View Full Version : কোন পেয়ারে কত লটে ট্রেড করা ভালো?
Starship
2020-09-07, 10:04 AM
আমরা অনেকেই ভিন্ন ভিন্ন পেয়ারে ট্রেড করে থাকি। কে কোন পেয়ারে কত লটে ট্রেড করে থাকেন? কত লটে ট্রেড করলে রিস্ক থাকে না। সকলেই চায় রিস্ক ফ্রি লটে ট্রেড করতে। সকলের মতামত আশা করছি।
mahmudfx84
2020-09-09, 02:04 PM
আমার মতে eurusd, gbpusd এবং usdjpy এই তিনটি পেয়ারে ট্রেড করা ভাল তবে বেশী নিরাপদ মনে হয় eurusd পেয়ারটি। আর লট/ভলিউম সেট করতে হয় ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। আপনার প্রতিদিনের টার্গেট কত, মার্কেট কি অবস্থায় আছে -এক কথায় ভালভাবে এ্যানালাইসিস করে মার্কেট ট্রেন্ড বুঝে যথাসম্ভব ১-৩% রিস্ক নিয়ে ১:২ বা ১:৩ স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করা ভাল। তাহলে টেনশন কম হবে এবং ফরেক্সে টিকে থাকা সহজ হবে। ধন্যবাদ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.