PDA

View Full Version : আপনি যখন বাণিজ্য খুলবেন তখন ক্ষতি বন্ধ করুন এবং মুনাফা নেওয়া গুরুত্বপূর্ণ ??



shahzaib95
2020-09-07, 01:44 PM
হ্যাঁ প্রিয় বন্ধুরা লোকসান থামায় এবং লাভ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি কোনও বাণিজ্য খুলেন আমি দেখি অনেক লোক তারা বন্ধ ক্ষতি সেট করে না এবং লাভ করে না। আপনি যদি স্টপ লস ব্যবহার না করে এবং লাভ নেন না তবে আপনার অ্যাকাউন্টটি বিপজ্জনক এবং সম্ভবত আপনার অ্যাকাউন্টটি ধুয়ে যাবে, তাই আপনি যদি নিজের অ্যাকাউন্টটি সংরক্ষণ করতে চান তবে সর্বদা স্টপ লস ব্যবহার করুন এবং লাভ নিন।

EmonFX
2021-08-10, 05:30 PM
বড় ধরনের ক্ষতি বা লস এড়ানোর জন্য অবশ্যই প্রতিটি এন্ট্রির ক্ষেত্রে স্টপ লস অর্ডার ব্যবহার করা উচিত। ফরেক্সে লস হবে এটা স্বাভাবিক তবে সেই লস যেন বড় আকার ধারণ করে ব্যালেন্স জিরো হওয়ার কারণ না হতে পারে সেজন্য স্টপ লস ব্যবহার করতে হবে। আমি এখন পর্যন্ত যতবার ব্যালেন্স জিরো করেছি ততোবারই এর মূলে ছিল স্টপ লস ব্যবহার না করা। আপনার মতোই স্টপ লস ছাড়া ট্রেড ওপেন করার পরে দেখা যায় মার্কেট আমার বিপরীত দিকে যেতে থাকে। তখন অপেক্ষা করতে থাকি মার্কেট ব্যাক করার জন্য। কিন্তু মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে এবং এক সময় ব্যালেন্স জিরো হয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়। এরকমটা আমার সাথে একবার দুবার নয় কয়েকবার ঘটেছে। তবে আমি এর মাধ্যমে শিক্ষা পেয়েছি চরমভাবে যেটা আমাকে এরপর থেকে স্টপ লস ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে। সেই থেকে আমি স্টপ লস দিয়ে ট্রেড করি। দেখা যায় লস হলেও সেটা খুব সামান্য পরিমাণে হয় যেটা পরবর্তীতে রিকভার করা সম্ভব।

তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটি ট্রেড ওপেন করার সময় স্টপ লস দিয়ে ট্রেড ওপেন করা উচিত। *তাতে করে আপনার কিছুটা লস হলেও ব্যালেন্স জিরো হওয়ার সুযোগ নেই। আর ব্যালেন্স সুরক্ষিত থাকলে আপনি পরবর্তীতে ট্রেড করে ছোটখাটো লস রিকভার করতে পারবেন। কিন্তু ব্যালেন্স জিরো করে ফেললে আর রিকভার করার সুযোগ হারাবেন।

Starship
2021-08-10, 09:44 PM
আমি আবারো বলতে চাই নিজের একাউন্টকে সুরক্ষা করার জন্য স্টপ লস এর ব্যবহারের কোনো বিকল্প নেই। আপনি স্টপ লস ব্যবহার করলে আপনার একাউন্ট জিরো হওয়া থেকে রক্ষা পাবে এটা নিশ্চিত করে বলতে পারি। একজন অভিজ্ঞ ট্রেডার অবশ্যই ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট সেট করে থাকেন। এতে করে যেমন নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত করে প্রফিট করার সম্ভাবনা থাকবে। তবে শুধু একটি সেট করলেই হবেনা এর যথাযথ ব্যবহার করা জানতে হবে। এজন্য আপনাকে সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি সঠিক স্থানে বা প্রাইসে স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে পারবেন।