Log in

View Full Version : ট্রেডিং ইন্ডিকেটর কি আসলেই কাজ করে?



EmonFX
2020-09-06, 09:43 AM
একদম নতুর যারা ট্রেডার তারা খুঁজতে থাকে কোন ট্রেডিং ইন্ডিকেটর খুঁজে পেলে তারা সবসময় প্রফিট করতে পারবে কোনো কিছু না শিখেই। যারা একটু ট্রেড করতে শিখেছে তারা মনে করে ট্রেডিং ইন্ডিকেটর কখনোই কাজ করে না, তারা কাস্টম ট্রেডিং ইন্ডেকেটরের পিছনে ঘোরা শুরু করে দেয়। যারা অনেক দিন ধরে ট্রেড করছেন কিন্ত সফল হতে পারছেন না তারা মনে করেন ট্রেডিং ইন্ডিকেটর লেগিং টুলস হওয়ায় এটা দিয়ে ধারাবাহিক ভাবে সফল হওয়া সম্ভব নয়। কিন্ত যারা ট্রেড করতে পারে তারা আসলেই জানে কিভাবে ট্রেডিং ইন্ডিকেটর সফলভাবে কাজে লাগানো যায় এবং যে কোনো ট্রেডিং ইন্ডিকেটর দিয়েই তারা প্রফিট করতে পারে।

ForexStar
2020-11-28, 09:38 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ইন্ডিকেটর পুরোপুরি কার্যকর নয়। এটি হয়তো ৫০% কাজ করে থাকে। পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেডি নেয়া ঠিক নয়। ইন্ডিকেটর থেকে শুধু ধারনা নেয়া যেতে পারে। ইন্ডিকেটরের এবং আপনার এনালাইসিস যদি একই ধারনা দিয়ে থাকে তাহলে আপনি ট্রেড নিতে পারেন। আর ইন্ডিকেটর নির্ভর ট্রেডিং কে আমি সমর্থন করি না। কেননা তাতে করে আপনার ট্রেডিং ক্ষমতা ধ্বংশ করার নামান্তর। তার চেয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার চেস্টা করুন। তাতে করে দেখা যাবে আপনি নিজেই একদিন ইন্ডিকেটর তৈরি করতে পারেন। তখন আর কারো স্ট্রাটেজির উপর নির্ভর করতে হবে না।

rakib.r
2020-11-29, 03:26 PM
ট্রেডিং প্ল্যাটফর্মে যে কয়েক টা ফ্রি ইন্ডিকেটর আছে সে সব গুলা দিয়েই প্রফিট করা সম্ভব কিন্তু সেই সফলতা আসলে এক দিনে আসবে না । জানতে হবে যে কোন ইন্ডিকেটর কোন মার্কেটে কোন কোন পেয়ারে ভালো ভাবে কাজ করে , কিভাবে কাজ করে। ইন্ডীকেটর দিয়েই শুধু প্রফিট করা সম্ভব নয়। প্রফিট করার জন্য জানতে হবে, জ্ঞ্যান থাকা লাগবে তা না হলে প্রফিট করা যাবে না আর সফল ও হওয়া যাবে না

samun
2021-02-27, 05:17 PM
ভাই ইন্ডিকেটর কি জিনিস আমি সঠিকভাবে জানিনা কারণ আমি একবারে প্রথম থেকেই ফরেস্ট্রি কখনো ইন্ডিকেটর ব্যবহার করিনি বরং আমি আমার নিজের মেধাকে কাজে লাগিয়েছে আমি অনেক লস করেছি তাও কখনো ইন্ডিকেটর ব্যবহার করার কথা ভাবি নি তাই আমি সকল নতুন ট্রেনের ভাইদেরকে অনুরোধ করবো কেউ ইন্ডিকেটর ব্যবহার না করতে এতে করে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা নষ্ট হয়ে যাবে ফরেক্স ট্রেড করা যায় তবে ভবিষ্যতে অনেক বড় একজন ট্রেডার হওয়া সম্ভব

KAZIMAJHARULISLAM
2021-02-27, 05:27 PM
উত্তাল সমুদ্রে ঝাঁপ দেয়ার পূর্বে যেমন আপনাকে পূর্ণাঙ্গ সাঁতার শিখতে হয়। তেমনি ফরেক্সে ট্রেডিং করার পূর্বে, আপনাকে ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। কেননা আপনি যদি ফরেক্স এর বেসিক সম্পর্কেই অজ্ঞ থাকেন, তাহলে কখনোই সঠিকভাবে ট্রেডিং ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন না। কেননা কোন ইন্ডিকেটর আপনাকে কিভাবে সহায়তা করবে, সেই সাথে কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে,তা আপনার অভিজ্ঞতা থেকেই আসবে। তাই ইন্ডিকেটর ব্যবহারের পূর্বে, ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন। কেননা তখন আপনি যেকোনো ইন্ডিকেটরই উপযুক্ত ভাবে ব্যবহার করে,প্রফিট করতে পারবেন।

Mas26
2021-02-27, 05:46 PM
ফরেক্স ট্রেডিং ইন্টিগ্রেটর কিছুটা হলেও কাজ করে অনেকেই ট্রেডিং ট্রেডিং ইন্টিগ্রেটর ব্যবহার করে অনেকেই সফল হয় আবার অনেকেই ব্যর্থ হয় যারা ব্যর্থ হয় তাদের কপাল খারাপ আর যারা সফল হয় তারা ভালো করে বুঝে শুনে ট্রেড করতে পারে সে কারণেই তারা সফল ।আসলে আমরা অনেকেই আছি যে ফরেক্সে নতুন কিছু না বুঝেই ট্রেডিং একাউন্ট করা শুরু করে দিয়েছে এবং ইন্টিগ্রেটর ব্যবহার করার চেষ্টা করি কিন্তু ইনটিগেটর সম্পর্কে আমাদের কোন ধারণা না থাকার কারণেই আমরা ইন্টিগ্রেটর ব্যবহারের ফলে আমরা বারবার লসের সম্মুখীন হই।

Starship
2021-02-27, 05:48 PM
ট্রেডিং ইন্ডিকেটর শতভাগ ভাবে কাজ করে না এটি আংশিকভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে। আমি যদিও উদাহরণ দেয় তাহলে অনেকটা এভাবে দিব- ধরেন আগামীকালের জন্য আবহাওয়া পূর্বাভাস বলেছে বৃষ্টি হওয়ার সম্ভাবণা রয়েছে। তার মানে এই নয় যে শতভাগ বৃষ্টি হবে। এতে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। তেমনি ফরেক্স ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা উচিত হবে না। ইন্ডিকেটর উপর নির্ভর করে যদি ট্রেড করে সফল হওয়া যেত, তাহলে ইতিপূর্বে অনেকেই ইন্ডিকেটর ব্যবহার করে সফলতা পেতেন।

SaifulRahman
2022-07-24, 11:40 AM
ইন্ডিকেটর আপনাকে কিছু প্রোফিট দিলেও, এক সময় সব কেড়ে নেবে। যারা ফরেক্স মার্কেট এ নতুন প্রবেশ করে তাদের প্রথম ট্রেড হাতিয়ার হয় ইন্ডিকেটর এর মাধ্যেমেই ট্রেড করা এবং প্রফিট করা এবং সাথে সাথে লস করা।এমনকি আমি নিজেও ইন্ডিকেটর ব্যবহার করেছি।এমন কোন ফরেক্স ট্রেডার নেই যে ইন্ডিকেটর ব্যবহার করেননি। ইন্ডিকেটর নিয়ে যারা ট্রেড করেন তারা প্রথমে অনেক প্রফিট করেন এবং পরে আস্তে আস্তে সেই প্রফিট বেশিদিন থাকেনা। কারন? তাহলে ছবির সাথে দেখানো যাক।
http://forex-bangla.com/customavatars/1998752328.png
১ নং ছবিতে দেখুন ঐখানে ইন্ডিকেটর সেল পজিশন দেখিয়েছে এবং আপনি সেল দিলে খুব সহজেই বেশ কিছু পিপস প্রফিট করতে পারবেন। এবার ২নং ছবি খেয়াল করুন।কি বুঝলেন ইন্ডিকেটরটি আপনাকে বাই সিগনাল দিচ্ছে কিন্তু কিছুক্ষন পরেই সেইটা সেল সিগনাল দিল। এইটুকুই হয়তোবা আপনার স্টপলস হিট করাবে। তাহলে বুঝতে পারলেন বিষয়টা।অনেকটা কপালের ওপর আরকি।আপনি বেস্ট ইন্ডিকেটর লিখে হয়তো গুগলে সাচ দিতে দিতে কি বোড ক্ষয় করে ফেলেছেন।আপনি অনেক ভাল ভাল ইন্ডিকেটরের রিভিউ পাবেন অনলাইনে।কিন্তু সব রিভিউতে শুধু ভাল পজিশন গুলি দিয়ে দেখানো থাকে যেমন উপরের ছবির ১নং এ আছে। অনেক ইন্ডিকেটর আছে বাই সেল সিগনাল চার্টে দিখিয়ে দেই যেমন মনে করি কোন পেয়ারে চার্টে সেল সিগনাল দিল।দেখার সাথে সাথে সেল মেরে দিলেন কিন্তু কিছুক্ষন পর মার্কেটে সেল ফোর্স বেশি থাকলে মার্কেট ডাউনে যেতে লাগলো সাথে সাথে আপনার ইন্ডিকেটর সেল সিগনাল রিপেইন্ট করে আবার কিছু নিচে সেল সিগনাল দিবে।
এই হচ্ছে আমাদের ইন্ডিকেটর রহস্য। আপনি আগে ফরেক্স সম্পর্কে ভাল করে জানুন অনেক কিছু বুঝার আছে।শুধু ইন্ডিকেটর নিয়ে পড়ে থাকবেননা।তাহলে জীবনে কিছুই শিখতে পারবেননা। লস ছাড়া লাভের মুখ কখনোই দেখবেননা। ইন্ডিকেটর দিয়ে যদি হাজার হাজার ডলার প্রফিট করা যেত তাহলে রিক্সাওয়ালারা রিক্সা চালানো বাদ দিয়ে একটা লাপটপ কিনে ইন্ডিকেটর টার্মিনাল এ সেট করে ট্রেড করা শুরু করে দিত।সেল সিগনাল দিলে সেল আর বাই সিগনাল দিলে বাই। তাহলে রিক্সাওয়লারা আজ কোটিপোটি হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছেন।