন্টিনিউ লস কমাবার জন্য। এগুলো ধরে, বুঝে মানতে পারলে ফরেক্স এ মাস শেষে অন্তত লসে থাকবেন না।

mahmudfx84
2020-09-05, 12:32 PM
এটা খুব সহজ কথা যে, আমি কেন বার বার লস করি। আমি মনে করি লস করাটাই বলে যায় কি কারণে লস হলো। আমরা যদি সেখান থেকেও শিক্ষা নিতে পারি তাহলে আর লস একই কারণে বার বার হতে পারে না। ভালভাবে না শিখে নিয়ম না মেনে ট্রেড করলে লস হওয়া খুব স্বাভাবিক। এজন্য আগে ভাল করে ফরেক্স শিখতে হবে এবং ধৈর্যের মাধ্যমে নিয়ম মেনে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে ট্রেড করলে লসের পরিবর্তে প্রফিট হতে পারে। ধন্যবাদ।

arifmunshi
2020-09-05, 03:17 PM
বারবার লস করার কারন :
হতে পারে আপনি বারবার এক ধরনের ভুল করতেছেন। আপনি আপনার ভুলগুলো নোট করুন তারপর সেই ভুলগুলো এড়িয়ে চলুন। আগে যে নিয়মে ট্রেড করে লস করেছেন সেই নিয়মগুলো পরিবর্তন করুন। অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকুন। দেখবেন অবস্থার পরিবর্তন আসতে পারে।

EmonFX
2020-09-05, 04:09 PM
ফরেক্সে প্রথম দিকে আপনাকে কিছু লস করতে হতে পারে তাই বলে অধৈর্য না হয়ে বরং আপনর ভুল গুলো খুজুন, দুর্বলতা খুঁজে বের করুন। যেখানে দুর্বলতা আছে সেখানে সংশোধন করুন। বেশি বেশি মার্কেট এনালাইসিস করুন, ডেমো প্রাকটিস করুন। সফলতার মূলে রয়েছে ডেমোতে ভালো করা। ডেমোতে ভালো করলে আপনি লাইভ ট্রেডেও ভালো করবেন এই বিশ্বাস রাখুন। ভূলে যাবেন না আপনি যখন প্রথম হাটা শিখেছেন তখন বার বার হোচট খেয়েছেন আবার কারো সাহাহ্য নিয়ে উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবারো চেস্টা করেছেন। এভাবে করেই এখন আপনি কারো সাহাহ্য ছাড়াই দাড়াতে পারেন।
অনুরুপ ভাবে আপনি ফরেক্সেও একদিন সফল হবেন। বিচলিত না হয়ে নিজের উপর আস্থা ও বিশ্বাস রেখে এগিয়ে যান সফল একদিন আপনি হবেনই।

ফরেক্সে লস নিয়ে বিচলিত না হওয়াই ভালো। ধৈর্যের খেলায় জয়ী হতে পারলে আয় আপনা আপনি হবে। ধৈর্য ধরুন টিকে থাকুন বিনিময়ে ফরেক্স একদিন আপনাকে প্রতিদান দিবেই। ফরেক্সে প্রথমে অল্প অল্প করে আয় করার কথা চিন্তা করতে হবে। ছোট ছোট লটে ট্রেড নিতে হবে। প্রথমে কিছুদিন ০.০১ লটে ট্রেড নিন। এর পরে মার্কেটের গতিবিধি বুঝতে পারলে একটু বড় লট ব্যবহার করতে পারেন।

Starship
2020-09-05, 04:44 PM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন কারণে লস করে থাকি। আপনি ফরেক্স মার্কেটে যে সকল কারণে লস করে থাকেন তা তুলে ধরেছেন। ট্রেড করার পূর্বে সঠিক ও যথাযথভাবে এনালাইসিস করতে হবে। আপনি যদি সঠিকভাবে এনালাইসিস না করে ট্রেড করেন তাহলে লসের সম্মুখীন হতে হবে।
ট্রেড করার পূর্বে মানি ম্যানেজমেন্ট যথাযথভাবে মেনে চলতে হবে। ঠিকভাবে স্টপ লস ও টেক প্রফিট সেট করতে হবে। অতিরিক্ত লোভ করে ট্রেড করলে স্বভাবতই ফরেক্স মার্কেটে আমরা লস করে থাকি। তাই ট্রেড করার পূর্বে অতিরিক্ত লোক নিয়ন্ত্রণে রেখে ট্রেড করতে হবে। একসাথে অনেকগুলো ট্রেড খোলা থেকে বিরত থাকতে হবে।

ABDUSSALAM2020
2020-09-05, 11:49 PM
আমি কেন বারবার ফরেক্স ট্রেডে লস করি কারণ ফরেক্স ট্রেডে সম্পর্কে না জেনে যদি আমি চ্যাটিং করি তাহলে ফরেস্টে তো আমি লস্কর বোকা হলাম বৈদেশিক মুদ্রার মার্কেট যেখানে বৈদেশিক মুদ্রার বেচাকেনা হয় এবং বিভিন্ন ট্রেডে মাধ্যমে বিনিয়োগ করে বৈদেশিক মুদ্রা ইনকাম করা লাগে তাই আমি ফরেক্স সম্পর্কে যদি না জানি এবং অভিজ্ঞতা না থাকে তাহলে আমি ফরেক্স এর মাধ্যমে লস করব তবে আমি যদি ফরেক্স সম্পর্কে জানি এবং ফরেক্স ট্রেডিং এর কাজ করি এবং ইনকাম করতে চাই তাহলে আমাকে ফরেক্স এর জন্য আগে অভিজ্ঞ হতে হবে তারপরে ফরেক্স ট্রেডিং করে আয় করতে হবে তাহলে আমি ফরেক্স থেকে লস করব না।

Fahmida1
2020-09-06, 12:27 AM
ফরেক্স মার্কেটে আমরা তখনই লস করি যখন আমরা সঠিকভাবে মার্কেটে এনালাইসিস করতে পারি না। লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বা একাধিক ট্রেড করে থাকি। পর্যাপ্ত ডেমো অ্যাকাউন্ট ট্রেড না করে আমরা সরাসরি রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করে থাকি। ট্রেড করার জন্য সকল নিয়ম কানুন আমাদের অজানা থাকার কারণেও আমরা লস করতে পারি।
আপনি হয়তো বা সঠিক মানেজমেন্ট না মেনে ও স্টপ লস এবং টেক প্রফিট সেট না করে ট্রেড করে থাকেন। যার কারণে আমরা ট্রেড করে লস করে থাকি।