View Full Version : কেন ফরেক্স এ ৯০-৯৫% ট্রেডার টিকে থাকতে পারে না?
bokkar00
2020-09-06, 10:21 AM
ফরেক্স একটা ব্যবসা। কিন্তু ফরেক্স কে আমরা ব্যবসা হিসেবে বিবেচনা না করে জুয়ার মত করে ভাবি। একটা পন্যের দাম বাড়তেই পারে আবার কমতেই পারে। একটা পন্যের বা কারেন্সির দাম ১০-২০% বাড়তে বা কমতেই পারে। আপনার আশেপাশের পন্যের কথাই বিবেচনা করুন। কাঁচামরিচ, পেয়াজ, রসুন, চিনি, ইত্যাদি। এগুলো বছরে কত % বাড়ে কমে জানেন? ১০০,২০০,৩০০,৪০০ এমনকি ৫০০% পর্যন্ত এগুলো বাড়া কমা করে।
Sakib42
2020-09-06, 03:33 PM
ফরেক্স একটা ব্যবসা। কিন্তু ফরেক্স কে আমরা ব্যবসা হিসেবে বিবেচনা না করে জুয়ার মত করে ভাবি। একটা পন্যের দাম বাড়তেই পারে আবার কমতেই পারে। একটা পন্যের বা কারেন্সির দাম ১০-২০% বাড়তে বা কমতেই পারে। আপনার আশেপাশের পন্যের কথাই বিবেচনা করুন। কাঁচামরিচ, পেয়াজ, রসুন, চিনি, ইত্যাদি। এগুলো বছরে কত % বাড়ে কমে জানেন? ১০০,২০০,৩০০,৪০০ এমনকি ৫০০% পর্যন্ত এগুলো বাড়া কমা করে।
একজন ট্রেডার এর পক্ষে সব সময় ফরেক্সে টিকে থাকা সম্ভব হয় না কেননা দুই এক টি ট্রেড এমনি লস এর দিকে চলে যায় কিন্তু অনেক তরফের ঝরে পড়ে কারণ তারা ভাল ভাবে এমন এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কোন জ্ঞান ছাড়াই ধারণা ছাড়াই পরিকল্পনা ছাড়াই ইনভেস্ট করতে আসে এবং লস এর সম্মুখীন হয় এবং যখন তারা হতাশ হয়ে যায় লস করতে করতে তখন তারা ভেঙে পড়ে এবং টিকে থাকতে পারে না
rakib.r
2020-09-06, 06:52 PM
ফরেক্স একটা ব্যবসা। কিন্তু ফরেক্স কে আমরা ব্যবসা হিসেবে বিবেচনা না করে জুয়ার মত করে ভাবি। একটা পন্যের দাম বাড়তেই পারে আবার কমতেই পারে। একটা পন্যের বা কারেন্সির দাম ১০-২০% বাড়তে বা কমতেই পারে। আপনার আশেপাশের পন্যের কথাই বিবেচনা করুন। কাঁচামরিচ, পেয়াজ, রসুন, চিনি, ইত্যাদি। এগুলো বছরে কত % বাড়ে কমে জানেন? ১০০,২০০,৩০০,৪০০ এমনকি ৫০০% পর্যন্ত এগুলো বাড়া কমা করে।
দয়া করে হেডিং আর নিচের লেখা পোষ্টের মিল রাখার চেষ্টা করবেন।
ফরেক্সে সবচাইতে বেশি মানুষ ছিটকে যায় তাদের ধৈর্য না থাকার কারনে আর অধিক লোভ করার কারনে । ফরেক্সে আসলে সফলতা পাওয়া খুব সহজ নয়। তাই নতুন যারা আসে তারা ফরেক্সে এসেই কোন প্রকার জ্ঞ্যান , অভিজ্ঞতা , দক্ষতা ছাড়াই ফরেক্সে ট্রেড করা শুরু করে দেয় আর লস করতে থাকে। যারা প্রাথমিক প্প্ররযায়ে টিকে থাকতে পারে তারা কিছুদিন পরে অভার কনফিডেন্ট এর জন্য মার্কেট থেকে ঝড়ে যায়। মানি ম্যানেজমেন্ট না মানা, ট্রেড নিতে তাড়াহুড়া করা, এনালাইজ না করা, লোভ করা এমন আরো অনেক কারনেই প্রায় ৯০% মানুষ ই ফরেক্স থেকে ঝড়ে যায় ।
sukantocm
2020-09-06, 07:15 PM
ফরেক্স ট্রেড একটা ব্যবসা। কিন্তু এটা হুট করে ফেলার মতো কাজ নয়। একটু চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তার সাথে ট্রেড করতে হয়। আর অনেকেই এই দিকে তেমন গুরুত্ব দেয় না বলেই ৯০% — ৯৫% ট্রেড টিকে না।
Starship
2020-09-06, 10:03 PM
ফরেক্স মার্কেটে যারা নতুন হিসেবে জয়েন করে তার মধ্যে ৯০ থেকে ৯৫ পার্সেন্ট ট্রেডার ঝরে পড়া রেকর্ড রয়েছে। আরে বড় সংখ্যক ট্রেডার ঝরেপড়ার অনেকগুলো কারণ রয়েছে। সর্বপ্রথম ঝরেপড়া কারণ হলো ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা অর্জন না করে সরাসরি টাকা ইনকাম করতে চায়।
পর্যাপ্ত ডেমো অ্যাকাউন্ট এর অনুশীলনী না করা। ট্রেড করার সকল নিয়ম কানুন মেনে না চলার অন্যতম কারণ। অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে না পারা। অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ ব্যতীত কেউ ফরেক্স মার্কেটে কোনোভাবেই সফল হতে পারে নাই। সাপোর্টও রেজিস্ট্যান্স নির্ধারণ করে তারপর ট্রেড করা উচিত। স্টপ লস মানি ম্যানেজমেন্ট মেনে চলা উচিত। নতুবা ফরেক্স মার্কেটের লজ্জার সম্মুখীন হতে হবে।
arifmunshi
2020-09-06, 10:10 PM
যেকারনে ফরেক্স এ ৯০-৯৫% ট্রেডার টিকে থাকতে পারে না :-
১. বেশি লাভ করার প্রবণতা থাকা।
২. অল্প লাভে খুশি না থাকা।
৩. বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করা।
৪. মার্কেট না বুঝে ট্রেড করা।
৫. অল্প সময়ে বেশি ধনি হবার ইচ্ছা।
৬. অভিজ্ঞতার অভাব।
ABDUSSALAM2020
2020-09-06, 10:15 PM
ফরেক্স করে কেন ৯০-৯৫ পাচ্ছেন যারা লস করে কেন কারণ ফলাফল ও অনলাইনে মুদ্রার মার্কেট এর একটি ব্যবসা যেখানে হাজার হাজার বোকার অনলাইনে ব্যবসা করে তবে যার ব্যবসা ফরেক্স ট্রেডে লাভ করবে সে একবারে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে তবে 90 95 শতাংশ ফরেক্স ট্রেডাররা বোঝেনা যে কিভাবে তাদের মাধ্যমে লাভ করবে সেই অভিজ্ঞতা সবার থাকে না তাই তারা বেশিরভাগই লস করে আর যারা অভিজ্ঞ তারা থেকে লাভ করে ফরেক্স হতে।
EmonFX
2020-09-07, 12:37 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে ৯০-৯৫% ট্রেডার ঝড়ে যায় শুধুমাত্র অধৈর্যতা ও অতিরিক্ত লোভের কারনে। ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না করেই ট্রেড করতে চলে আসে বিধায় লস করে এবং ফরেক্সে দীর্ঘ্যস্থায়ী হবে পারে না। পর্যাপ্ত ডেমো প্রাকটিস না করা, ফরেক্সের সকল নিয়ম কানুন মেনে না চলা, সাপোর্ট রেসিসটেন্স ফলো না করা এবং অতিরিক্ত লাভ করতে চাওয়ার প্রবনতা ফরেক্স থেকে ঝড়ে যাওয়ার বড় কারন। তারা অনেকেই দু’একটি ট্রেডিং ইন্ডিকেটরের উপর ভিত্তি করেই ট্রেড নিয়ে বসে এবং উইনিং পার্সেন্টিজ দেখে ট্রেড নিয়ে বসে। নিজের মেধা না খাটিয়ে, কোন ধরেনের স্ট্রাটেজি বা স্টাডি না করেই ট্রেড করা শুরু করে দেয়। ট্রেড ওপেন করে বাই সেল নিতে পারলেই মনে করে ট্রেডিং এর অনেক কিছু শিখে ফেলেছে এবং ট্রেড নিয়ে বসে। ফলে লস করে ব্যালেন্সে হারিয়ে হতাশ হয়ে মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়।
ফরেক্স ট্রেড একটা ব্যবসা। কিন্তু এটা হুট করে ফেলার মতো কাজ নয়। একটু চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তার সাথে ট্রেড করতে হয়। আর অনেকেই এই দিকে তেমন গুরুত্ব দেয় না বলেই ৯০% — ৯৫% ট্রেড টিকে না।
Theuniversel
2020-11-17, 03:26 PM
পড়েছে 90 থেকে 95 ভাগ মানুষ ধরে পড়ে কারণ এখানে সবাই এসে খুব লাভ করে এবং আমি মনে করি যে কেউ ট্রেড না শিখেই ট্রেড করার জন্য প্রস্তুতি নেই তো আমি বলব যে আমাদের আগে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা উচিত আপনি একটি জব করার জন্য হয়তোবা অনেক সময় নষ্ট করে থাকেন আমি বলছি না যে এতটা সময় আপনি ফরেক্সে নষ্ট করেন তবে আমি বলব যে তার তিন ভাগের এক ভাগ সময় আপনি ফরেক্সে নষ্ট করে তবে আমার ধারনা থেকে বলছি আপনি জব থেকে কোন অংশে রোজগার কম হবে না।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.