View Full Version : একই ডিভাইসে কি ভিন্ন ভিন্ন একাউন্ট দিয়ে কাজ করা যাবে????
KAZIMAJHARULISLAM
2020-09-06, 02:28 PM
আসলে আমি জানতে চাচ্ছিলাম যে, আমি একটা ফোন বা ল্যাপটপের আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার করে,আলাদা আলাদা অ্যাকাউন্টে কাজ করতে পারব কিনা?? এবং আমি যদি কাজ করি এতে ভবিষ্যতে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি? সেই সাথে আমার কি বিভিন্ন ব্রাউজারে আলাদা অ্যাকাউন্টে কাজ করা ঠিক হবে কিনা??
Starship
2020-09-06, 03:36 PM
আপনি যদি একই ডিভোর্স দিয়ে একাধিক অ্যাকাউন্ট লগইন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় একই কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে একাধিক অ্যাকাউন্ট লগইন করে দেখি যার ফলাফল অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। আমরা অনেকেই এই বিষয়টি না জানার জন্য আমাদের একাউন্ট হারিয়ে ফেলি।
তাই আমরা একই নেটওয়ার্ক বা ওয়াইফাই লাইনে কিংবা একই ডিভাইস সেটা কম্পিউটার বা মোবাইল হক তা থেকে একাধিক অ্যাকাউন্ট লগইন করা থেকে বিরত থাকতে হবে। প্রতিটি একাউন্টের জন্য আলাদা আলাদা ডিভাইস থাকতে হবে ও নেটওয়ার্ক থাকতে হবে না। তাহলেই আমাদের একাউন্ট সুরক্ষিত থাকবে।
rakib.r
2020-09-06, 06:45 PM
একই মানুষের নামে দুইটা আইডি কিংবা ভিন্ন নামের আইডি একই ডিভাইসে কিংবা ভিন্ন ভিন্ন আইডি একই আইপি থেকে যদি লগিন করা হয় তাহলে এন্ট্রি ফ্রড ডিপার্ট্মেন্ট সেই আইডি বিনা নোটিসে আজীবনের জন্য ব্যান করে দেয়। আমি বলবো বেশি আইডিতে কাজ না করে একটা আইডিতেই ভালো ভাবে কাজ করুন এটাই ভালো। আপনার একাউন্ট ও ব্যান হবার সম্ভবনা কম থাকবে আর আপনার কষ্ট ও বিফলে যাবে না
sukantocm
2020-09-06, 07:27 PM
আপনি যদি একই ডিভাইসে ভিন্ন ভিন্ন আইডি ব্যবহার করেন বা একাধিক আইডি লগইন করেন তাহলে আপনার লগইন করা আইডি ব্যান করা হতে পারে। আমিও না বুঝে প্রথমে দুইটা আইডি ব্যবহার করতাম। এখন আমি একটি ব্যবহার করি ও অন্যটা লগআউট করে ডিভাইস থাকে রিমুভ করে দিয়েছি।
সাধারণত আপনি যদি রিয়েল একাউন্ট ওপেন করেন তবে কোনো ডিভাইসের বাধ্যবাধকতা নেই । কিন্তু বোনাস একাউন্ট কিছু নিয়ম আছে একটি আইপি এড্রেস দিয়ে ২ টি একাউন্ট বৈধ নয় তাই বোনাস একাউন্ট ওপেন করার সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে।
আসলে আমি জানতে চাচ্ছিলাম যে, আমি একটা ফোন বা ল্যাপটপের আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার করে,আলাদা আলাদা অ্যাকাউন্টে কাজ করতে পারব কিনা?? এবং আমি যদি কাজ করি এতে ভবিষ্যতে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি? সেই সাথে আমার কি বিভিন্ন ব্রাউজারে আলাদা অ্যাকাউন্টে কাজ করা ঠিক হবে কিনা??
না, আপনি একটা ডিভাইস ব্যবহার করে শুধু একটি ব্রোকার থেকে একটি একাউন্ট এ কাজ করতে পারবেন । তবে হ্যাঁ চাইলে একাধিক ব্রোকার থেকে একাধিক একাউন্ট খুলে ট্রেড করলে কোন সমস্যা হবে না । একটি ডিভাইস থেকে একাধিক একাউন্ট খুলা যায় না এই কারনে যে ব্রোকারের রুলস হল তারা একটি আইপি এড্রেস থেকে একের অধিক একাউন্ট করতে দেয় না । তাই একাউন্ট একের অধিক ওপেন করলে দুই একাউন্ট কেই ব্রোকার বন্ধ করে দিবে ।
habibi
2021-02-14, 04:53 PM
ফোরামের রুল অনুযায়ী আমারা একটির বেশী অ্যাকাউন্ট খুলতে পারবনা। একই IP থেকে যদি একাধিক অ্যাকাউন্ট খোলা হয় তাহলে অ্যাকাউন্ট গুলো Ban হয়ে করে দেয়। আর কেন আমারদের একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন হবে? কেউ মনে করে একাধিক অ্যাকাউন্ট খুলে ডাবল বোনাস দিবে তাহলে তো এটি কোন সৎ উদ্দেশ্য হল না। আমরা যতই চুরিধারি করে একাধিক অ্যাকাউন্ট খুলি না কেন বা রুল ভেঙ্গে বেশী বেশী বোনাস নেয়ার চেষ্টা করি না কেন, এক দিন না একদিন ধরা পড়তে হবেই। এখন ধরুন কেউ একাধিক ফোরাম অ্যাকাউন্ট খুলে টানা একমাস পোস্ট করে দুটি অ্যাকাউন্টতে ১০০ ডলার করে বোনাস নিয়েছেন। এখন যদি সে ধরা পরে তাহলে তার দুটি অ্যাকাউন্টটিই ব্লক গেল তার একমাসের প্ররিশ্রম ২০০ ডলার শেষ। ফোরামের এই ধরনের সসদ্যদের কারনে ফোরাম রুল দিন দিন কঠিন হচ্ছে। তাই আপসোস না করে ফোরামের রুল পোস্টিং করুন।
EmonFX
2021-02-14, 07:30 PM
আপনি যদি বোনাস একাউন্ট ইউজ করেন তাহলে কোন অবস্থাতেই একটি ডিভাইস দিয়ে একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। বোনাস একাউন্ট এর রুলস অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ একটি একাউন্ট ব্যবহার করতে পারবেন। একটি ডিভাইস দিয়ে একাধিক বোনাস একাউন্ট ওপেন করলে অথরিটি সকল একাউন্ট ব্যান করে দিতে পারে। তবে আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে একই ডিভাইস দিয়ে একাধিক একাউন্ট ওপেন করতে পারবেন। তাছাড়া আপনি যদি একই ডিভাইস দিয়ে ভিন্ন ভিন্ন ব্রোকারের আন্ডারে একাউন্ট ওপেন করেন তাতেও কোন সমস্যা নেই। কেননা কোনো ব্রোকারের তথ্য অন্য কোনো ব্রোকার সংরক্ষণ করতে পারে না। প্রত্যেক ব্রোকার শুধুমাত্র তার অধীনে থাকা ট্রেডারদের তথ্য সংরক্ষণ করার অধিকার রাখে।
IFXmehedi
2021-02-14, 09:11 PM
আপনি যদি একই ডিভাইসে ভিন্ন ভিন্ন আইডি ব্যবহার করেন বা একাধিক আইডি লগইন করেন তাহলে আপনার লগইন করা আইডি ব্যান করা হতে পারে। আমিও না বুঝে প্রথমে দুইটা আইডি ব্যবহার করতাম। এখন আমি একটি ব্যবহার করি ও অন্যটা লগআউট করে ডিভাইস থাকে রিমুভ করে দিয়েছি।
না কখনোই ফরেক্স মার্কেটে এখন ডিভাইস দিয়ে ভিন্ন ভিন্ন একাউন্ট খুলে কাজ করা সম্ভব নয় । কেবলমাত্র একটি ডিভাইস দিয়ে একটি একাউন্ট খুলে ফর্স মার্কেটে কাজ করতে হবে । একই ডিভাইস দিয়ে অনেকগুলি একাউন্ট খুলে কখনোই কাজ করা উচিত নয়। ফরেক্স হলো ব্যবসা স্বরূপ এখানে কাজ করতে হলে অবশ্যই সৎ ভাবে কাজ করতে হবে তবেই ফরেক্স থেকে পুরস্কৃত হওয়া যাবে। সেটা না করলে ইন্সতাফরেক্স থেকে একাউন্ট বন্ধ করে দেয়া হয় ।
samun
2021-02-18, 09:32 AM
আমার যতদূর সম্ভব জানামতে একই ডিভাইসে একাধিক একাউন্ট ব্যবহার করা যায় না আপনি চাইলে একাধিক ব্রোকার থেকে একাধিক একাউন্ট খুলে ট্রেড করলে কোন সমস্যা হবে না । একটি ডিভাইস থেকে একাধিক একাউন্ট খুলা যায় না। এই কারনে যে ব্রোকারের রুলস হল তারা একটি আইপি এড্রেস থেকে একের অধিক একাউন্ট করতে দেয় না। যদি কেউ করার চেষ্টা করে সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় এবং সেই ডিভাইস থেকে পরবর্তীতে আর কোনো একাউন্ট খুলতে পারলেও উইথড্র দেয় না।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.