Log in

View Full Version : ফরেক্স কি বীজগণিতে মত ? না জানলে না মানলে খুবই কঠিন !!



mahmudfx84
2020-09-06, 09:47 AM
কেন জানি আমার মনে হয় ফরেক্স অনেকটা বীজগণিতের মত। বীজগণিত বিভিন্ন সূত্রের উপর ডিপেন্ড করেই করতে হয়। কেউ যদি বীজগণিতের সূত্র না জেনে এবং জানলেও না মেনে বীজগণিত করার চেষ্টা করে তাহলে তার পক্ষে সেটা সম্ভব হবে না। এজন্য আগে বীজগণিতের সূত্রগুলো জানতে হয়, বুঝতে হয় এমনকি অনেক সূত্র মূখস্তও করতে হয়, তারপরে অংক করতে হয়। সূত্র দিয়ে বীজগণিত করলে তখন অনেক সহজ মনে হয়। ফরেক্স তেমনি একটা ব্যবসা। ফরেক্স সম্পর্কে খুব ভালভাবে জানতে হবে- মার্কেট এ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট, লট/ভলিউম-লিভারেজ সেট, টেক প্রফিট - সটপ লস ইত্যাদি জেনে বুঝে এবং যথাযথ নিয়ম মেনে ট্রেড করতে হয় । নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে অত্যন্ত ধৈর্যের সাথে ধীর গতিতে বুঝে শুনে ট্রেড করতে হয় । নিয়মের বাইরে ট্রেড করতে গেলেই ফরেক্স অত্যন্ত কঠিনই মনে হতে পারে। ধন্যবাদ।